Cristiano Ronaldo: চোটে চুরমার নেইমার, ব্রাজিলিয়ানকে ছেড়ে আল হিলাল হাত বাড়াল রোনাল্ডোর দিকে!

আল নাসেরে ২ বছর আগে সই করেছিলেন রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে সৌদি ফুটবলে সিআর সেভেনের পা দেওয়া যুগান্তকারী বলে ধরা হয়েছিল। নতুন একটা ফুটবল বাজার খুলে গিয়েছিল সৌদিতে। রোনাল্ডোর পথে হেঁটে অনেক তারকাই যোগ দিয়েছেন সৌদি লিগে। শোনা গিয়েছিল, লিওনেল মেসিও যোগ দিতে পারেন।

Cristiano Ronaldo: চোটে চুরমার নেইমার, ব্রাজিলিয়ানকে ছেড়ে আল হিলাল হাত বাড়াল রোনাল্ডোর দিকে!
Cristiano Ronaldo: চোটে চুরমার নেইমার, ব্রাজিলিয়ানকে ছেড়ে আল হিলাল হাত বাড়াল রোনাল্ডোর দিকে!Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2024 | 5:50 PM

কলকাতা: ধৈর্যের বাঁধ ভেঙেই পড়ল। বিপুল অর্থ খরচ করে নিয়ে আসা হয়েছে তাঁকে। কিন্তু ম্যাচ খেলেছেন ক’টা? মাত্র ৭টা। তাও কিনা ২ বছর ধরে। এমন প্লেয়ারকে কেউই বা রাখতে চায়। আর কেউ নন, নেইমারকে নিয়ে এমনই মোহভঙ্গ হয়েছে আল হিলালের। ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তারকা ফুটবলার। প্রায় এক বছর মাঠের বাইরে থেকেছিলেন। চোট সারিয়ে সদ্য ফিরেছিলেন টিমে। তাও পারলেন না সার্ভিস দিতে। মাত্র ২৯ মিনিট খেলে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। তারপরই খবর, অন্তত একটা মাস মাঠে নামতে পারবেন না নেইমার (Neymar)। আল হিলাল তাই সময় নষ্ট করতে চাইছে না। নেইমারের পরিবর্ত খুঁজতে বাজারে নেমে পড়েছে তারা। এই পরিবর্ত কে হতে পারেন? আল হিলালের টার্গেট শুনে তাজ্জব হয়ে গিয়েছে সৌদি ফুটবল। আর কেউ নন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) সই করার জন্য ট্রান্সফার মার্কেটে নামতে চলেছে তারা।

আল নাসেরে ২ বছর আগে সই করেছিলেন রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে সৌদি ফুটবলে সিআর সেভেনের পা দেওয়া যুগান্তকারী বলে ধরা হয়েছিল। নতুন একটা ফুটবল বাজার খুলে গিয়েছিল সৌদিতে। রোনাল্ডোর পথে হেঁটে অনেক তারকাই যোগ দিয়েছেন সৌদি লিগে। শোনা গিয়েছিল, লিওনেল মেসিও যোগ দিতে পারেন। শেষ পর্যন্ত মেসি গিয়েছেন ইন্টার মায়ামিতে। তাতে অবশ্য রোনাল্ডোর ক্যারিশমা বিন্দুমাত্র কমেনি। উল্টে ৩৯ বছরের ফুটবলার সাফল্যেই থেকেছেন। গত মরসুমে সৌদি লিগের সর্বোচ্চ স্কোরার ছিলেন। আল নাসেরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ধরা হয় আল হিলালকে। সেই তারাই এ বার সেরা তারকাকে টার্গেট করল।

প্রশ্ন হল, রোনাল্ডো কি আল হিলালে যেতে পারেন? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রথমত, রোনাল্ডো নিজেই ঘোষণা করেছেন, সৌদি লিগ থেকেই তিনি অবসর নেবেন। হয়তো আরও ২-৩টে বছর খেলবেন। সেই রোনাল্ডোর সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে আল নাসেরের। সে দিক থেকে দেখলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে রোনাল্ডোর আল হিলালের দিকে পা বাড়ানো অলীক কল্পনা নয়। যেটা শোনা যাচ্ছে, ট্রান্সফার ফি দিয়ে রোনাল্ডোকে নিয়ে তাঁকে দীর্ঘমেয়াদি চুক্তির জন্য অফার করা হবে। রোনাল্ডোর মতো সফল স্ট্রাইকার বিশ্ব ফুটবলে খুব কম আছে। সবচেয়ে বড় কথা হল, বিপুল অর্থ দেওয়া সত্ত্বেও নেইমার সার্ভিস দিতে পারেননি ক্লাবকে। রোনাল্ডোর বয়স ৩৯ হলেও তাঁর ফিটনেস নিয়ে কোনও প্রশ্ন নেই। বরং রোনাল্ডোর গোল খিদে ক্লাবকে সাফল্য এনে দেবে। সেই লক্ষ্য নিয়েই সিআর সেভেনকে পেতে মরিয়া হয়েছে আল হিলাল। আর তা যদি হয়, ট্রান্সফার মার্কেটে আরও একবার রোনাল্ডোর দর নিয়ে চর্চা শুরু হবে।

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক অবস্থান কতটা পাল্টেছে ভারতের?
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক অবস্থান কতটা পাল্টেছে ভারতের?
সুনীতায় মাথায় ফ্লুয়িড জমছে! কবে ফিরতে পারবেন, এখন কেমন আছেন তিনি?
সুনীতায় মাথায় ফ্লুয়িড জমছে! কবে ফিরতে পারবেন, এখন কেমন আছেন তিনি?
দর দর করে ঘাম, কিছুক্ষণেই মৃত্যু! মারণ রোগে প্রাণ হারাচ্ছে শিশুরা
দর দর করে ঘাম, কিছুক্ষণেই মৃত্যু! মারণ রোগে প্রাণ হারাচ্ছে শিশুরা
জিরো ডিগ্রিতেও পথে নামছেন হাজার হাজার মানুষ, পুতিনের দেশে কী হচ্ছে?
জিরো ডিগ্রিতেও পথে নামছেন হাজার হাজার মানুষ, পুতিনের দেশে কী হচ্ছে?
বাংলাদেশ থেকে কীভাবে হয় অনুপ্রবেশ?
বাংলাদেশ থেকে কীভাবে হয় অনুপ্রবেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল