Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: তোমার পাশে আছি হিটম্যান… রোহিতকে এই বার্তাই দিতে চাইলেন চাহাল?

Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএলে (IPL) শূন্য থেকে ৫টা ট্রফি ক্যাবিনেটে তুলে দিয়েছেন রোহিত শর্মা। তাঁকেই কিনা মুম্বই টিম ম্যানেজমেন্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিল! ভারতীয় ক্রিকেট মহলে তুমুল আলোড়ন। প্রতিবাদে মুখর হয়েছেন রোহিত ভক্তরা। দেশের আনাচে-কানাচে বিভোক্ষ দেখাচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্সে ও রোহিতের ভক্তরা।

Rohit Sharma: তোমার পাশে আছি হিটম্যান... রোহিতকে এই বার্তাই দিতে চাইলেন চাহাল?
রোহিত শর্মার সঙ্গে যুজবেন্দ্র চাহাল।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2023 | 4:23 PM

নয়াদিল্লি: গত কয়েকদিন ধরে ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা বিষয় নিয়েই আলোচনা চলছে। মুম্বই ইন্ডিয়ান্স কেড়েছে রোহিত শর্মার (Rohit Sharma) ক্যাপ্টেন্সি। নতুন নেতা বানিয়েছেন হার্দিক পান্ডিয়াকে। মুম্বইকে শূন্য থেকে ৫টা ট্রফি ক্যাবিনেটে তুলে দিয়েছেন রোহিত শর্মা। তাঁকেই কিনা মুম্বই টিম ম্যানেজমেন্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিল! ভারতীয় ক্রিকেট মহলে তুমুল আলোড়ন। প্রতিবাদে মুখর হয়েছেন রোহিত ভক্তরা। দেশের আনাচে-কানাচে বিভোক্ষ দেখাচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্সে ও রোহিতের ভক্তরা। মহেন্দ্র ধোনির সিএসকে থেকে রোহিতকে ফেয়ারওয়েল জানানো হয়েছে। নেটিজ়েনদের দাবি রোহিত নেতার দায়িত্বে না থাকায়, দুঃখ প্রকাশ করেছেন স্কাই। তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন একটি ভগ্ন হৃদয়ের ইমোজি। এ বার দেশের স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) কোনও রাখঢাক না করেই রোহিত শর্মার প্রতি ভালোবাসা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়া সাইট X-এ ভারতীয় বোলার যুজবেন্দ্র চাহালের অ্যাকাউন্টে ঢুঁ মারলে দেখা যাবে, তিনি বদলে ফেলেছেন তাঁর ডিপি। X-এ একটি প্রোফাইল ছবি দেওয়া যায়। আর একটি কভার ছবি দেওয়া যায়। যুজবেন্দ্র চাহাল তাঁর X এ রোহিত শর্মার সঙ্গে একটি ছবি দিয়েছেন। এবং তাঁর কভার ইমেজে রয়েছে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবিটি।

নেটিজ়েনদের দাবি রোহিতের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা থেকেই তাঁর সঙ্গে নিজের ছবি দিয়েছেন যুজবেন্দ্র চাহাল। রোহিতের ক্যাপ্টেন্সিতে নিয়মিত জাতীয় দলে সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল। তার জন্য অবশ্য চাহালের কোনও ক্ষোভ নেই। বরং তিনি অতীতে জানিয়েছেন, দলের প্রয়োজন অনুযায়ী একাদশ বাছাই করেন ক্যাপ্টেন-কোচ। তাই রোহিত শর্মাকে নিয়ে মনে কোনও রাগ পুষে রাখেননি যুজি।