WPL 2024: নিলামে একঝাঁক প্লেয়ার নিল গুজরাট জায়ান্টস, শক্তি কতটা বাড়ল?
WPL Auction, Gujarat Giants: নিলামে গুজরাট জায়ান্টসের অবাক করা সিদ্ধান্ত বেদা কৃষ্ণমূর্তিকে নেওয়া। দীর্ঘদিন ক্রিকেটের মূলস্রোতে নেই একদা জাতীয় দলে মিতালি রাজের সতীর্থ। অকশনে তাঁকেই বেস প্রাইসে নিয়েছে মিতালি রাজের টিম। বেদার অভিজ্ঞতা অনেক। তবে টি-টোয়েন্টি ক্রিকেট বা বলা ভালো এই ফ্র্য়াঞ্চাইজি লিগের জন্য কতটা প্রস্তুত, প্রশ্ন থাকেই। নিলামে গুজরাটের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত বলা যেতে পারে অজি পেসার লরেন চিয়াতলকে নেওয়া।
![WPL 2024: নিলামে একঝাঁক প্লেয়ার নিল গুজরাট জায়ান্টস, শক্তি কতটা বাড়ল? WPL 2024: নিলামে একঝাঁক প্লেয়ার নিল গুজরাট জায়ান্টস, শক্তি কতটা বাড়ল?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/12/WPL-auctions-2024-Complete-Gujarat-Giants-Squad-and-Player-List-for-WPL-2024.jpg?w=1280)
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে পয়েন্ট টেবলে সকলের শেষে ছিল গুজরাট জায়ান্টস। টুর্নামেন্টের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল তারা। অজি ওপেনার তথা অধিনায়ক বেথ মুনি প্রথম ম্যাচেই ছিটকে গিয়েছিলেন। সেই ধাক্কা থেকে বেরোতে পারেনি জায়ান্টস। এ বার হাতে গোনা কয়েকজনকেই রিটেন করেছিল গুজরাট জায়ান্টস। মূল নজর ছিল নিলাম থেকে প্লেয়ার নেওয়া। সেই কাজটা ভালো ভাবেই করেছে বলা যায়। এরপরও প্রশ্ন থাকছে, আদৌ কি শক্তি বাড়ল গুজরাট জায়ান্টসের? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত সংস্করণের স্কোয়াড থেকে গুজরাট জায়ান্টস রিটেন করেছিল-লরা উলফার্ট, অ্যাশলে গার্ডনার, দয়ালান হেমলতা, হরলীন দেওল, স্নেহ রানা, তনুজা কানওয়ার, বেথ মুনি, শবনম শাকিলকে। প্রথম সংস্করণে কার্যত পুরো টুর্নামেন্টেই বেথ মুনিকে পায়নি গুজরাট জায়ান্টস। তাদের কাছে সেটা ছিল বড় ধাক্কা। প্রোটিয়া ব্যাটার লরা উলফার্টও সেই অর্থে নজর কাড়তে পারেননি। ভারতীয় অলরাউন্ডার স্নেহ রানা নেতৃত্বের চাপ সামলাতে পারেননি। প্রথম সংস্করণে ভরসা দিয়েছিলেন অজি অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। তবে একার পক্ষে টুর্নামেন্ট জেতানো সম্ভব নয়। টিম হিসেবে পারফর্ম করতে ব্যর্থ। ক্লোজ ম্যাচেও স্নায়ুর চাপে জয়ের হাসি দেখা যায়নি গুজরাট জায়ান্টসের।
নতুন সংস্করণে দল গুছিয়ে নেওয়ার লক্ষ্যে নেমেছিল জায়ান্টস। এ বার নিলামের টেবলে সবচেয়ে বেশি দর ওঠে অজি পেস বোলিং অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড এবং ভারতীয় পেসার কাশ্বী গৌতমের। অ্যানাবেলকে ২ কোটিতে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। একই দরে কাশ্বী গৌতমকে নিয়েছে গুজরাট জায়ান্টস। তবে অবাক করেছিল শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক চামারি আতাপাত্তু অবিক্রিত থাকায়। মনে করা হয়েছিল, গুজরাট জায়ান্টস তাঁর জন্য ঝাঁপাতে পারে। গুজরাট নিয়েছে অজি ব্যাটার ফোয়েবে লিচফিল্ডকে। এর কারণ হতে পারে, স্কোয়াডে ভারতীয় প্লেয়ারদের অভিজ্ঞতা।
নিলামে গুজরাট জায়ান্টসের অবাক করা সিদ্ধান্ত বেদা কৃষ্ণমূর্তিকে নেওয়া। দীর্ঘদিন ক্রিকেটের মূলস্রোতে নেই একদা জাতীয় দলে মিতালি রাজের সতীর্থ। অকশনে তাঁকেই বেস প্রাইসে নিয়েছে মিতালি রাজের টিম। বেদার অভিজ্ঞতা অনেক। তবে টি-টোয়েন্টি ক্রিকেট বা বলা ভালো এই ফ্র্য়াঞ্চাইজি লিগের জন্য কতটা প্রস্তুত, প্রশ্ন থাকেই। নিলামে গুজরাটের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত বলা যেতে পারে অজি পেসার লরেন চিয়াতলকে নেওয়া। তেমনই স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইসকেও। আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাথরিন তথাকথিত স্টার না হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। যা হয়তো কাজে লাগতে পারে গুজরাট জায়ান্টসের। তারপরও বলতে হয়, বোলিং বিভাগ যেমনই হোক, জায়ান্টসের ব্যাটিং আক্রমণ কিন্তু অতিরিক্ত বেথ মুনি নির্ভরশীল হয়ে দাঁড়াতে পারে।
গুজরাট জায়ান্টসের স্কোয়াড-কাশ্বী গৌতম, ফোয়েবে লিচফিল্ড, বেদা কৃষ্ণমূর্তি, মেঘনা সিং, লরেন চিয়াতল, প্রিয়া মিশ্র, তৃষা পূজিতা, ক্যাথরিন ব্রাইস, মন্নত কাশ্যপ, তারান্নুম পাঠান, লরা উলফার্ট, অ্যাশলে গার্ডনার, দয়ালান হেমলতা, হরলীন দেওল, স্নেহ রানা, তনুজা কানওয়ার, বেথ মুনি, শবনম শাকিল
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)