Virat Kohli: বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করবেন বিরাট, ভবিষ্যদ্বাণী পাক ক্রিকেটারের!

India vs Bangladesh Series: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত। সেখানে খেলেননি বিরাট। এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় শেষ টেস্ট খেলেছিলেন। দীর্ঘ দিন পর লাল বলে ফিরলেও বিরাটকে নিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।

Virat Kohli: বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করবেন বিরাট, ভবিষ্যদ্বাণী পাক ক্রিকেটারের!
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Sep 10, 2024 | 5:08 PM

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট অর্থাৎ ইডেন গার্ডেন্সে গোলাপি বলে দিন-রাতের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। এরপর থেকে বিরাটের ব্যাটে সব ফরম্যাটেই সেঞ্চুরির খরা চলছিল। প্রায় তিন বছর পর দেশের জার্সিতে টি-টোয়েন্টি সেঞ্চুরি দিয়ে সেই খরা কাটিয়েছিলেন বিরাট কোহলি। সেই থেকে অবশ্য ভালো ছন্দেই রয়েছেন বিরাট। সামনেই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত। সেখানে খেলেননি বিরাট। এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় শেষ টেস্ট খেলেছিলেন। দীর্ঘ দিন পর লাল বলে ফিরলেও বিরাটকে নিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।

মনে করা হয়েছিল, বাকিদের মতো বিরাট-রোহিতও লাল-বলের প্রস্তুতিতে দলীপ ট্রফিতে খেলবেন। তা অবশ্য হয়নি। ফলে নেট প্র্যাক্টিসই ভরসা বিরাটের। বাংলাদেশের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ এবং এরপর অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের সিরিজ। লাল-বলে দীর্ঘ সূচি। বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলি বিনা ম্যাচ প্র্যাক্টিসে নামলেও বড় সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরিও করতে পারেন বিরাট কোহলি, এমনই মনে করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি।

এই খবরটিও পড়ুন

পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার বলছেন, ‘ইংল্যান্ড সিরিজে বিরাট ছিল না। সদ্য শ্রীলঙ্কাতেও (ওডিআই) ভালো পারফর্ম করতে পারেনি। তবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাটের ব্যাটে বড় সেঞ্চুরি দেখা যাবে। সেটা ১১০ কিংবা ১১৫ নয়, হয়তো ডাবল সেঞ্চুরিও দেখা যাবে।’ বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একাদশ কী হওয়া উচিত, সেটাও উল্লেখ করেছেন বসিত আলি।