Cristiano Ronaldo : রোনাল্ডোর জোড়া গোলে আরব কাপে ঐতিহাসিক জয় আল নাসেরের
আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে আল নাসেরের প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল। ম্যাচটি ২-১ গোলে জিতেছেন রোনাল্ডোরা।

রিয়াধ : ঠিক এই দিনগুলোর জন্যই রেকর্ড অর্থে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) দলে নিয়েছিল আল নাসের (Al Nassr)। গত মরসুমে সৌদি আরবের ক্লাবটিতে যোগ দিয়ে আল নাসরকে লিগ চ্যাম্পিয়ন করতে পারেননি রোনাল্ডো। নতুন মরসুমের শুরুতেই আল নাসেরকে কাঙ্খিত ফল দিচ্ছেন পর্তুগিজ মহাতারকা। তাঁর অনবদ্য পারফরম্যান্সে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ অথবা কিং সুলেমান কাপ জিতল আল নাসের। টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম চ্যাম্পিয়ন হল আল নাসের। শনিবার রাতে আল নাসেরের এই ঐতিহাসিক জয়ে জোড়া গোলের অবদান রেখেছেন ক্রিশ্চিয়ানো। দলকে ফাইনালে তোলার পিছনেও তাঁর অবদান ছিল। সৌদির ক্লাবটির হয়ে প্রথম বার ট্রফি জিতলেন পর্তুগিজ মহাতারকা। সৌদির ক্লাবের হয়ে তাঁর প্রথম ট্রফি জয় উৎসর্গ করেছেন সমর্থকদের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে আল নাসেরের প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল। ম্যাচটি ২-১ গোলে জিতেছেন রোনাল্ডোরা। প্রথমার্ধের ফলাফল ছিল ০-০। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে প্রথম গোল আসে। আল হিলালের মাইকেলের গোলে পিছিয়ে পড়ে আল নাসের। ৭৪ মিনিটে সমতা ফেরান রোনাল্ডো। এরপর জয়সূচক গোলটি করলেন অতিরিক্ত সময়ের ৯৮ মিনিটে। দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারও জিতেছে ৩৮ বছরের রোনাল্ডো। টুর্নামেন্টে ৬ ম্যাচে ৬ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। দ্বিতীয় গোলের পরপরই রোনাল্ডোকে মাঠের বাইরে যেতে হয় চোটের কারণে। কিছুক্ষণ পরে অবশ্য ফিরে আসেন এবং সতীর্থদের সঙ্গে জয়ের বাঁধভাঙা উচ্ছ্বাসে যোগ দেন।
Extremely proud to helped the team winning this important trophy for the 1st time! Thank you to everyone in the club that was involved in this great achievement and to my familly and friends for always being by my side! Fantastic support by our fans!This also belongs to you!💛💙 pic.twitter.com/MGDxXc7AD3
— Cristiano Ronaldo (@Cristiano) August 12, 2023
আল নাসেরের হয়ে প্রথম ট্রফি জিতে ম্যাচের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে টুইট করেছেন রোনাল্ডো। ক্যাপশনে লেখেন, “দলকে প্রথম বারের মতো ট্রফি জেতাতে পেরে আমি ভীষণ গর্ব অনুভব করছি। এই দারুণ জয়ের পিছনে ক্লাবের যাঁরা রয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানাব সবসময় পাশে থাকার জন্য। সমর্থকদের দারুণ সমর্থনের জন্য ধন্যবাদ। এই ট্রফি আপনাদের জন্য।”





