AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2021-22: সংশয়ে কৃষ্ণা, উত্তেজনায় ফুটছেন বোমাস-মনবীররা

রয় কৃষ্ণা প্রসঙ্গে ফেরান্দো বলেন, 'ওকে নিয়ে এখনও একটু সময় লাগবে। যদিও ওর পক্ষে খেলা খুব কঠিন। এখনও ৯০ মিনিট ফিট নয়। আমাদের ওকে দরকার। তাই ওকে আগলে রাখতে হবে। একটা বড় ম্যাচের জন্য জোর করে খেলিয়ে ঝুঁকি নিতে চাইব না। তাতে পরবর্তী আরও ২টো ম্যাচে ও অনিশ্চিত হয়ে পড়তে পারে।' এসসি ইস্টবেঙ্গল গত ম্যাচেই ০-৪ গোলে বিধ্বস্ত হয়েছে। যদিও বড় ম্যাচকে বাড়তি গুরুত্বই দিচ্ছেন ফেরান্দো। হুগো বোমাস কার্ড সমস্যা মিটিয়ে দলে ফেরায় স্বস্তিতে ফেরান্দো।

ISL 2021-22: সংশয়ে কৃষ্ণা, উত্তেজনায় ফুটছেন বোমাস-মনবীররা
এটিকে মোহনবাগান মুখিয়ে ডার্বির জন্য। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Jan 28, 2022 | 5:15 PM
Share

ফাতোরদা: আইএসএলের তিনটে ডার্বি থেকেই এসেছে ৩ পয়েন্ট করে। আইএসএলের (ISL) বড় ম্যাচ এখনও পর্যন্ত সবুজ-মেরুনের দখলেই। খাতায় কলমেও এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) চেয়ে অনেক এগিয়ে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। কিন্তু বড় ম্যাচ সবসময়ই আলাদা গুরুত্ব। তাই কোনও ভাবেই শনিবাসরীয় ডার্বিকে হালকা চোখে দেখতে নারাজ সবুজ-মেরুন শিবির। চোটের জন্য রয় কৃষ্ণার খেলা নিয়ে সংশয়। হ্যামস্ট্রিংয়ের চোট ভোগাচ্ছে ফিজির তারকা ফুটবলারকে। কৃষ্ণাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না সবুজ-মেরুন থিঙ্ক ট্যাঙ্কও। কার্ড সমস্যা মিটিয়ে ফিরছেন হুগো বোমাস। ফলে মাঝমাঠের শক্তি আবারও ধারাল হচ্ছে। ওড়িশা ম্যাচের ভুল শুধরে ডার্বি থেকে ৩ পয়েন্ট তুলতে মরিয়া বাগান কোচ হুয়ান ফেরান্দোও। এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচের এটাই প্রথম বড় ম্যাচ। তাই ডার্বি জিততে মুখিয়ে রয়েছেন তিনি। রয় কৃষ্ণা না খেললেও মনবীর সিং, লিস্টন কোলাসো, ডেভিড উইলিয়ামসের মতো ফুটবলাররা আছেন দলে। মনবীরের বড় ম্যাচে গোল করার অভিজ্ঞতাও রয়েছে। ফলে হেভিওয়েট এটিকে মোহনবাগান তৈরি শনিবারের বড় ম্যাচ থেকে ফের ৩ পয়েন্ট তুলতে।

রয় কৃষ্ণা প্রসঙ্গে ফেরান্দো বলেন, ‘ওকে নিয়ে এখনও একটু সময় লাগবে। যদিও ওর পক্ষে খেলা খুব কঠিন। এখনও ৯০ মিনিট ফিট নয়। আমাদের ওকে দরকার। তাই ওকে আগলে রাখতে হবে। একটা বড় ম্যাচের জন্য জোর করে খেলিয়ে ঝুঁকি নিতে চাইব না। তাতে পরবর্তী আরও ২টো ম্যাচে ও অনিশ্চিত হয়ে পড়তে পারে।’ এসসি ইস্টবেঙ্গল গত ম্যাচেই ০-৪ গোলে বিধ্বস্ত হয়েছে। যদিও বড় ম্যাচকে বাড়তি গুরুত্বই দিচ্ছেন ফেরান্দো। হুগো বোমাস কার্ড সমস্যা মিটিয়ে দলে ফেরায় স্বস্তিতে ফেরান্দো। তাঁকে দিয়েই আক্রমণের সমস্ত অঙ্ক তৈরি করছেন বাগানের স্প্যানিশ কোচ। ওড়িশার বিরুদ্ধে বেশ কয়েকটি ক্ষেত্রে মিস পাস করেন ফুটবলাররা। সে প্রসঙ্গে এটিকে মোহনবাগানের কোচ বলেন, ‘মিস পাস ফুটবলের অঙ্গ। সেই ভুল শুধরেই ডার্বির জন্য দলকে প্রস্তুত করেছি। আক্রমণকে অস্ত্র করেই ৩ পয়েন্ট তুলতে চাই। ফুটবলাররা দীর্ঘদিন ধরে হোটেলবন্দি ছিল। তাই ফিটনেসে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। যদিও ডার্বির জন্য প্রত্যেকেই মুখিয়ে রয়েছে।’

বড় ম্যাচের অভিজ্ঞতা না থাকলেও কলকাতার ডার্বি দেখার অভিজ্ঞতা আছে ফেরান্দোর। তিনি বলেন, ‘২ বছর আগে কলকাতার ডার্বি দেখেছি। সমর্থকদের মধ্যে বিপুল উন্মাদনা থাকে এই ম্যাচ ঘিরে। এফসি গোয়ার কোচ থাকার সময় ডুরান্ড ফাইনালেও দর্শকভর্তি যুবভারতী দেখেছি। মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরা গ্যালারিতে ভিড় জমিয়ে প্রিয় দলকে উত্‍সাহ দিচ্ছিল। কলকাতার ফুটবল উন্মাদনা অন্য রকম। দূরে থাকলেও সমর্থকদের টেনশন বুঝতে পারছি। ওদের জন্য এই ম্যাচটা জিততে চাই। সমস্ত অতীত ভুলে গিয়ে নতুন শুরুর লক্ষ্যে ঝাঁপাতে চাই। ৩ পয়েন্ট পেতেই হবে। আমি আশা করব, পরের বছর দর্শকভর্তি স্টেডিয়ামে বড় ম্যাচ হবে।’

ডার্বিতে বাগান রক্ষণে ফিরতে চলেছেন সন্দেশ ঝিঙ্গান। প্রায় ১ বছর পর তিরির সঙ্গে জুটি বেঁধে খেলতে দেখা যাবে তাঁকে। ডার্বি খেলার অভিজ্ঞতা আছে তাঁর। শনিবারই ডার্বিতে এক অনন্য রেকর্ড গড়তে চলেছেন তিরি। প্রথম বিদেশি হিসেবে আইএসএলে ১০০টি ম্যাচ খেলার নজির গড়বেন তিরি। ব্লকারে কার্ল ম্যাকহিউ। মাঝে বোমাস, সামনে ডেভিড উইলিয়ামস। ৪-১-৪-১ ফর্মেশনে দল সাজাতে পারেন ফেরান্দো। গোলে অমরিন্দর। রক্ষণে প্রীতম, তিরি, সন্দেশ, শুভাশিস। ব্লকারে ম্যাকহিউ। মাঝমাঠে বোমাস, লিস্টন, মনবীর, লেনি/দীপক টাঙরি। সামনে ডেভিড উইলিয়ামস। বড় ম্যাচ জিতলেও কোনও সেলিব্রেশন নয়। বরং মুম্বই ম্যাচ নিয়ে ভাবনা শুরু করবেন ফেরান্দো। ডার্বির আগেই সাফ জানিয়ে দিলেন বাগান কোচ। লিগ টেবিলের ৮ নম্বরে থাকলেও বাকিদের চেয়ে কম ম্যাচ খেলেছে সবুজ-মেরুন শিবির। ডার্বি জিতলেই ফের প্রথম চারের দৌড়ে এগিয়ে যাবে এটিকে মোহনবাগান। উত্তেজনায় ফুটছেন বোমাস, প্রীতম, শুভাশিসরা। আইএসএলের ডার্বিতে অল উইন রেকর্ড বজায় রাখাই লক্ষ্য সবুজ-মেরুনের।

আরও পড়ুন: ISL 2021-22: ডার্বি ঘিরে চার্জড আপ বোমাস-প্রীতমরা