Cristiano Ronaldo: ২৪ বছর পর বাবার পথে ছেলে… পর্তুগালের জুনিয়র টিমে রোনাল্ডো জুনিয়র!
Cristiano Ronaldo's Son: শুধু কি তাই, বর্তমান প্রজন্মের আর মহাতারকার লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী ধরা হয়। কে সেরা সেই তর্ক এখনও চলছে। সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছেলে এ বার পর্তুগালের জাতীয় দলে জায়গা করে নিল।

কলকাতা: বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া! এই প্রবাদ সত্যি করার পথে খানিকটা এগোল এক মহাতারকার ১৪ বছরের ছেলে। বাবা ফুটবল দুনিয়ায় অন্যতম সেরা তারকা। একাধিক রেকর্ড তাঁর পকেটে। শুধু কি তাই, বর্তমান প্রজন্মের আর মহাতারকার লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী ধরা হয়। কে সেরা সেই তর্ক এখনও চলছে। সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছেলে এ বার পর্তুগালের জাতীয় দলে জায়গা করে নিল।
রোনাল্ডোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো ডস স্যান্টোস সুযোগ পেয়েছে পর্তুগালের অনূর্ধ্ব ১৫ জাতীয় দলে। ছেলেকে নিয়ে গর্বিত বাবা ইন্সটাগ্রামে লিখেছেন, ‘চারটে ট্রেনিং সেশন হয়েছে। দুটো দেশের মাঠে, দুটো ক্রোশিয়ায়। ওই চারটে ট্রেনিংয়ের পর ২২ জনের টিম ঘোষণা করেছেন কোচ জোয়াও স্যান্টোস। তাতে নাম রয়েছে স্যান্টোসের। ছেলের জন্য গর্বিত!’ ঘটনা হল, ২০০১ সালে পুর্তগালের অনূর্ধ্ব ১৫ দলের হয়ে প্রথণ খেলেছিলেন রোনাল্ডো। ৯ ম্যাচ খেলে করেছিলেন ৭ গোল। ২৪ বছর পর তাঁর ছেলেও যুব দলে নাম লেখাল।
রোনাল্ডো এখন সৌদি লিগের নামী ক্লাব আল নাসেরে খেলেন। সেখানেই বাবার সঙ্গে থাকে ১৪ বছরের স্যান্টোস। ক্রোয়েশিয়াতে ১৩ থেকে ১৮ মে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে পর্তুগাল। টিমের সঙ্গেই রয়েছে রোনাল্ডোর বড় ছেলে। জাপান, গ্রিস ও ইংল্যান্ডের যুব দলের সঙ্গে খেলবে পর্তুগাল। ২০১৮ থেকে ২০২১ সাল— তিন বছর জুভেন্তাসে খেলেছেন রোনাল্ডো। ওই সময় সেই জুভেরই অ্যাকাডেমিতে ছিল স্যান্টোস। সেই সময় একটা মরসুমে ৫৮ গোল করেছে সে। আবার বাবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকাকালীনও ওই যুব দলে ছিল স্যান্টোস। তখন ওয়েন রুনির ছেলে কাইয়ের সঙ্গে খেলেছে স্যান্টোস।





