CMR vs BRA Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে ক্যামেরুন বনাম ব্রাজিল ম্যাচ

Cameroon vs Brazil, FIFA world Cup 2022 Live Streaming: শুক্রবার মধ্যরাতে গ্রুপ জি-এর দুটি ম্যাচে মুখোমুখি হচ্ছে কোন চারটি দল? কখন দেখবেন ম্যাচগুলি? দেখে নিন।

CMR vs BRA Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে ক্যামেরুন বনাম ব্রাজিল ম্যাচ
গ্রাফিক্স: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2022 | 9:59 AM

দোহা: শুরু হয়ে গিয়েছে কাতার বিশ্বকাপ। ১৮ ডিসেম্বর অবধি গোটা বিশ্ব ডুবে থাকবে কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022)। দেশ-বিদেশের ফুটবল প্রেমীদের জন্য এ বারের বিশ্বকাপ আলাদা হতে চলেছে। করোনার পর এই প্রথম ফুটবল বিশ্বকাপ হচ্ছে। ধারা বদলে এ বার জুন-জুলাইয়ে নয়, বিশ্বকাপ হচ্ছে শীতকালে। মোট ৩২ টি দল অংশ নিয়েছে এ বারের বিশ্বকাপে। গ্রুপ জি-এর শেষ দুটি ম্যাচ রয়েছে শুক্রবার। ব্রাজিলের ম্যাচ রয়েছে ক্যামেরুনের সঙ্গে। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ সার্বিয়ার। চারটি দলের মধ্যে শেষ ষোলো নিশ্চিত হয়েছে ব্রাজিলের। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুইৎজারল্যান্ড। সার্বিয়া ও ক্যামেরুনের পয়েন্ট ১ করে। সার্বিয়াকে হারিয়ে গ্রুপ রানার্স হয়ে সরাসরি নকআউটে ওঠার মরিয়া চেষ্টা থাকবে সুইসদের। কোথায়, কীভাবে, কখন দেখবেন এই ম্যাচগুলি? তুলে ধরল TV9 Bangla

এ বারের ফুটবল বিশ্বকাপে ক্যামেরুন বনাম ব্রাজিল ম্যাচটি কবে হবে?

এ বারের ফুটবল বিশ্বকাপে ক্যামেরুন বনাম ব্রাজিলের ম্যাচটি রয়েছে শনিবার (৩ ডিসেম্বর)।

কাতার বিশ্বকাপে ক্যামেরুন বনাম ব্রাজিলের ম্যাচটি কোথায় হবে?

কাতার বিশ্বকাপে ক্যামেরুন বনাম ব্রাজিলের ম্যাচটি লুসেইল স্টেডিয়ামে হবে।

ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে ক্যামেরুন বনাম ব্রাজিলের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে ক্যামেরুন বনাম ব্রাজিলের ম্যাচটি শুরু হবে রাত ১২.৩০ মিনিটে।

কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে ক্যামেরুন বনাম ব্রাজিলের ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

কাতার বিশ্বকাপে ক্যামেরুন বনাম ব্রাজিলে ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি বিশ্বকাপে ক্যামেরুন বনাম ব্রাজিলের ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

*স্টেডিয়াম ৯৭৪-এ গ্রুপ ‘জি’-এর অপর ম্যাচে একইসময়ে মুখোমুখি সার্বিয়া বনাম সুইৎজারল্যান্ড।