Lionel Messi Injury: লুসেইলে বিশ্বকাপের মেগা ফাইনালে কি থাকছেন না মেসি?
FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপের পুরো আসরে এক প্রকার জ্বলতে দেখা গিয়েছে লিওকে। শুধু গোল করেননি, গোল করিয়েওছেন। এক কথায় আর্জেন্টিনার হয়ে এ বার অন্য মেসিকে দেখা যাচ্ছে। ঠিক যেমনটা বার্সেলোনায় দেখা যেত।

দোহা: তৃতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে অবিচল আর্জেন্টিনা (Argentina)। চলতি কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) সেমিফাইনালে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে আকাশি-সাদা শিবির। বিশ্বকাপের পুরো আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। দলের হয়ে এখনও পর্যন্ত এ বারের বিশ্বকাপে সর্বাধিক গোল করেছেন তিনিই। ৫ টি গোল করে গোল্ডেন বুটের লড়াইতেও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। তবে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নেমে তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকে সমস্যায় ফেলছিল। মাঝেমাঝেই হাত দিয়ে বাম উরু মাসাজ করতে দেখা গিয়েছিল তাঁকে। মেগা ফাইনালের আগে বৃহস্পতিবার অনুশীলনে ছিলেন না মেসি। এ বার তাঁর অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেন অনুশীলনে নেই তিনি? তুলে ধরল TV9 Bangla।
কাতার বিশ্বকাপের পুরো আসরে এক প্রকার জ্বলতে দেখা গিয়েছে লিওকে। শুধু গোল করেননি, গোল করিয়েওছেন। এক কথায় আর্জেন্টিনার হয়ে এ বার অন্য মেসিকে দেখা যাচ্ছে। ঠিক যেমনটা বার্সেলোনায় দেখা যেত। ম্যাচের প্রতিটা মিনিট চোখ সরানো যাচ্ছে না তাঁর থেকে। সম্ভবত জীবনের শেষ বিশ্বকাপের স্বাদ যেন চেটেপুটে নিচ্ছেন তিনি। তবে পুরনো হ্যামস্ট্রিং পেশির চোটে ভুগতে হচ্ছে তাঁকে। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও পেশির সমস্যা দেখা যায়। তা সত্ত্বেও গোল করে দলকে এগিয়ে দেন।
রবি রাতের মেগা ফাইনালের আগে বৃহস্পতিবার অনুশীলনে নেমেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। সূত্রের খবর, অনুশীলনে দেখা যায়নি এলএম টেনকে। তবে কি চোট রয়েছে তাঁর? এই বিষয় নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। মেসি ছাড়া আর্জেন্টিনাকে ভাবাই যায় না। ফাইনালের মতো ম্যাচের আগে দলের মূল তারকার চোটের আশঙ্কা যদি সত্যি হয়, তবে তা নিঃসন্দেহে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আর্জেন্টিনা শিবিরের জন্য। সেই ১৯৮৬ সালে শেষ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ ৩৬ বছর। এখনও অধরা আর্জেন্টিনার সোনার ট্রফিটি। সেই লক্ষ্যে অনেকটা দূর এগিয়েছেন মেসিরা। শেষ বেলায় এসে ক্যাপ্টেনকে যে তাঁদের একান্ত দরকার তা নতুন করে বলার দাবি রাখে না। ফাইনালে মেসি ম্যাজিক দেখার আশায় ফুটবল বিশ্ব। রবিবার লুসেইলে আরও একবার মেসিকে জ্বলে উঠতে দেখা যাবে কিনা সেটাই এখন দেখার।
