
বাইশ গজে সমালোচনার ভিড়ে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়? কী ভাবে ফর্মে ফিরতে হয়? সব ধীরে ধীরে শিখে নিয়েছেন তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এ বারের আইপিএলে (IPL) সেই ঝলকই দেখাচ্ছেন। চলতি আইপিএলে ব্যাটারদের কেরামতির গল্প কমবেশি প্রতি ম্যাচেই শোনা যাচ্ছে। বোলাররাও যে পিছিয়ে নেই, এ বার সেটাই বোঝালেন চাহাল। চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে হ্যাটট্রিক নিয়েছেন চাহাল। কোন পরিকল্পনায় এমনটা করতে পারলেন তিনি?
ইয়েলোব্রিগেডের বিরুদ্ধে ৩ ওভার বল করে ৩২ রান দিয়ে ৪ উইকেট নেন চাহাল। তার মধ্যে ১৯তম ওভারে হ্যাটট্রিক। দুই কিংস-এর ম্যাচের শেষে যুজবেন্দ্র চাহাল বলেন, ‘আমি জানতাম সেখানে মাহি ভাই রয়েছে এবং ওখানে শিবম দুবেও ছিল। তবে আমার সেই সময় মনে হচ্ছিল ওই ওভারে আমি একটা উইকেট পাব। আমি ছক্কা খাওয়ার ভয় পাচ্ছিলাম না। নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা করছিলাম। বারবার লাইন পরিবর্তন করছিলাম।’
কোন পরিকল্পনায় হ্যাটট্রিকের নজির গড়তে পারলেন চাহাল? তিনি বলেন, ‘আমি জানতাম যখন পেসারদের কোটা শেষ হয়ে যাবে, আর আমাকে ১৯ বা ২০তম ওভারে বল করতে হবে। তাই আমি সেই মতো পরিকল্পনা করেছিলাম। আমি লক্ষ্য করেছিলাম যে পেসারদের স্লোয়ার বলগুলো ধীরে ধীরে আসছিল এবং ব্যাটে লাগছিল না।’
চাহালের কেরিয়ারের দ্বিতীয় আইপিএল হ্যাটট্রিক এটি। চেন্নাইয়ের বিরুদ্ধে ১৯তম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে চাহাল ফেরান মহেন্দ্র সিং ধোনিকে। এরপর চতুর্থ, পঞ্চম ও ওভারের শেষ বলেতিনি ফেরান যথাক্রমে দীপক হুডা, অংশুল কম্বোজ এবং নুর আহমেদকে।
𝙒.𝙒.𝙒 🤯
First hat-trick of the season 😍
Second hat-trick of his IPL career 🫡Yuzvendra Chahal is his name 😎
Updates ▶ https://t.co/eXWTTv8v6L #TATAIPL | #CSKvPBKS | @yuzi_chahal pic.twitter.com/4xyaX3pJLX
— IndianPremierLeague (@IPL) April 30, 2025