AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লুক বদলে ফেললেন যুবরাজ

নামী হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের কাছে গিয়ে যুবরাজ জানতে চান, কোন চুলের স্টাইল তাঁকে মানাবে। স্ট্রেট নাকি কার্লি? আলিম জানান, যুবরাজের মুখের সঙ্গে যাবে ঝাঁকড়া চুলের স্টাইল।

লুক বদলে ফেললেন যুবরাজ
নতুন লুকে যুবরাজ
| Edited By: | Updated on: Jun 28, 2021 | 11:46 AM
Share

মুম্বইঃ ক্রিকেটার(CRICKETER) থাকাকালীন তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটের(INDIAN CRICKET) ফ্ল্যামবয়। টি২০ বিশ্বকাপে (T20 WORLD CUP)ছয় ছক্কা হোক বা ২০১১ বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজ। পারফরম্যান্সের সঙ্গে যুবরাজ সিংয়ের(YUVRAJ SINGH) জীবনে জড়িয়ে ছিল বোহেমিয়ানাও।বান্ধবী হ্যাজেল কিচের সঙ্গে বিয়ে হওয়ার আগে যুবরাজের সঙ্গে নাম জড়িয়েছিল একাধিক বলিউড অভিনেত্রীরও। তবে ক্রিকেট কেরিয়ারের মাঝপথে ক্যান্সার(CANCER) অনেকটা বদলে দিয়েছিল যুবির জীবন। সেখান থেকে ফের ঘুরে দাঁড়িয়ে মাঠে ফিরেছেন। জীবনকে অন্য আঙ্গিকে দেখা শুরু করেছেন। তবে সুপুরুষ যুবরাজ নিজের লুক নিয়ে এখনও বেশ সচেতন!

yuvraj-singh-gets-a-new-hairstyle

ডানদিকে নতুন লুকে যুবরাজ। বাঁদিকে যুবির পুরনো চুলের স্টাইল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর কখনো টি১০ লিগ কখনও অন্য ক্রিকেট লিগে দেখা যায় যুবরাজের ব্যাটিং ঝলকানি। আর এবার নিজের লুক নিয়ে চমক দিলেন যুবরাজ। বদলে ফেললেন নিজের হেয়ারস্টাইল। মাথায় ঢেউ খেলানো চুল বদলে যুবরাজের মাথায় এবার ঝাঁকড়া চুল। নামী হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের কাছে গিয়ে যুবরাজ জানতে চান, কোন চুলের স্টাইল তাঁকে মানাবে। স্ট্রেট নাকি কার্লি? আলিম জানান, যুবরাজের মুখের সঙ্গে যাবে ঝাঁকড়া চুলের স্টাইল। ব্য়স হেয়ারস্টাইলিস্টের কথা মত রবিবার বদলে ফেললেন নিজের চুলের স্টাইলই।

চুলের স্টাইল বদলে স্যালন থেকেই সেই ছবি পোস্ট করলেন যুবরাজ স্বয়ং। সামনে ফের প্রতিযোগিতামূলক ক্রিকেট রয়েছে যুবরাজের। মেলবোর্নের ক্লাব মালগ্রেভ ক্রিকেট ক্লাবের হয়ে সামনেই টি২০ টুর্নামেন্ট খেলবেন অস্ট্রেলিয়ায়। যেই ক্লাব ইতিমধ্যেই যুবরাজ ছাড়াও যোগাযোগ করেছেন ব্রায়ান লারা ও এবি ডেভিলিয়ার্সের সঙ্গে। মালগ্রেভ এবার তারকাখচিত দল বানাতে চায়। যাঁদের প্রথম চমক যুবরাজ। আর রবিবার নতুন লুকে চমকে দিলেন সবাইকে।