Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yashasvi Jaiswal: সেমিফাইনালের আগে মুম্বইয়ের বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন যশস্বী জয়সওয়াল

Ranji Trophy 2024-25: বর্ডার গাভাসকর ট্রফি খেলে দেশে ফেরার পর মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। এরপর তিনি খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে। সেখানেই তাঁর ওডিআই অভিষেকও হয়েছিল।

Yashasvi Jaiswal: সেমিফাইনালের আগে মুম্বইয়ের বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন যশস্বী জয়সওয়াল
সেমিফাইনালের আগে মুম্বইয়ের বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন যশস্বী জয়সওয়ালImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 16, 2025 | 1:08 PM

কলকাতা: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে ছিলেন ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। শেষ বেলায় তিনি বাদ পড়েছেন চূড়ান্ত দল থেকে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন ভুলে রঞ্জি ট্রফিতে ফোকাস করছিলেন যশস্বী। এতদিন শোনা যাচ্ছিল বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে খেলবেন ভারতীয় ওপেনার। কিন্তু ফের ধাক্কা খেলেন তিনি। রঞ্জি সেমিফাইনালের আগে গোড়ালির চোটে ছিটকে গেলেন তিনি।

বর্ডার গাভাসকর ট্রফি খেলে দেশে ফেরার পর মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের হয়ে খেলেছিলেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। এরপর তিনি খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে। সেখানে নাগপুরে তাঁর ওডিআই অভিষেকও হয়েছিল। তারপর অবশ্য বাকি ম্যাচে সুযোগ পাননি তিনি।

এরপর যশস্বীর লক্ষ্য ছিল মুম্বইয়ের জার্সিতে রঞ্জি ট্রফির সেমিতে ভালো খেলা। চ্যাম্পিয়ন্স ট্রফির টিম থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে চাইছিলেন যশস্বী। কিন্তু সেখানেও খেলেন ধাক্কা। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এ বার যশস্বী বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন। সেখানে বাঁ পায়ের গোড়ালির চোটের পরীক্ষা নিরীক্ষা হবে। এবং সেখানেই রিহ্যাব করবেন তিনি।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিজার্ভ প্লেয়ারদের তালিকায় ছিলেন যশস্বী। অর্থাৎ যদি কোনও ভারতীয় ব্যাটার চোট পেতেন, সেক্ষেত্রে যশস্বী খেলার সুযোগ হয়তো পেতেন। কিন্তু তিনি যে চোটের কবলে পড়েছেন, তাতে তা সারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাওয়ার সম্ভবনা প্রায় নেই বললেই চলে।

এ বার দেখার কত তাড়াতাড়ি যশস্বীর চোট সেরে ওঠে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর শুরু হয়ে যাবে আইপিএল। সেখানে রাজস্থান রয়্যালসের অন্যতম ভরসা যশস্বী। ওপেনারকে না পেলে চাপে পড়ে যাবেন রাহুল দ্রাবিড়। ইতিমধ্যেই কিছুদিন আগে শোনা গিয়েছিল, চোট পেয়েছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ফলে একের পর এক পিঙ্ক আর্মির ক্রিকেটাররা চোট পেলে রাজস্থান চাপে পড়ে যাবে।