UEFA Champions League: ৭ গোলের থ্রিলারে রিয়াল মাদ্রিদকে হারাল ম্যাঞ্চেস্টার সিটি

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার গভীর রাতে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) সেমি ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) ও রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ৭ গোলের থ্রিলারে ঘরের মাঠে রুদ্ধশ্বাস জয় ম্যান সিটির। প্রথম পর্বের সাক্ষাতে ৪-৩ গোলে জিতল ম্যান সিটি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচ হবে ৫ মে। রিয়ালের ঘরের মাঠে খেলার আগে এক গোলে এগিয়ে থাকছে ম্যান সিটি।

| Edited By: | Updated on: Apr 27, 2022 | 10:44 AM
রিয়াদ মাহরেজের পাস থেকে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে মাত্র ২ মিনিটের মধ্যে প্রথম গোল করেন কেভিন ডি ব্রুইন।

রিয়াদ মাহরেজের পাস থেকে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে মাত্র ২ মিনিটের মধ্যে প্রথম গোল করেন কেভিন ডি ব্রুইন।

1 / 7
ম্যাচের ১১ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের পাস থেকে ম্যান সিটির হয়ে দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল জেসুস।

ম্যাচের ১১ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের পাস থেকে ম্যান সিটির হয়ে দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল জেসুস।

2 / 7
২ গোলে পিছিয়ে থেকে ৩৩ মিনিটের মাথায় মেন্ডির পাস থেকে রিয়ালের হয়ে প্রথম গোল করেন করিম বেঞ্জেমা।

২ গোলে পিছিয়ে থেকে ৩৩ মিনিটের মাথায় মেন্ডির পাস থেকে রিয়ালের হয়ে প্রথম গোল করেন করিম বেঞ্জেমা।

3 / 7
টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচে ৫৩ মিনিটের মাথায় রিয়ালের বিরুদ্ধে ব্যবধান বাড়ান ফিল ফডেন।

টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচে ৫৩ মিনিটের মাথায় রিয়ালের বিরুদ্ধে ব্যবধান বাড়ান ফিল ফডেন।

4 / 7
ফডেনের গোলের ২ মিনিটের মধ্যে মেন্ডির পাস থেকে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি শোধ করেন ভিনিসিয়াস জুনিয়র (৫৫ মিনিটে)।

ফডেনের গোলের ২ মিনিটের মধ্যে মেন্ডির পাস থেকে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি শোধ করেন ভিনিসিয়াস জুনিয়র (৫৫ মিনিটে)।

5 / 7
৭৪ মিনিটে গুয়ার্দিওলার দলের হয়ে চতুর্থ গোল করেন বের্নান্দো সিলভা।

৭৪ মিনিটে গুয়ার্দিওলার দলের হয়ে চতুর্থ গোল করেন বের্নান্দো সিলভা।

6 / 7
পেনাল্টি থেকে ৮২ মিনিটের মাথায় বেঞ্জেমার দ্বিতীয় গোল। তবে তাতে রক্ষা পায়নি রিয়াল। ৪-৩ গোলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে হারতে হল বেঞ্জেমাদের।

পেনাল্টি থেকে ৮২ মিনিটের মাথায় বেঞ্জেমার দ্বিতীয় গোল। তবে তাতে রক্ষা পায়নি রিয়াল। ৪-৩ গোলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে হারতে হল বেঞ্জেমাদের।

7 / 7
Follow Us: