Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yashasvi Jaiswal: মিলে গেল কেপির ভবিষ্যদ্বাণী! যশস্বীর শতরান আটকে দিলেন রুট

IND vs ENG: হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে রোহিত শর্মার ভারত ও বেন স্টোকসের ইংল্যান্ডের (India vs England) প্রথম টেস্ট ম্যাচ। আজ, শুক্রবার হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিন। সকাল সকাল ইংল্যান্ড টিমকে সাফল্য এনে দিয়েছেন সে দেশের প্রাক্তন অধিনায়ক জো রুট (Joe Root)।

Yashasvi Jaiswal: মিলে গেল কেপির ভবিষ্যদ্বাণী! যশস্বীর শতরান আটকে দিলেন রুট
মিলে গেল কেপির ভবিষ্যদ্বাণী! যশস্বীর শতরান আটকে দিলেন রুট
Follow Us:
| Updated on: Jan 26, 2024 | 10:51 AM

কলকাতা: টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম ইনিংসে ইংল্যান্ডের বাজবল সেই অর্থে দেখা যায়নি। বরং ধারাভাষ্যকাররা বার বার বলছিলেন, বাজবল ভারতের মাটিতে দেখা যাচ্ছে না। উল্টে এখানে দেখা মিলছে জ্যাজবলের। আসলে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ব্যাটিং দেখে কমেন্ট্রি বক্স থেকে এমনই ধারাভাষ্য দিতে শোনা যায় ধারাভাষ্যকারদের। হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন যশস্বী শুরু করেন ৭৬ রানে। কিন্তু বেশিক্ষণ ক্রিজে কাটাতে পারেননি। দ্বিতীয় দিন ৪ বল থেকে ৮০ রানে পৌঁছান তিনি। এরপরই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট (Joe Root) তুলে নেন তাঁর উইকেট। মিলে যায় ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার কেভিন পিটারসেনের ভবিষ্যদ্বাণী। কারণ, দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে তিনি বলেছিলেন, ‘যদি জো রুট বল করে, তা হলে যশস্বী জয়সওয়াল শতরান করতে পারবে না।’

টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি যশস্বীর দিকে নজর ছিল সকলের। দ্বিতীয় দিনের সকালে যদি আর কিছুক্ষণ তিনি ক্রিজে থাকার সুযোগ পেতেন তা হলে কেরিয়ারের পঞ্চম টেস্টে দ্বিতীয় শতরান পেয়ে যেতেন। অবশ্য দ্বিতীয় ইনিংসে ভারত মাঠে নামলে সেই সুযোগ থাকবে যশস্বীর কাছে। প্রথম ইনিংসে ১০৮.১০ স্ট্রাইক রেটে, ৭৪ বলে ৮০ রান করে মাঠ ছাড়লেন যশস্বী। এই অনবদ্য ইনিংস যশস্বী সাজিয়েছিলেন ১০টি চার ও ৩টি ছয় দিয়ে।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন চেয়েছিলেন হায়দরাবাদে প্রথম টেস্টের দ্বিতীয় দিন সকালে বল করুন জো রুট। তিনি ম্যাচের আগে সে কথা বলার পাশাপাশি সোশ্যাল মিডিয়া সাইট X এ পোস্টও করেছিলেন এই নিয়ে। ২৩.৪ ওভারে রুট কট অ্যান্ড বোল্ড করেন যশস্বীকে।