Calcutta Football League: কলকাতা লিগে জয়ে ‘অভিষেক’ ডায়মন্ড হারবার এফসির

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Jul 25, 2022 | 9:57 PM

লিগে অভিষেক ম্যাচেই ৩-০'র জয় এবং তিন পয়েন্ট। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কোচ কিবু ভিকুনা।

Calcutta Football League: কলকাতা লিগে জয়ে 'অভিষেক' ডায়মন্ড হারবার এফসির
Image Credit source: TWITTER

কলকাতা : কলকাতা লিগে অনবদ্য শুরু করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দল ডায়মন্ড হারবার এফসি। লিগের প্রথম ডিভিশনের অভিষেক হল ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC)। প্রতিপক্ষ কলকাতা পোর্ট ট্রাস্ট। ঘরের মাঠ মহেশতলা বাটা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ডায়মন্ড হারবার জিতল ৩-০ ব্যবধানে। অভিষেক মরসুমে দারুণ দল গড়েছে তারা। স্কোয়াডে রয়েছেন ময়দানের এবং ভারতীয় ফুটবলের বেশ কিছু পরিচিত মুখ। কোচ মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা কিবু ভিকুনা। শুরুতেই ৩-০’র জয় অবাক কিছু নয়।

পোর্ট ট্রাস্টের বিরুদ্ধে ম্যাচের মাত্র ২ মিনিটেই এগিয়ে যায় ডায়মন্ড হারবার এফসি। যদিও প্রতিপক্ষের গোলে। গোল ব্যবধান বাড়াতে খুব বেশি সময় লাগেনি ডায়মন্ড হারবারের। ম্যাচের ১৯ মিনিটে তুহিন সিকদারের গোলে ২-০। প্রথমার্ধে ২-০ এগিয়ে বিরতিতে যায় ডায়মন্ড হারবার। ম্যাচের সংযুক্তি সময়ে তৃতীয় গোল তাদের। গোল করেন সন্দীপ পাত্র।

টুর্নামেন্টের শুরুটা ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ। লিগে অভিষেক ম্যাচেই ৩-০’র জয় এবং তিন পয়েন্ট। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কোচ কিবু ভিকুনা। ম্যাচ শেষে বলেন, ‘প্রথম ম্যাচটা একটু কঠিন হয়। পুরো তিন পয়েন্ট পেলাম। খুবই ভালো লাগছে। সবে লিগের প্রথম ম্যাচ। আরও অনেক ম্যাচ বাকি। আমাদের লক্ষ্য লিগ চ্যাম্পিয়ন হওয়া। আমাদের দলে ইস্টবেঙ্গল,মোহনবাগান এবং চেন্নাই সিটি এফসিতে খেলা প্লেয়ার অভিষেক দাসের মতো অভিজ্ঞ ফুটবলার রয়েছে। তেমনই অনেক নতুন প্লেয়ারও রয়েছে। সবারই পারফরম্যান্স ভালো। ওদের উপর ভরসা রাখছি। আশা করছি, লিগে আমরা ভালো ফল করব।’

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla