Cristiano Ronaldo : রোনাল্ডোর গোলে আরব ক্লাব কাপের সেমিফাইনালে আল নাসের
Al Nassr : ১৯তম মিনিটে গোল করেন পর্তুগিজ সুপারস্টার। আল নাসেরের ৩-১ জয়ের দিন অবদান রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
রাবাট : আল নাসেরের (Al Nassr) হয়ে চলতি মরসুমের শুরু থেকে দারুণ ছন্দে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের ক্লাবটি বর্তমানে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ খেতাবের জন্য লড়ছে। রবিবার রাতে কোয়ার্টার ফাইনালে আরব কাপে আল নাসেরের প্রতিপক্ষ ছিল রাজা কাসাব্লাঙ্কা। প্রতিপক্ষকে ৩-১ হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ক্লাব। আল নাসেরের হয়ে স্কোরকার্ডে নাম লিখিয়েছেন সিআর৭। গত ম্যাচে হেডে দারুণ গোল করে আল নাসেরের আরব কাপ থেকে বিদায় রুখে দিয়েছিলেন। এদিন শেষ আটের ম্যাচে ১৯তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। তারপর আরও দুই গোল এসেছে আল নাসেরের খাতায়। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ম্যাচের প্রথম থেকেই রোনাল্ডোদের দাপট। প্রথমার্ধেই তিন গোল করে ফেলে আল নাসের। ম্যাচ শুরুর ২ মিনিটেই এগিয়ে যেতে পারত আল নাসের। তালিসকার গোলমুখী শট আটকে দেন প্রতিপক্ষের গোলকিপার। তবে ১৯তম মিনিটে রোনাল্ডো শট আটকাতে পারেননি তিনি। তালিসকার থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে রাজা কাসাব্লাঙ্কার জালে বল জড়ান সিআর৭। ১০ মিনিট পরই ব্যবধান বাড়ান সুলতান আল গান্নাম। ৩৮ মিনিটে তৃতীয় গোল করেন সেকো ফোপানা। তিন গোলে পিছিয়ে পড়া কাসাব্লাঙ্কার ঘুরে দাঁড়ানোর অবস্থা ছিল না। ৪১ মিনিটে আবদুল্লা মাদুরের আত্মঘাতী গোলে ম্যাচ শেষ হয় ৩-১ ব্যবধানে।
Into the semi-finals?? Great feeling to keep scoring and helping the team to move forward in the competition!⚽️?? pic.twitter.com/pjVyl5BL0t
— Cristiano Ronaldo (@Cristiano) August 6, 2023
আল নাসেরের হয়ে খেতাব জেতার খুব কাছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসের আরব ক্লাব চ্যাম্পিয়ন্স জিতলে সৌদি আরবের ক্লাবটির হয়ে প্রথম ট্রফি জিতবেন তিনি। আগামী বুধবার সেমিফাইনাল ম্যাচ রোনাল্ডোদের। প্রতিপক্ষ মিশরের ক্লাব আল শর্তা।