AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভাইজানের বার্থডে পার্টিতে মাহি ম্যাজিক! ভাইরাল ছবি ঘিরে উচ্ছ্বাস অনুরাগীদের

সলমন খানের ৬০তম জন্মদিন এবং তার ওপর ধোনির উপস্থিতি—সব মিলিয়ে দিনটি বিনোদন ও ক্রীড়া জগতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। পনভেলের ফার্মহাউসে সলমন তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে এই বিশেষ দিনটি উদ্‌যাপন করছেন, যেখানে ধোনির উপস্থিতি অনুষ্ঠানের জেল্লা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।

ভাইজানের বার্থডে পার্টিতে মাহি ম্যাজিক! ভাইরাল ছবি ঘিরে উচ্ছ্বাস অনুরাগীদের
| Updated on: Dec 27, 2025 | 2:43 PM
Share

বিনোদন এবং ক্রিকেট— এই দুই জগতের দুই মেগাস্টার যখন একই ফ্রেমে ধরা দেন, তখন উত্তেজনার পারদ চড়বে এটাই স্বাভাবিক। ২৭ ডিসেম্বর ৬০ বছরে পা দিলেন বলিউডের ‘সুলতান’ সলমন খান। পনভেলের ফার্মহাউসে তাঁর গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশনে সবথেকে বড় চমক হয়ে ধরা দিলেন মহেন্দ্র সিং ধোনি।

শুক্রবার রাতে সলমনের পনভেলের বাগানবাড়িতে চাঁদের হাট বসেছিল। বি-টাউনের তাবড় তারকাদের ভিড়ে আলাদা করে সবার নজর কেড়ে নেন মাহি। সলমনের জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে সস্ত্রীক সাক্ষী ধোনি এবং আদরের কন্যা জিভাকে নিয়ে হাজির হয়েছিলেন সিএসকে-র প্রাক্তনী। ফার্মহাউসের বাইরে ধোনিকে দেখা মাত্রই ভিড় জমানো ভক্ত ও পাপারাৎজিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরে সলমন ও ধোনি একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন, যা সোশ্যাল মিডিয়ায় এক মিনিটেই ভাইরাল হয়ে যায়। দুই তারকার অনুরাগীরা এই ছবিকে ‘এক ফ্রেমে দুই রাজা’ বলে ব্যাখ্যা করছেন। তবে সলমনের জন্মদিনে ধোনির উপস্থিতি এই প্রথম নয়। মুম্বই শহরে থাকলে, সলমনের প্রতিটি জন্মদিনেই উপস্থিত থাকেন ধোনি। বলিউডের সঙ্গে বরাবরই বিশেষ সম্পর্ক রয়েছে ধোনির। বহু তারকাদের সঙ্গেই তাঁর ওঠাবসা। এমনকী, ধোনির প্রযোজক সংস্থাও একের পর বলিউডের ছবিতে অর্থ বিনিয়োগ করে। যার ফলে ধোনির বলি কানেকশন বেশ শক্তপোক্ত।

আসন্ন আইপিএল ২০২৬-এ (IPL 2026) ফের ব্যাট হাতে মাঠে নামতে চলেছেন ৪৪ বছর বয়সী ধোনি। চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে আরও একটি মরশুম মাতাতে তৈরি তিনি। গত বছর অর্থাৎ ২০২৫ মরশুমে রুতুরাজ গায়কোয়াড়ের চোটের কারণে ধোনি ফের দলের নেতৃত্বভার সামলেছিলেন। তবে এবারের মরশুমে তিনি গায়কোয়াড়ের অধীনে একজন উইকেটকিপার-ব্যাটার হিসেবে মাঠে থাকবেন।

সলমন খানের ৬০তম জন্মদিন এবং তার ওপর ধোনির উপস্থিতি—সব মিলিয়ে দিনটি বিনোদন ও ক্রীড়া জগতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। পনভেলের ফার্মহাউসে সলমন তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে এই বিশেষ দিনটি উদ্‌যাপন করছেন, যেখানে ধোনির উপস্থিতি অনুষ্ঠানের জেল্লা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।