Mohun Bagan: এএফসি কাপে জয়ের হ্যাটট্রিকেই নজর মোহনবাগানের

AFC CUP, Mohun Bagan Super Giant-Bashundhara Kings: মোহনবাগানের লক্ষ্য জয়ের ছন্দ ধরে রাখা। সবুজ মেরুনের হেড কোচ হুয়ান ফেরান্দো বলছেন, 'ছন্দ ধরে রাখাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এএফসি কাপে প্রতিটি ম্যাচই কঠিন। নিজেদের দেশে সেরা হয়েই এই টুর্নামেন্টে খেলার সুযোগ মেলে। আমরা পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছি। তবে তিন পয়েন্ট নিয়ে নকআউটের দিকে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য।'

Mohun Bagan: এএফসি কাপে জয়ের হ্যাটট্রিকেই নজর মোহনবাগানের
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2023 | 9:00 AM

কলকাতা: এএফসি কাপে জোড়া জয় এবং গোল পার্থক্যে গ্রুপ শীর্ষে রয়েছে মোহনবাগান। এ বার লক্ষ্য জয়ের হ্যাটট্রিক। আজ এএফসি কাপের গ্রুপ পর্বে মোহনবাগানের প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংস। এএফসি কাপে গ্রুপের প্রথম ম্যাচ ভুবনেশ্বরেই খেলেছিল সবুজ মেরুন। ওডিশা এফসিকে ৪-০ ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু। এ বারও ভুবনেশ্বরে ম্যাচ। যদিও কারণ অন্য। এটি মোহনবাগানেরই হোম ম্যাচ। উৎসবের মরসুমে যুবভারতীতে পুলিশ পাওয়া যেত না। সে কারণেই ম্যাচ সরিয়ে নেওয়া হয় ভুবনেশ্বরে। কলিঙ্গ স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওডিশা ও মাজিয়া এফসি। একই মাঠে মোহনবাগানের ম্যাচ রাত সাড়ে ৯টা থেকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইন্ডিয়ান সুপার লিগ এবং এএফসি কাপ, দুই প্রতিযোগিতাতেই অনবদ্য ছন্দে মোহনবাগান। মাঝে বেশ কিছুদিনের বিরতি ছিল। ছন্দপতন হওয়ার আশঙ্কা থাকছেই। তবে মোহনবাগানের চেয়েও বেশি সমস্যায় প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। এএফসি কাপে আজ মোহনবাগান ম্যাচের পর দীর্ঘ বিরতি। ডিসেম্বরে ফের তাদের ভুবনেশ্বরে আসতে হবে ওডিশা এফসির বিরুদ্ধে খেলার জন্য। সে কারণেই ডাবল এন্ট্রি ভিসা করানোর চেষ্টায় ছিল বসুন্ধরা কিংস। ভিসা নিয়ে ব্যাপক সমস্যায় পড়ে তারা। অবশেষে সেই সমস্যা মিটেছে। মোহনবাগানের বিরুদ্ধে কার্যত বিনা প্রস্তুতিতেই নামতে হবে।

পরিস্থিতি নিয়ে ভাবছে না মোহনবাগান। এতে তাদের নিয়ন্ত্রণও নেই। মোহনবাগানের লক্ষ্য জয়ের ছন্দ ধরে রাখা। সবুজ মেরুনের হেড কোচ হুয়ান ফেরান্দো বলছেন, ‘ছন্দ ধরে রাখাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এএফসি কাপে প্রতিটি ম্যাচই কঠিন। নিজেদের দেশে সেরা হয়েই এই টুর্নামেন্টে খেলার সুযোগ মেলে। আমরা পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছি। তবে তিন পয়েন্ট নিয়ে নকআউটের দিকে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য।’

গত মরসুমেও এএফসি কাপে বসুন্ধরা কিংসের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। যুবভারতীয় ক্রীড়াঙ্গনে ৪-০’র বিশাল ব্যবধানে জিতেছিল সবুজ মেরুন। ক্রমশ উন্নতি করেছে বসুন্ধরা। হুয়ান ফেরান্দোর মুখেও সেকথা। বলছেন, ‘এ মরসুমে অনবদ্য খেলছে বসুন্ধরা কিংস। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করেছে। ওদের বিদেশি প্লেয়াররা যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে।’ সুমিত রাঠি এবং আশিক কুরুনিয়ান ছাড়া শিবিরে আর কোনও চোট সমস্যা নেই মোহনবাগানের।

মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস, রাত ৯.৩০, স্পোর্টস ১৮-এ সম্প্রচার