Yuzvendra Chahal-RJ Mahvash: চাহালের সঙ্গে দেখা করতে পঞ্জাব টিম হোটেলে হাজির মেহবেশ! ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল
IPL 2025: এ বারের আইপিএলে পঞ্জাব কিংসের বহু ম্যাচে গ্যালারিতে মেহবেশকে দেখা গিয়েছে। চাহাল ভালো খেলার পর তাঁকে নিয়ে প্রশংসা করে পোস্টও করেছেন মেহবেশ।

কলকাতা: প্রেম কখনও আড়ালে রাখা যায় না। ঠিক যেমনটা পারছেন না যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও আরজে মেহবেশের। নেটিজ়েনদের মতে, ধনশ্রী ভার্মার সঙ্গে ডিভোর্সের পর সুন্দরী রেডিও জকি মেহবেশের (Mahvash) সঙ্গে নাম জড়িয়েছে চাহালের। এ বারের আইপিএল শুরু হওয়ার পর থেকে বারে বারে চাহালের সঙ্গে জড়িয়েছে মেহবেশের নাম। চারিদিকে গুঞ্জন ছড়িয়েছে যে, ভারতীয় তারকা বোলার যুজবেন্দ্র চাহাল ও সুন্দরী মেহবেশ ডেটিং করছেন। সোশ্যাল মিডিয়ায় মেহবেশের নানা ভিডিয়ো মাঝে মাঝে ভাইরাল হয়েছে। এ বার ১৮তম আইপিএলে আরসিবি ও পঞ্জাবের প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পর মেহবেশের অপর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে এক হোটেলে মাস্ক পরা অবস্থায় দেখা গিয়েছে মেহবেশকে। তা হলে মেশবেশ কি চাহালের সঙ্গেই দেখা করতে ওই হোটেলে গিয়েছিলেন?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায় একটি হট প্যান্ট পরিহিত অবস্থায় মেহবেশকে। মুখ ছিল তাঁর মাস্কে ঢাকা। মাথা ঢাকা ছিল হুডিতে। TV9 Bangla-র পক্ষ থেকে ভিডিয়োটির সত্যতা যাচাই করা হয়নি। তবে নেটিজ়েনরা দুইয়ে দুইয়ে চার করতে দেরি করেননি। @viralbhayani এই ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আরজে মেহবেশ যুজির হোটেলে? কাকতালীয়? নাকি সফট লাঞ্চ তৈরি হচ্ছে?’
View this post on Instagram
সত্যিই মেহবেশ আরসিবি-পঞ্জাব ম্যাচের শেষে চাহালের সঙ্গে পঞ্জাবের টিম হোটেলে দেখা করেছেন কি না, তা জানা যায়নি। তবে এ বারের আইপিএলে পঞ্জাব কিংসের বহু ম্যাচে গ্যালারিতে মেহবেশকে দেখা গিয়েছে। চাহাল ভালো খেলার পর তাঁকে নিয়ে প্রশংসা করে পোস্টও করেছেন মেহবেশ। যার ফলে চাহাল ও মেহবেশ যে সম্পর্কে রয়েছেন, তা নিয়ে বেশি বেশি করে আলোচনা করছেন সকলে।
