Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Scaloni: লিওনেল স্কালোনির আর্জেন্টিনাকে দুরমুশ করেছিল ভারত

Indian Football: দেশে পরিকাঠামোগত অনেক সমস্যা থাকার পরও ভারতের ছোটরা বিভিন্ন টুর্নামেন্ট ও ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। আর্জেন্টিনার বিরুদ্ধে এই জয় দেখিয়ে দেয় ভারতীয় ফুটবলের পাইপলাইন কতটা শক্তিশালী হওয়ার ক্ষমতা রাখে।

Lionel Scaloni: লিওনেল স্কালোনির আর্জেন্টিনাকে দুরমুশ করেছিল ভারত
ভারতীয় অনূর্ধ্ব ২০ দলের সঙ্গে লিওনেল স্কালোনি ও পাবলো আইমার। (ফাইল ছবি)Image Credit source: twitter
Follow Us:
| Updated on: Dec 21, 2022 | 9:20 PM

কলকাতা : কাতারে (Qatar World Cup 2022) অনুষ্ঠিত বিশ্বকাপে (FIFA World Cup 2022) চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল স্কালোনির (Lionel Scaloni) আর্জেন্টিনা (Argentina)। ফাইনালে প্রথমার্ধে ফ্রান্সের (France) বিরুদ্ধে ২-০ ফলে এগিয়ে থেকেও নির্ধারিত সময়ে স্কোরলাইন ২-২ হয়। পরে অতিরিক্ত সময়ে খেলা গড়ালে স্কোরলাইন ৩-৩ হয়। ম্যাচের নিষ্পত্তি হয় না হওয়ায় টাইব্রেকারে গড়ায়। অবশেষে এমবাপের ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা (Albiceleste)। ২০১৮ সালে আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এই লিওনেল স্কালোনি ছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ। বর্তমানে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ প্রাক্তন আর্জেন্টাইন অধিনায়ক জাভিয়ের মাসচেরানো।

২০১৮ সালে লিওনেল স্কলোনির অধীনে আর্জেন্টিনার অনূর্ধ্ব ২০ দল স্পেনে কটিফ কাপ (COTIF Cup 2018) নামক একটি বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আর সেই দলের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন আর্জেন্টিনার আরও এক প্রাক্তন ফুটবলার, পাবলো আইমার। এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল ফ্লয়েড পিন্টোর প্রশিক্ষণাধীন ভারতীয় অনূর্ধ্ব ২০ দলও। অগস্ট মাসের প্রথম সপ্তাহে গ্রুপ লিগের একটি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয় ভারত। সেই ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারতীয় দল। গোল করে সেদিন দেশকে গৌরবান্বিত করেছিলেন দীপক টাংরি ও আনোয়ার আলি। ম্যাচের ৪ মিনিটে একটি কর্নার পায় ভারত। সেটাকে কাজে লাগিয়ে গোল করেন দীপক। ৬৮ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে পাওয়া একটি ফ্রি-কিক থেকে বাঁকানো শটে চোখধাঁধানো দ্বিতীয় গোল করেন আনোয়ার আলি। ৫৪ মিনিটে লালকার্ড দেখেন অনিকেত যাদব। ফলে বাকি ৩৬ মিনিট আর্জেন্টিনার বিরুদ্ধে ১০ জনে খেলতে হয় ভারতকে। ৭২ মিনিটে আর্জেন্টিনার মারিনেলি এই সুযোগে একটি গোল করে ব্যবধান কমালেও ভারতের জয়ের পথে তা বাধা হয়ে দাঁড়ায়নি।

ম্যাচের পর স্কালোনি ও পাবলো আইমার ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করে তাদের উদ্বুদ্ধ করেন। আইমার বলেন, “আমরা ভারতের অন্যান্য বয়সভিত্তিক দলের সঙ্গে খেলতে চাই। এই ম্যাচে খেলোয়াড়রা প্যাশনের সঙ্গে খেলেছে ও গোটা মাঠজুড়ে অনেক দৌড়েছে”। তিনি আরও যোগ করেন, “আমরা ভারতে বা আর্জেন্টিনায় ভারতের বিভিন্ন বয়সভিত্তিক দলের বিরুদ্ধে খেলতে চাই”। ম্যাচ শেষে আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল সোবাস্তিয়ান স্কালোনি বলেন, “ভারতীয় অধিনায়ক অমরজিত সিং ও জ্যাকসন সিং দুর্দান্ত খেলেছে। ভারত যদি আগামী তিন বা চার বছর এইভাবে খেলতে থাকে তবে খেলোয়াড়দের সামনে সোনালি ভবিষ্যৎ। এদের বিরুদ্ধে খেলতে পেরে আমরা আনন্দিত”। সেই টুর্নামেন্ট শেষপর্যন্ত আর্জেন্টিনা জয়ী হয়। ও স্কালোনি পরবর্তীতে আর্জেন্টিনা সিনিয়র দলের কোচ হিসেবে নিযুক্ত হন।

দেশে পরিকাঠামোগত অনেক সমস্যা থাকার পরও ভারতের ছোটরা বিভিন্ন টুর্নামেন্ট ও ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। আর্জেন্টিনার বিরুদ্ধে এই জয় দেখিয়ে দেয় ভারতীয় ফুটবলের পাইপলাইন কতটা শক্তিশালী হওয়ার ক্ষমতা রাখে। বিশ্বপর্যায়ে দারুন ফুটবল উপহার দেওয়ার জন্য ভারতের যুব ফুটবলাররা তৈরি, কিন্তু ফুটবল প্রশাসকরা শুনছেন কি?