Virat-Rohit Test Retirement: ৫০ বছর অবধি খেলা উচিত… রোহিত-বিরাটের অবসরে ‘খোঁচা’ দেশের প্রাক্তনীর?

Team India: সামনেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। আর তার আগেই রোহিত-বিরাটের টেস্ট অবসরের ঘটনা নাড়া দিয়েছে ভক্ত থেকে শুরু করে বিশেষজ্ঞদেরও। সেই আবহেই রো-কো জুটির অবসর নিয়ে মুখ খুলেছেন এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

Virat-Rohit Test Retirement: ৫০ বছর অবধি খেলা উচিত... রোহিত-বিরাটের অবসরে খোঁচা দেশের প্রাক্তনীর?
৫০ বছর অবধি খেলা উচিত... রোহিত-বিরাটের অবসরে 'খোঁচা' দেশের প্রাক্তনীর!Image Credit source: Santanu Banik/Speed Media/Icon Sportswire via Getty Images

May 15, 2025 | 3:10 PM

কলকাতা: হঠাৎই এক সপ্তাহের ব্যবধানে ক্রিকেটের সবচেয়ে বড় ফর্ম্যাট থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেট দলের মেরুদণ্ড ছিলেন তাঁরা দু’জনই। রো-কো জুটিকে এ বার দেশের হয়ে ওডিআইতে খেলতে দেখা যাবে। তাঁরা যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, তাতে ভারতীয় দলে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। সামনেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। আর তার আগেই রোহিত-বিরাটের টেস্ট অবসরের ঘটনা নাড়া দিয়েছে ভক্ত থেকে শুরু করে বিশেষজ্ঞদেরও। সেই আবহেই রো-কো জুটির অবসর নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যোগরাজ সিং। রোহিত ও কোহলি ভুল করেছেন? আরও খেলা উচিত ছিল তাঁদের? কী বললেন যোগরাজ সিং?

কিছুদিন ধরে লাল বলের ফর্ম্যাটে দু’জনের ফর্ম খুব একটা ভালো নয়। ঘরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, তারপর অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকর ট্রফিতে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি তাঁরা। আগামী ২০ জুন ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। তার আগে রোহিত-বিরাট অবসর নেওয়ায় যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং খুব একটা খুশি হননি। তাঁর মনে হয়, রোহিত ও বিরাটের এখনও ক্রিকেটকে অনেক কিছু দেওয়া বাকি।

এএনআইকে যোগরাজ বলেছেন, ‘বিরাট একজন বড় প্লেয়ার। তাই এটা অবশ্যই বড় ক্ষতি। ২০১১ সালে যখন অনেক ক্রিকেটারকে হয় সরিয়ে দেওয়া হয়েছিল অথবা তাঁরা অবসর নিয়েছিল বা অবসর নিতে বাধ্য করা হয়েছিল, সেই সময়ও দলটা ভেঙে পড়েছিল। এবং এখনও সেখান থেকে উঠে দাঁড়াতে পারেনি। কিন্তু সকলের সময় আসে। আমার মনে হয় বিরাট এবং রোহিতের মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে।’

যোগরাজ আরও বলেছেন, ‘আমার মনে হয় রোহিতকে প্রতিদিন অনুপ্রাণিত করার জন্য কোনও একজনের প্রয়োজন ছিল। যেমন ভোর পাঁচটায় উঠে দৌড়নোর জন্য। রোহিত এবং বীরেন্দ্র সেওয়াগ এমন দু’জন, যাঁরা খুব তাড়াতাড়ি অবসর নিয়েছে। সবচেয়ে ভালো খেলোয়াড়দের ৫০ বছর বয়স অবধি খেলা উচিত। ওদের অবসরের জন্য আমি খুবই দুঃখিত। কারণ, তরুণদের অনুপ্রাণিত করার জন্য আর কেউই বাকি রইল না।’