AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: উত্তরবঙ্গের বিপর্যস্তদের পাশে দাঁড়াচ্ছেন মেসি! বড় ঘোষণা

কলকাতা সফরে এসে মুখ্যমন্ত্রীর হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে দেওয়া হবে সেই অর্থ। মেসিকে ভারত সফরে আনছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি নিজেই জানিয়েছেন এই কথা।

Lionel Messi: উত্তরবঙ্গের বিপর্যস্তদের পাশে দাঁড়াচ্ছেন মেসি! বড় ঘোষণা
উত্তরবঙ্গের বিপর্যস্তদের পাশে দাঁড়াচ্ছেন মেসি! বড় ঘোষণাImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 16, 2025 | 5:37 PM
Share

কলকাতা: উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য প্রাণ কাঁদছে লিওনেল মেসির (Lionel Messi)! কলকাতা সফরে এসে মুখ্যমন্ত্রীর হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে দেওয়া হবে সেই অর্থ। মেসিকে ভারত সফরে আনছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত (Satadru Dutta)। তিনি নিজেই জানিয়েছেন এই কথা। নিম্নচাপের চোখরাঙানি বৃষ্টিতে ভূমিধস আর হড়পা বানে উত্তরবঙ্গ বিপর্যস্ত। একাধিক জায়গা জলের তলায়। বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে পাহাড়। উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার ত্রাণ তহবিল খুলেছে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) সেই তহবিলে অর্থ দিয়ে সাহায্য করেছেন।

মেসিকে ভারত সফরে নিয়ে আনার প্রধান কাণ্ডারি শতদ্রু দত্ত ফেসবুক পোস্টে লেখেন, ‘GOAT ট্যুরে উত্তরবঙ্গের বিপর্যয়ে পাশে দাঁড়াতে এক স্পনসর মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ১০ লাখ টাকা সাহায্য করতে এগিয়ে এসেছে। লিওনেল মেসির হাত দিয়ে মুখ্যমন্ত্রীর হাতে সেই অর্থ তুলে দেওয়া হবে।’

উল্লেখ্য, ভারত সফরে কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই যাবেন মেসি। একাধিক ইভেন্ট রয়েছে। যুবভারতীতে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের একটি প্রদর্শনী ম্যাচও রয়েছে। যেখানে অংশ নেবেন প্রাক্তন ফুটবলার থেকে বিভিন্ন বলিউড সুপারস্টাররা। মেসির সঙ্গে আসছেন তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু রডরিগো ডি’পল আর লুই সুয়ারেজ। আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক ফুটবলারকে আনার চেষ্টায় আছেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত।