CFL 2023 : কলকাতা লিগের সূচি প্রকাশ, জেনে নিন বিস্তারিত
Kolkata Football : কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ডহারবার এফসি। কিশোর ভারতী স্টেডিয়ামে সাদার্ন সমিতির বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে তারা।

কলকাতা: অপেক্ষার অবসান হতে চলেছে। TV9Bangla Sports-আগেই লিখেছিল ২৫ জুন শুরু হতে চলেছে ২৫ জুন। সেই খবরে সিলমোহর পড়ল। ২৫ জুনই শুরু হতে চলেছে কলকাতা লিগ। এ দিন বাংলা ফুটবল সংস্থার তরফে সূচি প্রকাশিত হল। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ডহারবার এফসি। কিশোর ভারতী স্টেডিয়ামে সাদার্ন সমিতির বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে তারা। বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
কলকাতা প্রিমিয়র ডিভিশনে দুটি গ্রুপ করা হয়েছে। এ মাসে অবশ্য তিন প্রধানের কোনও ম্যাচ নেই। লিগের প্রথম দিন একটিই ম্যাচ। দ্বিতীয় দিন অর্থাৎ ২৮ জুন তিনটি ম্যাচ রয়েছে। কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হবে পিয়ারলেস ও ক্যালকাটা ফুটবল ক্লাব। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কালিঘাট এমএস বনাম এফসিআই এবং দমদম সুরের মাঠে ডালহৌসি ক্লাব নামছে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে।
তিন প্রধানের মধ্যে প্রথম নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ৫ জুলাই নৈহাটি স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান ও পাঠচক্র। পরদিন মহমেডান মাঠে অভিযান শুরু করছে সাদা কালো ব্রিগেড। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ইস্টবেঙ্গল নামছে ১০ জুলাই। নিজেদের মাঠে তাদের প্রথম প্রতিপক্ষ পশ্চিমবঙ্গ পুলিশ।
মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ ব্যারাকপুর স্টেডিয়ামে। ১২ জুলাই টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে খেলবে তারা। পরদিন ঘরের মাঠে মহমেডান স্পোর্টিংয়ের ম্যাচ ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে। ১৩ জুলাই ঘরের মাঠে রেনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। এখনও অবধি ১৪ জুলাই অবধি সূচি দেওয়া হয়েছে আইএফএ-র তরফে। আন্তর্জাতিক ফুটবল এবং অন্যান্য লিগের মতো কলকাতা লিগেও ম্যাচে গোলকিপার সহ পাঁচটি পরিবর্তন করা যাবে।
লিগের জন্য বেশ কিছু দিন আগে থেকেই অনুশীলন করে দিয়েছিল ক্লাবগুলি। অবশেষে মাঠ গড়াবে। সবুজ মেরুন শিবির নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট হিসেবে। মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, লিগে কোনও বিদেশি খেলাবে না তারা। অনূর্ধ্ব ২৩ দল নামাবে মোহনবাগান। সিনিয়র দলের বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে রাখা হয়েছে।





