IND vs SA 1st Test Day 1 Highlights: সেঞ্চুরিয়নে লোকেশের সেঞ্চুরি, প্রথম দিনের শেষে ভারত ২৭২/৩

| Edited By: | Updated on: Dec 26, 2021 | 10:09 PM

India vs South Africa 1st Test Day 1 Live Score: সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা।

IND vs SA 1st Test Day 1 Highlights: সেঞ্চুরিয়নে লোকেশের সেঞ্চুরি, প্রথম দিনের শেষে ভারত ২৭২/৩
প্রোটিয়াদের দেশে মুখোমুখি কোহলি-এলগার

সেঞ্চুরিয়ন: বক্সিং ডে টেস্টের দিন থেকে শুরু হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) তিন ম্যাচের টেস্ট (Test) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতেছিলেন বিরাট। এবং টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভিকে। প্রথম দিন ৩ উইকেট হারিয়ে ২৭২ রান তুলেছে টিম ইন্ডিয়া। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের প্রথম দিন সেঞ্চুরি পূর্ণ করেছেন ভারতের সহ-অধিনায়ক কেএল রাহুল। দিনের শেষে ১২২ রানে অপরাজিত রয়েছেন রাহুল। সঙ্গে রয়েছেন অজিঙ্ক রাহানে। তিনি ৪০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ৬০ রানের দুরন্ত ইনিংসের পর সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। ব্যাট হাতে ফের ব্যর্থ চেতেশ্বর পূজারা। ৩৫ রান এসেছে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে। প্রোটিয়াদের হয়ে প্রথম দিন তিনটি উইকেটই নিয়েছেন লুনগি এনগিডি।

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রোটিয়াদের দেশে এসেছেন বিরাট কোহলিরা। তবে দক্ষিণ আফ্রিকায় গত ২৯ বছরে একটাও টেস্ট সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। সেই টেস্ট সিরিজ জয়ের খরা কাটাতেই এ বার মরিয়া বিরাটব্রিগেড। শেষবার ভারত দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ২০১৭-১৮। সে বার ভারত ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে দেশে ফিরেছিল। কিন্তু এ বার আর হার চায় না ভারত। সিরিজ জিতে দেশে ফেরাই লক্ষ্য দ্রাবিড়ের দলের।

১৯৯২-২০১৯ সাল পর্যন্ত মোট ৩৯ টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে ১৪টিতে জয় ভারতের, ১৫টিতে জয় দক্ষিণ আফ্রিকার। এবং দুই দলের মধ্যে ড্র হয়েছে ১০ বার। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৯৯২-২০১৮ সাল পর্যন্ত মোট ২০ টি টেস্ট ম্যাচ খেলেছে দুই দল। যার মধ্যে ১০টিতে জিতেছে প্রোটিয়ারা। ভারতের ভাগ্যে মাত্র ৩ ম্যাচে জুটেছিল জয়। এবং ৭টি ম্যাচে ড্র হয়েছিল।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 26 Dec 2021 08:52 PM (IST)

    প্রথম দিনের খেলা শেষ

    সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ। দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেট ২৭২।

  • 26 Dec 2021 08:32 PM (IST)

    ৮৫ ওভারে ভারত ২৫৮/৩

    ক্রিজে কেএল রাহুল ও অজিঙ্ক রাহানে। ৩ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া।

  • 26 Dec 2021 08:09 PM (IST)

    ৮০ ওভারে ভারত ২৪৫/৩

    সেঞ্চুরিয়নে সেঞ্চুরি পূর্ণ করেছেন কেএল রাহুল। ৮০ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ২৪৫। ক্রিজে অজিঙ্ক রাহানে ও লোকেশ রাহুল।

  • 26 Dec 2021 07:59 PM (IST)

    কেএল রাহুলের সেঞ্চুরি

    সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিন সেঞ্চুরি পূর্ণ করলেন ভারতীয় ওপেনার কেএল রাহুল। ২১৮ বলে নিজের শতরান পূর্ণ করলেন ভারতের সহ-অধিনায়ক লোকেশ রাহুল।

  • 26 Dec 2021 07:26 PM (IST)

    ৭০ ওভারে ভারত ২০৪/৩

    ৩ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। প্রোটিয়াদের তিনটি উইকেটই এনে দিয়েছেন লুনগি এনগিডি। ৭০ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ২০৪।

  • 26 Dec 2021 07:21 PM (IST)

    কোহলি আউট

    বিরাট কোহলির উইকেট তুলে নিলেন লুনগি এনগিডি। তৃতীয় উইকেট হারাল ভারত। ৩৫ রান করে সাজঘরে ফিরলেন ভারত অধিনায়ক।

  • 26 Dec 2021 07:04 PM (IST)

    ৬৫ ওভারে ভারত ১৮৭/২

    ২ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে ভারত। ৬৫ ওভারে টিম ইন্ডিয়া পৌঁছে গিয়েছে ১৮৭ রানে। ক্রিজে রাহুল-কোহলি

  • 26 Dec 2021 06:49 PM (IST)

    ৬০ ওভারে ভারত ১৬৬/২

    ১১৮ বলে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন বিরাট-রাহুল। ৬০ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১৬৬।

  • 26 Dec 2021 06:37 PM (IST)

    তৃতীয় সেশন শুরু

    চা বিরতির পর ক্রিজে ফিরলেন কোহলি-রাহুল।

  • 26 Dec 2021 06:15 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে ভারতের স্কোর ২ উইকেটে ১৫৭। ক্রিজে বিরাট-রাহুল।

    কোহলি ব্যাট করছেন ১৯ রানে এবং রাহুল রয়েছেন ৬৮ রানে।

  • 26 Dec 2021 06:06 PM (IST)

    ৫৫ ওভারে ভারত ১৪৮/২

    রাহুল-কোহলি জুটিতে এগোচ্ছে ভারত।

    কেএল রাহুল রয়েছেন ৬২ রানে এবং বিরাট কোহলি রয়েছেন ১৬ রান।

  • 26 Dec 2021 05:48 PM (IST)

    ৫০ ওভারে ভারত ১৪২/২

    ক্রিজে কেএল রাহুল ও বিরাট কোহলি। ৫০ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১৪২।

  • 26 Dec 2021 05:22 PM (IST)

    কেএল রাহুলের হাফসেঞ্চুরি

    ১২৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারতের সহ-অধিনায়ক কেএল রাহুল।

  • 26 Dec 2021 05:09 PM (IST)

    পূজারা আউট

    মায়াঙ্ককে ফেরানোর পরের বলেই চেতেশ্বর পূজারাকে ফেরালেন এনগিডি। জোড়া ধাক্কা খেল ভারত। কোনও রান না করেই সাজঘরে ফিরলেন পূজারা

  • 26 Dec 2021 05:08 PM (IST)

    মায়াঙ্ক আউট

    প্রথম উইকেট হারাল টিম ইন্ডিয়া। লুনগি এনগিডির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। ৬০ রান করে সাজঘরে ফিরলেন তিনি।

  • 26 Dec 2021 05:00 PM (IST)

    ৪০ ওভারে ভারত ১১৩/০

    কোনও উইকেট না হারিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মায়াঙ্ক-রাহুল জুটি।
    কেএল রাহুল ৪৭*, মায়াঙ্ক আগরওয়াল ৫৬*
  • 26 Dec 2021 04:38 PM (IST)

    ভারতের শতরান

    ৩৪.৩ ওভারে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি ভারতের দলগত শতরান পূর্ণ করলেন।

  • 26 Dec 2021 04:19 PM (IST)

    মায়াঙ্কের হাফসেঞ্চুরি

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। টেস্ট ক্রিকেটে ৬ নম্বর অর্ধশতরান করলেন মায়াঙ্ক।

  • 26 Dec 2021 04:11 PM (IST)

    দ্বিতীয় সেশন শুরু

    লাঞ্চ বিরতির পর ক্রিজে ফিরলেন মায়াঙ্ক-রাহুল।

  • 26 Dec 2021 03:34 PM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর বিনা উইকেটে ৮৩।

    মায়াঙ্ক আগরওয়াল ব্যাট করছেন ৪৬ রানে। এবং কেএল রাহুল রয়েছেন ২৯ রানে

  • 26 Dec 2021 02:58 PM (IST)

    ২০ ওভারে ভারত ৫৮/০

    ২০ ওভারের খেলা শেষ। উইকেটের খোঁজে প্রোটিয়ারা। অন্যদিকে ক্রিজে জমে যাওয়ার চেষ্টায় রয়েছেন মায়াঙ্ক-রাহুল। ২০ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৫৮।

  • 26 Dec 2021 02:49 PM (IST)

    ভারতের দলগত ৫০ রান পূর্ণ

    ১৭. ৩ ওভারে ভারতের দলগত ৫০ রান পূর্ণ হল। পাশাপাশি মায়াঙ্ক-রাহুল জুটির ৫০ রানের পার্টনারশিপও পূর্ণ হল।

  • 26 Dec 2021 02:37 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৪২/০

    মায়াঙ্ক-রাহুল জুটিতে এগিয়ে চলেছে ভারত। লোকেশ রাহুল ব্যাট করছেন ১৬ রানে। এবং মায়াঙ্ক রয়েছেন ২৬ রানে।
  • 26 Dec 2021 02:15 PM (IST)

    ১০ ওভারে ভারত ৩২/০

    প্রথম ১০ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়া স্কোরবোর্ডে তুলেছে ৩২ রান। মায়াঙ্ক ব্যাট করছেন ২৩ রানে। রাহুল রয়েছেন ৯ রানে

  • 26 Dec 2021 01:53 PM (IST)

    ৫ ওভারে ভারত ৮/০

    প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৮ রান। ক্রিজে মায়াঙ্ক-রাহুল। এখনও খাতা খুলতে পারেননি কেএল রাহুল। মায়াঙ্কের ব্যাট থেকে এসেছে ৮ রান।

  • 26 Dec 2021 01:31 PM (IST)

    ভারতের প্রথম ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল।

  • 26 Dec 2021 01:22 PM (IST)

    ট্রফির পাশে পোজ দুই অধিনায়কের

    ট্রফির পাশে পোজ দুই অধিনায়কের, ছবিতে দেখুন…

  • 26 Dec 2021 01:14 PM (IST)

    দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

    এক নজরে দেখুন প্রোটিয়াদের প্রথম একাদশ: ডিন এলগার (অধিনায়ক), এইডেন মার্করাম, কেগান পিটারসেন, রাসি ভ্যান দার দুসেন, তেম্বা বাভুমা, কুইন্টন ডি’কক (উইকেটকিপার), মালডের, মার্কো জ্যানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাডা এবং লুনগি এনগিডি।

  • 26 Dec 2021 01:10 PM (IST)

    টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

    এক নজরে দেখুন ভারতের প্রথম একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল (সহঅধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

  • 26 Dec 2021 01:06 PM (IST)

    টস আপডেট

    প্রোটিয়াদের বিরুদ্ধে টসে জিতলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টসে দিকে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কোহলির

  • 26 Dec 2021 12:48 PM (IST)

    টিম টকের মুহূর্ত

    ২৯ বছরের খরা কাটাতে মরিয়া বিরাটরা। শেষ বেলায় টিম টক সেরে নিচ্ছে ভারত

  • 26 Dec 2021 12:40 PM (IST)

    এক নজর হেড টু হেড

    ১৯৯২-২০১৯ সাল পর্যন্ত মোট ৩৯ টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে ১৪টিতে জয় ভারতের, ১৫টিতে জয় দক্ষিণ আফ্রিকার। এবং দুই দলের মধ্যে ড্র হয়েছে ১০ বার। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৯৯২-২০১৮ সাল পর্যন্ত মোট ২০ টি টেস্ট ম্যাচ খেলেছে দুই দল। যার মধ্যে ১০টিতে জিতেছে প্রোটিয়ারা। ভারতের ভাগ্যে মাত্র ৩ ম্যাচে জুটেছিল জয়। এবং ৭টি ম্যাচে ড্র হয়েছিল।

  • 26 Dec 2021 12:30 PM (IST)

    প্রস্তুতি পর্ব শেষ, এ বার আসল লড়াইয়ের পালা

    আজ, বক্সিং ডে টেস্টের দিন শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

Published On - Dec 26,2021 12:30 PM

Follow Us: