AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Scaloni: লিওনেল স্কালোনির অতীত জানেন?

Qatar 2022 : জাতীয় দলেও তাঁর সহকারির দায়িত্বে ছিলেন লিওনেল স্কালোনি। বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল সাম্পাওলিকে। তাঁকে কোচের দায়িত্ব দেওয়ার কারণে স্বয়ং মেসি নাকি অবসর নেওয়ার কথা ভাবেন!

Lionel Scaloni: লিওনেল স্কালোনির অতীত জানেন?
লিওনেল স্কালোনির অতীত জানেন? Image Credit: Twitter
| Edited By: | Updated on: Dec 21, 2022 | 6:30 AM
Share

বুয়েনস আইরেস: দুই লিওর যুগলবন্দিতেই বিশ্বকাপ (FIFA World Cup 2022) এল আর্জেন্টিনার ঘরে। একজন লিওনেল মেসি (Lionel Messi) আর একজন? তিনি আর কেউ নন, আর্জেন্টিনার জয়ের নেপথ্য নায়ক লিওনেল স্কালোনি। তাঁর হাত ধরেই কোপা আমেরিকা (Copa America) ২০২১,ফিনালিসমা ২০২২, এবং এ বার বিশ্বকাপ ২০২২। পর পর সাফল্যের মুখ দেখল লা আলবিসেলেস্তেরা। দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পিছনে কাজ করেছে তাঁরই মগজাস্ত্র। সফল আর্জেন্টাইন কোচ স্কালোনি একসময় মেসির সতীর্থ ছিলেন। কোথায় পরিচয় তাঁদের? তুলে ধরল TV9 Bangla

লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি, দুই লিওর ফুটবলে অভিষেক নিউ ওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে। মেসির প্রথম বিশ্বকাপ ২০০৬ সালের আর্জেন্টিনা স্কোয়াডে স্কালোনিও। ১৯৯৭-এ আর্জেন্টিনার অনুর্ধ্ব ২০ বিশ্বকাপের হাত ধরেই আন্তর্জাতিক ফুটবলের ময়দানে প্রবেশ তাঁর। ক্লাব ফুটবলে লাজিও, আটলান্টা, রেসিং সান্টান্ডারের মতো ক্লাবে খেলেছেন। ২০১৫ সালে অবসর নেওয়ার পর ২০১৬ সালে সেভিয়ায় জর্জ সাম্পাওলির কোচিং স্টাফ হিসেবে যোগদান করেন। সেখানে ভালো সময় কাটেনি তাঁর। ব্যর্থতা নিয়ে কোচ জর্জ সাম্পাওলির বিদায়ের পর আর্জেন্টিনার জাতীয় দলের গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল সাম্পাওলিকে। জাতীয় দলেও তাঁর সহকারির দায়িত্বে ছিলেন লিওনেল স্কালোনি। বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল সাম্পাওলিকে। তাঁকে কোচের দায়িত্ব দেওয়ার কারণে স্বয়ং মেসি নাকি অবসর নেওয়ার কথা ভাবেন!

আর্জোন্টিনার ছোট্ট গ্রাম পুজাতোতে জন্ম স্কালোনির। কেরিয়ারের কারণে ছোট থেকেই দেশের বাইরে থেকেছেন তিনি। তাই তাঁকে পুরো আর্জেন্টাইন হিসেবে গন্য করতেন না খোদ আর্জেন্টাইনরাই। জাতীয় দলের দায়িত্ব তাঁকে দেওয়ার পর তাই খুব একটা খুশি ছিলেন না কেউ। তবে যোগ্য জবাব দিয়ে সকলের মুখ বন্ধ করে দিলেন আর্জেন্টাইন কোচ। পর পর সাফল্য এনে দিলেন মেসিদের মাস্টার মাইন্ড স্কালোনি। ফ্রান্সের বিরুদ্ধে জয়ের পর কাঁদতে দেখা যায় তাঁকে। কারণ হয়তো তাঁর অতীত। যে গঞ্জনাকে সঙ্গে করে জাতীয় দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, সেই দায়িত্বে তিনি ফুল মার্কস নিয়ে পাশ করেছেন! তাই আবেগের বিস্ফোরণ এই চোখের জল।