5

AFC Cup 2022: ফের এটিকে মোহনবাগানের ম্যাচের সময় বদল

ম্যাচের সময় এ বার আধঘণ্টা এগিয়ে আনা হল। বিকেল ৫টার পরিবর্তে ম্যাচ হবে বিকেল ৪টে ৩০ মিনিটে। রাত ৯টার বদলে ম্যাচ হবে ৮টা ৩০ মিনিটে। ১৮ তারিখ গোকুলাম কেরালা এফসি আর ২১ তারিখ বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে দুটো ম্যাচই হবে বিকেল সাড়ে ৪টেয়। ২৪ তারিখ মলদ্বীপের ক্লাব মেজিয়া স্পোর্টসের বিরুদ্ধে রাত সাড়ে ৮টায় মাঠে নামবে এটিকে মোহনবাগান।

AFC Cup 2022: ফের এটিকে মোহনবাগানের ম্যাচের সময় বদল
এটিকে মোহনবাগানের এএফসি কাপের ম্যাচের সময় বদলাল। ছবি: টুইটার ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2022 | 8:11 PM

কলকাতা: এটিকে মোহনবাগানের আবেদনে আগেই ম্যাচের সময় বদলেছিল এএফসি (AFC)। দুপুর ২টোর পরিবর্তে ম্যাচ দেওয়া হয়েছিল বিকেল ৫টায়। সন্ধে ৬টার ম্যাচ দেওয়া হয় রাত ৯টায়। সেই সময়েও এ বার কিছুটা বদল হল। মে মাসেই এএফসি কাপের (AFC Cup) মূলপর্বের খেলা রয়েছে এটিকে মোহনবাগানের। যুবভারতীতে তিনটে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan))। ওই তিন ম্যাচের জন্য সদস্য, সমর্থকদের কাছে থাকছে আরও সুবিধা। ১৮ তারিখ গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ সবুজ-মেরুনের। এরপর ২১ তারিখ বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস আর ২৪ তারিখ মলদ্বীপের ক্লাব মেজিয়া স্পোর্টসের বিরুদ্ধে খেলবেন হুগো বোমাসরা। ম্যাচের সময় পরিবর্ত করতে চেয়ে আগেই চিঠি দেয় এটিকে মোহনবাগান। সেই চিঠিতে আগেই সাড়া দেয় এএফসি।

ম্যাচের সময় এ বার আধঘণ্টা এগিয়ে আনা হল। বিকেল ৫টার পরিবর্তে ম্যাচ হবে বিকেল ৪টে ৩০ মিনিটে। রাত ৯টার বদলে ম্যাচ হবে ৮টা ৩০ মিনিটে। ১৮ তারিখ গোকুলাম কেরালা এফসি আর ২১ তারিখ বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে দুটো ম্যাচই হবে বিকেল সাড়ে ৪টেয়। ২৪ তারিখ মলদ্বীপের ক্লাব মেজিয়া স্পোর্টসের বিরুদ্ধে রাত সাড়ে ৮টায় মাঠে নামবে এটিকে মোহনবাগান। এএফসির সম্প্রচারকারী সংস্থার জন্য ম্যাচের সময় আধঘণ্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে। সাড়ে ৪টেয় ম্যাচ মানে, সাড়ে ৩টে-র ভেতরেই স্টেডিয়ামে ঢুকে পড়তে হবে গোটা দলকে। মে মাসে বিকেল ৪টে-তেও যথেষ্ট গরম থাকে।

এ দিকে শুক্রবার ছিল হামতের জন্মদিন। গত আইএসএলে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলেছিলেন এই মিডফিল্ডার। অনুশীলনের পর ড্রেসিংরুমেই হামতের জন্মদিন সেলিব্রেশন করেন মোহনবাগানের ফুটবলাররা।

অন্যদিকে দুর্ঘটনার কবলে পড়েছেন এটিকে মোহনবাগানের সিইও রঘু আইয়ার। সঞ্জীব গোয়েঙ্কার আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসেরও সিইও রঘু। পুনেতে পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে যাওয়ার সময়ই রঘু আইয়ারের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেই গাড়িতে ছিলেন লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরের ম্যানেজারও।

আরও পড়ুন: IPL 2022: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঋষভের গার্লফ্রেন্ডের ছবি