ফেডারেশনের অনুরোধ ফেরাল AFC

পিছিয়ে গেল মহিলাদের এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জনের ম্যাচ। ২৭ মে থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব। এ দিন অনির্দিষ্টকালের জন্য তা পিছিয়ে দেওয়ার কথা জানায় এশিয়ান ফুটবল কনফেডারেশন

ফেডারেশনের অনুরোধ ফেরাল AFC
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: May 11, 2021 | 5:14 PM

কলকাতা: ভারতের অনুরোধ ফিরিয়ে দিল এএফসি। কোভিড পরিস্থিতির জন্য বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল এআইএফএফ। সেই অনুরোধ ফিরিয়ে দিয়ে এএফসি জানায়, নির্ধারিত সূচি মেনেই দোহাতে হবে খেলা।

৩ জুন কাতারের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সুনীল ছেত্রীদের। ৭ তারিখ বাংলাদেশ, ১৫ তারিখ আফঘানিস্তানের সঙ্গে ম্যাচ ভারতের। ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ভারতের সঙ্গে অনেক দেশই সরাসরি বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এই পরিস্থিতিতে ম্যাচ পিছনোর আবেদন জানায় সর্বভারতীয় ফুটবল সংস্থা। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় এএফসি। ফেডারেশন সচিব কুশল দাস বলেন, ‘এ বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা করে এএফসি। কিন্তু ম্যাচ পিছনোর কোনও জায়গা নেই। তাই সূচি মেনেই হবে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ।’

কোয়ালিফাইং রাউন্ড খেলতে যাওয়ার আগে কলকাতায় ক্যাম্প করার কথা ভেবেছিলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচ। কিন্তু কোভিড পরিস্থিতি সমস্ত পরিকল্পনাই ভেস্তে দেয়। এ দিকে ফুটবলারদের টিকাকরণের জন্য ইতিমধ্যেই রাজ্য গুলিকে এক এক করে চিঠি পাঠাচ্ছে এআইএফএফ। ফেডারেশন সচিব কুশল দাস বলেন, ‘ভারতীয় দলের স্কোয়াডে থাকা ফুটবলারদের যাতে আগে ভাগে ভ্যাকসিনেশন হয়, তার জন্য ইতিমধ্যেই রাজ্য গুলিকে চিঠি পাঠাতে শুরু করেছেন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেল। আশা করছি, দ্রুত ফুটবলারদের টিকাকরণ হয়ে যাবে।’

এ দিকে পিছিয়ে গেল মহিলাদের এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জনের ম্যাচ। ২৭ মে থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব। এ দিন অনির্দিষ্টকালের জন্য তা পিছিয়ে দেওয়ার কথা জানায় এশিয়ান ফুটবল কনফেডারেশন। কোভিড পরিস্থিতির জন্যই আপাতত স্থগিত করে দেওয়া হল বাছাই পর্বের ম্যাচ।

আরও পড়ুন:আমিরশাহিতে পিএসএল, সমালোচনায় বিঁধলেন মিয়াঁদাদ

এএফসির বক্তব্য, আয়োজক দেশও এই মুহূর্তে বাছাই পর্বের ম্যাচ করার মতো জায়গায় নেই। কোভিডের বিরুদ্ধে ক্রমাগত লড়াই চালাচ্ছে মালয়েশিয়া। তাই জৈব সুরক্ষা বলয়ে ফুটবলারদের রেখে টুর্নামেন্ট আয়োজনের জায়গায় নেই। ফুটবলার, সাপোর্ট স্টাফদের সুরক্ষার কথা মাথায় রেখেই বাছাই পর্বের ম্যাচগুলো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এএফসি। মহিলাদের এই টুর্নামেন্ট কবে থেকে শুরু করা যায় তার জন্য আলোচনায় বসবে এশিয়ার সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা। সিনিয়রদের টুর্নামেন্ট পিছিয়ে গেলেও মহিলাদের অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব এবং অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ীই হবে। বিবৃতিতে তা জানিয়ে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।