Champions League: ঘরের মাঠে ফিরতি ম্যাচটা আমরাই জিতব, সিটিকে কে দিচ্ছেন এমন হুমকি?
Man City vs Real Madrid: যেন আগুনে ফর্মে রয়েছেন তিনি। যে ম্যাচেই নামছেন, টিমকে গোল উপহার দিচ্ছেন। ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালও তার ব্যতিক্রম হয়নি। রিয়াল মাদ্রিদের সেই তারকা কিন্তু ফিরতে ম্যাচের আগে হুমকি দিচ্ছেন সিটিকে।
লন্ডন: যেন স্বপ্নের ছন্দে রয়েছেন। এক-একটা ম্যাচে নামছেন আর একাই হারাচ্ছেন প্রতিপক্ষকে। তাঁরই জন্য অপ্রতিরোধ্য দেখাচ্ছে রিয়াল মাদ্রিদকে (Real Madrid)। চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) সেমিফাইনালে যদিও রিয়াল জেতেনি। ৩-৪ হেরেছেন ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) কাছে। তবু জোড়া গোল করা করিম বেঞ্জেমাকে (Karim Benzema) নিয়ে তীব্র উন্মাদনা ইউরোপিয়ান ফুটবলে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ড রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ২০১৬-১৭ মরসুমে ১০ গোল করেছিলেন তিনি। সেই রেকর্ড এ বার ভেঙে দিতে পারেন বেঞ্জেমা। আপাতত ৯ গোল করে ফেলেছেন। নকআউটে লিও মেসি সবচেয়ে বেশি ৮ গোল করেছেন। রোনাল্ডো কিংবা মেসি নয়, এখন আলোচনায় শুধু বেঞ্জেমা। পিএসজি, চেলসির পর ম্যাঞ্চেস্টার সিটি— চ্যাম্পিয়ন্স লিগে পর পর তিন প্রতিপক্ষ রিয়ালের। ওই তিন প্রতিপক্ষের বিরুদ্ধে দুটো হ্যাটট্রিক, একটা জোড়া গোল। অপ্রতিরোধ্য বেঞ্জেমাকে থামানো না গেলে যে সেমিফাইনালের দ্বিতীয় লেগ অত্যন্ত কঠিন হয়ে যাবে পেপ গুয়ার্দিওলার টিমের, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
? Karim Benzema is just one goal away from equalling Cristiano Ronaldo's record…#UCL pic.twitter.com/9jMqPtQeaZ
— UEFA Champions League (@ChampionsLeague) April 27, 2022
ফরাসি বেঞ্জেমার ৩৩ মিনিটে করা দর্শনীয় গোলটা নিয়ে চলছে আলোচনা। সিটির ঘরের মাঠে টিম হারলেও তিনি কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে বলে দিচ্ছেন, রিয়াল মাদ্রিদ এ বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাবেই। ‘আমি সমর্থকদের আগে থেকেই সতর্ক করেছিলাম, এই রকম একটা ম্যাচ হতে পারে। সান্তিয়াগো বের্নাবৌতে দ্বিতীয় লেগের ম্যাচটা আমরা জিতবই। ম্যাচ হারাটা আমি এবং আমার টিম কোনও ভাবেই পছন্দ করে না। এ বারের চ্যাম্পিয়ন্স লিগ যাতে জিততে পারি, তার জন্য মরিয়া চেষ্টা করব। আর সেই কারণেই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’
তীব্র চাপের মধ্যেও মাথা ঠান্ডা রাখতে পারাটাই বেঞ্জেমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ০-২ পিছিয়ে থাকা অবস্থায় বেঞ্জেমার হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। ফরাসি স্ট্রাইকার বলছেন, ‘আমি সব সময় আত্মবিশ্বাসী। সর্বোচ্চ পর্যায়ে আমরা ফুটবল খেলছি। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা টিমের সঙ্গে খেলছি। ০-২ পিছিয়ে থাকা অবস্থা থেকে আমরা লড়াই করে ম্যাচে ফিরেছিলাম।’
রিয়ালের কোচ কার্লো আন্সেলোত্তিও জানতেন, সিটির বিরুদ্ধে চাপের ম্যাচে ঠিক গোল করবেন বেঞ্জেমা। ‘আমাদের আরও ভালো ডিফেন্স করতে হত। ফলের দিক থেকে দেখলে এটা মোটেও ভালো নয়। ভুললে চলবে না, ওরা আমাদের বিরুদ্ধে ৪ গোল করেছে। এর মানেই হল, ডিফেন্সটা আমরা ঠিকঠাক করতে পারিনি। ফিরতি ম্যাচে কিন্তু আমাদের এই কাজটা ভালো ভাবে করতে হবে।
আরও পড়ুন: UEFA Champions League: ৭ গোলের থ্রিলারে রিয়াল মাদ্রিদকে হারাল ম্যাঞ্চেস্টার সিটি