AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wriddhiman Saha: সৌরভ বোঝাতেই বাংলায় ফেরা: ঋদ্ধি

Sourav Ganguly, Bengal Cricket: মাঠে নামার আগে ঋদ্ধি বলেন, 'দু'বছরে ইডেনের একটাই জিনিস বদলাতে চোখে পড়ল। ড্রেসিংরুম পাল্টে গিয়েছে। ক্লাব হাউসের চেয়ারগুলো বদলে গিয়েছে। রং পাল্টে গেছে।' সিএবির সেই পদস্থ কর্তা এখনও বহাল তবিয়তে আছেন। সেই দূরত্ব কি ভবিষ্যতে ঘুচবে? উত্তরের আশায় বঙ্গ ক্রিকেটমহল।

Wriddhiman Saha: সৌরভ বোঝাতেই বাংলায় ফেরা: ঋদ্ধি
Image Credit: OWN PHOTOGRAPH
| Edited By: | Updated on: Jun 11, 2024 | 6:09 PM
Share

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়, সঞ্জয় দাস আর স্ত্রী রোমির জন্যই বাংলায় ফেরা। বেঙ্গল প্রো টি-২০ লিগে মাঠে নামার আগে সাফ জানিয়ে দিলেন ঋদ্ধিমান সাহা।দু’বছর আগে সিএবির এক কর্তা দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলায় বাংলা ছেড়েছিলেন ঋদ্ধি। বাংলা ছেড়ে ত্রিপুরায় খেলতে গেছিলেন পাপালি। জানাতে ভুললেন না অতীতে বাংলার হয়ে খেলার জন্য একাধিক চাকরির অফার পর্যন্ত ছেড়েছেন। প্রো লিগে মেদিনীপুর উইজার্ডসের হয়ে ফের নিজেকে প্রমাণে সচেষ্ট বঙ্গ কিপার। কয়েকদিন আগেই সৌরভের অফিসে গিয়ে মান অভিমান ভাঙিয়ে আসেন ঋদ্ধি। প্রাক্তন বোর্ড সভাপতির ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস বরফ গলাতে আসরে নেমেছিলেন।

দু’বছর আগে দল থেকে বাদ পড়ার পরও তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছিলেন ঋদ্ধিমান। বলেছিলেন মহারাজের আশ্বাস থাকা সত্ত্বেও জাতীয় দল থেকে বাদ পড়তে হয় তাঁকে। এরপর তোলপাড় হয় ভারতীয় ক্রিকেট। জাতীয় দলে আর ফিরে আসা হয়নি ঋদ্ধির। এই দু’বছরে বাংলাকে নিশ্চয়ই মিস করেছেন পাপালি। যদিও সাংবাদিক সম্মেলনে মচকালেন না ঋদ্ধি।

মাঠে নামার আগে ঋদ্ধি বলেন, ‘দু’বছরে ইডেনের একটাই জিনিস বদলাতে চোখে পড়ল। ড্রেসিংরুম পাল্টে গিয়েছে। ক্লাব হাউসের চেয়ারগুলো বদলে গিয়েছে। রং পাল্টে গেছে।’ সিএবির সেই পদস্থ কর্তা এখনও বহাল তবিয়তে আছেন। সেই দূরত্ব কি ভবিষ্যতে ঘুচবে? উত্তরের আশায় বঙ্গ ক্রিকেটমহল।