Sofiane Loukar: হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই প্রাণ হারালেন আলজেরিয়ান ফুটবলার সোফিয়ান লুকার

আলজেরিয়ার লিগ টু টুর্নামেন্টে এএসএম ওরান ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল মৌলৌদিয়া সাইদা। সাইদার হয়ে খেলতে নেমেছিলেন লুকার। এবং তিনি ছিলেন সাইদার অধিনায়ক।

Sofiane Loukar: হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই প্রাণ হারালেন আলজেরিয়ান ফুটবলার সোফিয়ান লুকার
Sofiane Loukar: হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই প্রাণ হারালেন আলজেরিয়ান ফুটবলার সোফিয়ান লুকার (ছবি-টুইটার)

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 26, 2021 | 3:24 PM

অ্যালজিয়ার্স: ফুটবল (Football) ম্যাচ চলাকালীন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে, মারা গেলেন আরজেরিয়ার (Algeria) এক ফুটবলার। মাঠের মধ্যেই প্রাণ হারালেন আরজেরিয়ার সেই ফুটবলার সোফিয়ান লুকার (Sofiane Lokar)। আলজেরিয়ায় হোম সেকেন্ড ডিভিশন ম্যাচ চলাকালীন নিজের দলের গোলকিপারের সঙ্গে ধাক্কা খেয়েছিলেন লুকার। এর পর চিকিৎসার পরে তিনি কিছুক্ষণের মধ্যেই মাঠে ফেরেন। কিন্তু তাঁর বেশিক্ষণ খেলা হয়নি। মাত্র ১০ মিনিটের মধ্যেই তিনি হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন। সেই দৃশ্য নিশ্চিত ভাবেই ইউরো কাপে ড্যানিশ তারকা ক্রিশ্চিয়ান এরিকসেনের কথা মনে করিয়ে দেয়। তবে এরিকসেনকে মাঠ থেকে হাসপাতালে দ্রুত নিয়ে গেলে প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু লুকার সেই সময় টুকুও দিলেন না।

মাঠে প্রাথমিক চিকিৎসা করার পরই লুকারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু হাসপাতাল যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। আলজেরিয়ার লিগ টু টুর্নামেন্টে এএসএম ওরান ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল মৌলৌদিয়া সাইদা। সাইদার হয়ে খেলতে নেমেছিলেন লুকার। এবং তিনি ছিলেন সাইদার অধিনায়ক।

তাঁর মৃত্যুর খবর জানার পর, দুই দলের ফুটবলাররা, সাপোর্ট স্টাফরা ভেঙে পড়েন। যার জেরে সেই ম্যাচ বাতিল হয়ে যায়।

আরও পড়ুন: Rohit Sharma: এনসিএতে প্রথম ফিটনেস টেস্টে পাস করলেন রোহিত

আরও পড়ুন: IND vs SA 1st Test Day 1 Live: মায়াঙ্ক-রাহুল জুটিতে ভালো শুরু টিম ইন্ডিয়ার

আরও পড়ুন: I League 2021-22: শুরু হচ্ছে আই লিগ, প্রথম ম্যাচ থেকেই ভয় দেখাতে চায় গত বারের চ্যাম্পিয়ন গোকুলম