AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অক্ষয় খান্নাকে আইনি নোটিস’, কেন অভিনেতার বিরুদ্ধে রেগে লাল প্রযোজক?

অভিনেতা অক্ষয় খান্না বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন, কারণ তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর’ বক্স অফিসে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। এর মধ্যেই এমন খবর সামনে আসে যে, তিনি আর ‘দৃশ্যম ৩’ ছবির সঙ্গে যুক্ত নেই। এবার ছবিটির প্রযোজক কুমার মঙ্গত পাঠক শুধু অক্ষয়ের সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেননি, শুটিং শুরুর মাত্র ১০ দিন আগে ছবি ছেড়ে দেওয়ার জন্য কড়া ভাষায় সমালোচনা করেছেন।

'অক্ষয় খান্নাকে আইনি নোটিস', কেন অভিনেতার বিরুদ্ধে রেগে লাল প্রযোজক?
| Edited By: | Updated on: Dec 27, 2025 | 2:39 PM
Share

অভিনেতা অক্ষয় খান্না বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন, কারণ তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর’ বক্স অফিসে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। এর মধ্যেই এমন খবর সামনে আসে যে, তিনি আর ‘দৃশ্যম ৩’ ছবির সঙ্গে যুক্ত নেই। এবার ছবিটির প্রযোজক কুমার মঙ্গত পাঠক শুধু অক্ষয়ের সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেননি, শুটিং শুরুর মাত্র ১০ দিন আগে ছবি ছেড়ে দেওয়ার জন্য কড়া ভাষায় সমালোচনা করেছেন।

এক সাক্ষাৎকারে কুমার মঙ্গত পাঠক জানান, একাধিক দফায় পুনরায় পারিশ্রমিক নিয়ে আলোচনার পর অক্ষয় খান্নার সঙ্গে ছবির জন্য চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। তিনি আরও বলেন, ছবির জন্য অক্ষয় উইগ পরতে চেয়েছিলেন, কিন্তু পরিচালক অভিষেক পাঠক তাঁকে বোঝান যে এটি সম্ভব নয়, কারণ ‘দৃশ্যম ৩’ একটি সিক্যুয়েল এবং উইগ ব্যবহার করলে ধারাবাহিকতায় সমস্যা হবে।

প্রযোজকের দাবি, প্রথমে অক্ষয় পরিচালকের যুক্তি বুঝে সেই দাবি থেকে সরে আসেন। কিন্তু পরে অভিনেতার আশপাশের কয়েকজন তাঁকে বলেন, উইগ পরলে তাঁকে আরও স্মার্ট দেখাবে। এরপর অক্ষয় আবার সেই দাবি তোলেন। যদিও পরিচালক বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে রাজি ছিলেন, শেষ পর্যন্ত অক্ষয় ছবি থেকে নিজেই সরে দাঁড়ান।

কুমার মঙ্গত পাঠক বলেন, “মনে রাখা দরকার, ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির মুখ হলেন অজয় দেবগণ। ‘ছাবা’ ভিকি কৌশলের ছবি, যেখানে অক্ষয় রয়েছেন। ধুরন্ধর-ও রণবীর সিংয়ের ছবি। অক্ষয় যদি এককভাবে কোনও ছবি করেন, তা হলে ভারতে ৫০ কোটিও তুলতে পারবে না। লাইফটাইম কালেকশনের কথা তো বাদই দিলাম। যদি তিনি নিজেকে সুপারস্টার মনে করেন, তা হলে কোনও স্টুডিওর সঙ্গে সুপারস্টার বাজেটের ছবি বানিয়ে দেখুন, কে সেই বাজেটে ছবি করতে রাজি হয়। অনেক অভিনেতা অনসম্বল কাস্টের ছবিতে কাজ করেন, আর সেই ছবি হিট হলেই ভাবতে শুরু করেন যে তারাই তারকা। ওর ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। সাফল্য ওর মাথায় উঠে গিয়েছে। ও আমাদের বলেছিল, ‘ধুরন্ধর আমার জন্যই চলছে’। কিন্তু ওঁকে বুঝতে হবে, ধুরন্ধর-এর সাফল্যের পিছনে অনেকগুলো কারণ কাজ করেছে।”

প্রযোজক আরও যোগ করেন, “আলিবাগের ফার্মহাউসে যখন ও স্ক্রিপ্ট শোনে, তখন এতটাই পছন্দ হয় যে বলে, ‘এটা ৫০০ কোটির ছবি। জীবনে এমন স্ক্রিপ্ট আমি শুনিনি।’ এমনকী অভিষেক আর লেখককে জড়িয়েও ধরে। তারপর পারিশ্রমিক নিয়ে আলোচনা হয়, আমরা চুক্তি সই করি। ও অগ্রিম টাকাও পায়, ওর পোশাকের ডিজাইনারকেও আমরা টাকা দিই। আর তারপর শুটিং শুরুর মাত্র ১০ দিন আগে ও ছবি করতে অস্বীকার করে।”

কুমার মঙ্গত পাঠক নিশ্চিত করেছেন যে, এই প্রজেক্টে অক্ষয় খান্নার জায়গায় এখন জয়দীপ আহলাওয়াতকে নেওয়া হয়েছে। তাঁকে তিনি একজন ভালো অভিনেতা এবং ভালো মানুষ বলে উল্লেখ করেন। প্রযোজকের দাবি, অক্ষয়ের আচরণের কারণে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিনেতাকে আইনি নোটিস পাঠানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অক্ষয়ের পক্ষ থেকে কোনও জবাব আসেনি।