Yashasvi Jaiswal: স্পিনারদের বিরুদ্ধে খাবি খেলেন বিশ্ব চ্যাম্পিয়ন, দু’বার জীবন পেয়েও আউট যশস্বী জয়সওয়াল
India Tour of Zimbabwe: জিম্বাবোয়ের বিরুদ্ধে যশস্বী জয়সওয়ালের ব্যাটে হাফসেঞ্চুরি আসেনি ঠিকই, কিন্তু এক রেকর্ড গড়েছেন তিনি। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান এখন তাঁর। তিনি এ বছর ৯টি ম্যাচে ১৪টি ইনিংসে ৮৪৮ রান করেছেন।

কলকাতা: বিশ্ব চ্যাম্পিয়ন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) টিমে ফিরেছেন। প্রত্যাশা মতো সিরিজের তৃতীয় টি-২০-র একাদশে পরিবর্তন করেছেন শুভমন গিল। জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি-২০ (T20) ম্যাচে শুভমনের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন যশস্বী। এ বারের টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য উত্তরপ্রদেশের বছর ২২ এর ছেলে। সেখানে অবশ্য খেলার সুযোগ পাননি। কিন্তু অনুশীলন চালিয়ে গিয়েছিলেন। এ বার জিম্বাবোয়ে সফরে তৃতীয় ম্যাচে ফিরেই চমক দেখানোর চেষ্টার ছিলেন। খাতায় কলমে দেখলে ১৭ জানুয়ারি ভারতের হয়ে শেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। অর্থাৎ দীর্ঘদিন পর দেশের নীল জার্সিতে ফিরলেন। ২০০-র মতো স্ট্রাইকরেটে খেলছিলেন যশস্বী। কিন্তু ছবিটা পরে বদলে যায়।
জিম্বাবোয়ের স্পিনারদের বিরুদ্ধে খেলতে সমস্যায় পড়ছেন যশস্বী জয়সওয়াল। পাওয়ার প্লে-র পর স্পিন আক্রমণ যেন জেঁকে ধরে তাঁকে। অষ্টম ওভারে দু’বার জীবন পান যশস্বী। প্রথমত অষ্টম ওভারের তৃতীয় বলে তাঁর ক্যাচ ফস্কান ওয়েসলি মাধবেরে। সেই সময় যশস্বী ছিলেন ২৩ বলে ৩৩ রানে। ওই ওভারের পরের বলেও জিম্বাবোয়ের কাছে সুযোগ ছিল যশস্বীর উইকেট তুলে নেওয়ার। পরের বলেই রিচার্ড এনগারাভা ওপেনার যশস্বীর ক্যাচ ধরতে পারেননি। যা দেখে খুশি হননি জিম্বাবোয়ের ক্যাপ্টেন।
নবম ওভারের প্রথম বলেই যশস্বীর উইকেট তুলে নেন সিকান্দার রাজা। পাওয়ার প্লে যেই শেষ হল, ফিল্ডাররা যখন ছড়িয়ে গেলেন তখন যশস্বী অস্বস্তিতে পড়লেন। সিকান্দার রাজা সেই সুযোগটাই কাজে লাগালেন। বিশ্ব চ্যাম্পিয়নের উইকেট তুলে নিতেই জিম্বাবোয়ের ক্যাপ্টেন শূন্যে হাত ছুড়ে সেলিব্রেট করলেন। আর ২৭ বলে ৩৬ রান করে আউট হয়ে মাঠ ছাড়েন যশস্বী। স্ট্রাইকরেট ২০০ থেকে কমে হয় ১৩৩.৩৩। তাঁর ব্যাটে আজ এসেছে ৪টি চার ও ২টি ছয়।
জিম্বাবোয়ের বিরুদ্ধে যশস্বীর ব্যাটে হাফসেঞ্চুরি আসেনি ঠিকই, কিন্তু এক রেকর্ড গড়েছেন তিনি। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান এখন তাঁর। তিনি এ বছর ৯টি ম্যাচে ১৪টি ইনিংসে ৮৪৮ রান করেছেন। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ইব্রাহিম জাদরান (৮৪৪ রান) ও রোহিত শর্মা (৮৩৩ রান)।
YASHASVI JAISWAL BECOMES THE LEADING RUN-GETTER IN INTERNATIONAL CRICKET IN 2024. 🇮🇳 🤯 pic.twitter.com/3KV76leJu7
— Johns. (@CricCrazyJohns) July 10, 2024





