AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cristiano Ronaldo : রোনাল্ডোর হ্যাটট্রিক, সৌদি লিগে জয়ের মুখ দেখল আল নাসের

সৌদি প্রো লিগে মরসুমের প্রথম জয় আল নাসেরের। গোলের হ্যাটট্রিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। 

Cristiano Ronaldo : রোনাল্ডোর হ্যাটট্রিক, সৌদি লিগে জয়ের মুখ দেখল আল নাসের
| Edited By: | Updated on: Aug 26, 2023 | 11:06 AM
Share

রিয়াধ : সৌদি প্রো লিগে সূচনাটা ভালো হয়নি আল নাসেরের (Al Nassr)। প্রথম দুটি ম্যাচে হার। প্রথম ম্যাচে ছিলেন না দলের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দ্বিতীয় ম্যাচে রোনাল্ডোর উপস্থিতিও জেতাতে পারেনি তাদের। অবশেষে লিগের তৃতীয় ম্যাচে জয়ের মুখ দেখল আল নাসের। আল ফতেহর বিরুদ্ধে দারুণ জয় রোনাল্ডোদের। হ্যাটট্রিক করলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। দুটি গোল সাদিও মানের। দলের দুই তারকার গোলে ৫-০ ব্যবধানে লিগে বড়সড় জয় আল নাসেরের। আরব ক্লাব কাপে প্রথম বার চ্যাম্পিয়ন করেছেন দলকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাব। সৌদি প্রো লিগে সূচনাটা নড়বড়ে হলেও ঘুরে দাঁড়াল দলটি। পর্তুগিজ মহাতারকাও লিগে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

আল নাসেরের হয়ে প্রথম গোল করেন সেনেগালিজ তারকা সাদিও মানে। আল নাসেরের হয়ে এটি তাঁর দ্বিতীয় গোল। ম্যাচে রোনাল্ডো প্রথম গোল পান ৩৭ মিনিটে। সুলতান আল ঘাননামের বাড়ানো বল হেডে জালে জড়ান। চলতি মরসুমে আল নাসেরের হয়ে প্রথম গোল রোনাল্ডোর। দ্বিতীয় গোল করেন ৫৫ মিনিটে। ৮১ মিনিটে ঘারিবের বাড়ানো ক্রস থেকে হেডে গোল করে সাদিও মানে। ম্যাচের সংযুক্তি সময়ে গোলমুখ ফাঁকা পেয়ে বল পাঠাতে দেরী করেননি রোনাল্ডো। এই গোলের সঙ্গে কেরিয়ারে ৬৩তম হ্যাটট্রিক সেরে ফেললেন পর্তুগিজ মহাতারকা।

তিন ম্যাচে একটিতে জয় ও দুটি ম্যাচে হারে আল নাসেরের পয়েন্ট ১৩। লিগে এইমুহূর্তে রোনাল্ডোরা রয়েছেন দ্বাদশ স্থানে। করিম বেঞ্জেমার ক্লাব আল ইতিহাদ রয়েছে সবার শীর্ষে।