AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

The Ashes 2025-26: ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় ইংল্যান্ডের

Ashes: সংক্ষিপ্ত টেস্ট। দু'দিনের টেস্ট ম্যাচ জেতার জন্য দুই দলই ছিল। আগের তিন টেস্টে হারের ফলে প্রবল সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। সেখান থেকে কিছুটা সম্মান ফিরল ইংরেজ ক্রিকেটারদের। ১৯০৯ সালের পর এই প্রথম অ্যাশেজের কোনও টেস্টের প্রথম দিনেই এত উইকেট পড়ে

The Ashes 2025-26: ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় ইংল্যান্ডের
| Edited By: | Updated on: Dec 27, 2025 | 2:55 PM
Share

কলকাতা: বক্সিং ডে-তে ইতিহাস ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার মাটিতে ১৫ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেল ইংল্য়ান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চার উইকেটে হারল অস্ট্রেলিয়া। সংক্ষিপ্ত টেস্ট। দু’দিনের টেস্ট ম্যাচ জেতার জন্য দুই দলই ছিল। আগের তিন টেস্টে হারের ফলে প্রবল সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। সেখান থেকে কিছুটা সম্মান ফিরল ইংরেজ ক্রিকেটারদের। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩২ রানে ইংল্য়ান্ড অস্ট্রেলিয়াকে শেষ করে দেয়। প্রথম দিনেই ২০ উইকেট পড়ার পর, দ্বিতীয় দিনও বোলারদের আধিপত্য ছিল। অ্য়াশেজের চতুর্থ টেস্টে ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতেই জিতল ইংল্য়াল্ড। বর্ষ শেষের এই ম্য়াচ দেখার জন্য উপচে পড়েছিল গ্যালারি। রেকর্ড সংখ্যক দর্শক ছিল। সেই সংখ্যা ৯২,০৪৫।

বক্সিং ডে টেস্ট জেতার জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ১৭৫ রান। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বেন স্টোকস, জো রুটরা। ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট দ্রুত রান তুলতে থাকেন। ক্রলি এক ওভারে ১টা ছক্কা ও ৩ টে চার মারেন। দু’জনে মিলে ৫০ রানের জুটি গড়লেও, ডাকেট ৩৪ রানে স্টার্কের বলে বোল্ড হন। তিন নম্বরে নামেন ব্রাইডন কার্স। তবে ‘পিঞ্চ হিটার’ নামানোর এই কৌশল সফল হয়নি ইংল্যান্ড। মাত্র ৮ বল খেলেই ঝাই রিচার্ডসনের বলে আউট হন তিনি। ক্রলি ৩৭ রান করে স্কট বোল্যান্ডের বলে আউট হন। জ্যাক ব্য়াথেল ৪০ রানে করে আউট হন।

ম্যাচের প্রথম দিনে ১০ মিলিমিটার ঘাস থাকায় পিচে পেস বোলাররা দাপট দেখান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৫২ রানে অলআউট হয়। জবাবে ইংল্যান্ডও মাত্র ১১০ রানে থামে। ১৯০৯ সালের পর এই প্রথম অ্যাশেজের কোনও টেস্টের প্রথম দিনেই এত উইকেট পড়ে। পিচ নিয়ে তৈরি হয় বিতর্ক। টানা তিন টেস্টে হারের পর আত্মবিশ্বাস ফিরল ইংল্যান্ডে। সিডনিতে শেষ টেস্টে তারা নামবে আত্মবিশ্বাস নিয়ে।