WTC Points Table: টিম ইন্ডিয়ার অজি সফরের টার্গেট, WTC ফাইনালে যেতে রোহিতদের যা করতেই হবে…

World Test Championship: বেঙ্গালুরু, পুনের পর মুম্বইতে হেরে লজ্জার নজির গড়ল টিম ইন্ডিয়া। এ বার অজি সফরে যাওয়ার আগে ভারতের টার্গেট সেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হ্যাটট্রিকের জন্য সেই পথেই হাঁটতে হবে ভারতকে।

WTC Points Table: টিম ইন্ডিয়ার অজি সফরের টার্গেট, WTC ফাইনালে যেতে রোহিতদের যা করতেই হবে...
WTC Points Table: টিম ইন্ডিয়ার অজি সফরের টার্গেট সেট, যে পথে WTC ফাইনালে উঠবে ভারত...Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Nov 03, 2024 | 4:13 PM

কলকাতা: বর্ডার-গাভাসকর ট্রফির আগে হোম সিরিজে টিম ইন্ডিয়ার লক্ষ্য ছিল ৫-০। তা আর হল কই! ২-০ ফলাফল নিয়েই ডনের দেশে যাবে রোহিত ব্রিগেড। দেশের মাটিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে যথাক্রমে দুই ও তিন টেস্টের সিরিজ খেলল ভারতীয় টিম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নিপ ফাইনালে ওঠার জন্য ভারতকে কিউয়িদের এই সিরিজে হারাতে হত। তার জায়গায় হল উল্টোটা। বেঙ্গালুরু, পুনের পর মুম্বইতে হেরে লজ্জার নজির গড়ল টিম ইন্ডিয়া। এ বার অজি সফরে যাওয়ার আগে ভারতের (India) টার্গেট সেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হ্যাটট্রিকের জন্য সেই পথেই হাঁটতে হবে ভারতকে। ভারত-নিউজিল্যান্ড ৩ টেস্টের সিরিজের পর কেমন অবস্থা WTC পয়েন্ট টেবলের (WTC Points Table)।

কিউয়িদের কাছে টেস্ট সিরিজ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে শীর্ষস্থান হারাল ভারত। WTC পয়েন্ট টেবলের সিংহাসনে উঠেছে অস্ট্রেলিয়া। ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে ৫ দল। ঠিক কোন পথে ফাইনালে উঠতে পারে এই দলগুলো —

  • বর্তমানে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের শীর্ষে থাকা অজিরা ফাইনালে উঠতে পারে আসন্ন ৫টি টেস্ট ম্যাচ জিতলে। প্যাট কামিন্সের দলের ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে ৫টি টেস্ট ম্যাচ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে ২টি ম্যাচ বাকি রয়েছে।
  • ডব্লিউটিসি পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে থাকা ভারতের এই চক্রে বাকি রয়েছে ৫টি টেস্ট ম্যাচ। সেখানে ৪টি জয় ও ১টি ড্র করলে ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া।
  • বিশ্ব টেস্ট ফাইনালের পয়েন্ট টেবলের তিনে থাকা শ্রীলঙ্কার এই চক্রে ৪টি ম্যাচ (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের অ্যাওয়ে সিরিজ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ ম্যাচের হোম সিরিজ) বাকি রয়েছে। সেই চারটিতেই জিতলে ফাইনালে উঠতে পারবে।
  • কিউয়িরা এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের চারে রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩ টেস্টের সিরিজ জিতলে ফাইনালে উঠতে পারবে নিউজিল্যান্ড।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের পাঁচে থাকা প্রোটিয়াদের সামনে রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি ম্যাচের হোম সিরিজ এবং পাকিস্তানের বিরুদ্ধে ২টি ম্যাচের হোম সিরিজ। এই ৪ ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠতে পারবে।

এক ঝলকে দেখে নিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল, কত পয়েন্ট রয়েছে কোন টিমের—

wtc points table

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবল