East Bengal: গাড়ি দুর্ঘটনায় ইস্টবেঙ্গলের দুই ফুটবলার, ডিফেন্স ভাঙল!
East Bengal: কলিঙ্গ সুপার কাপে প্রথম ম্যাচ লাল-হলুদের। হাতে যে ক'টা দিন রয়েছে, তা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যা ঘটল, ইস্টবেঙ্গল পরিকল্পনাকে কিছুটা হলেও থমকে দিতে পারে। সেখান থেকে কত দ্রুত বেরিয়ে আসতে পারবেন অস্কার?

কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগই শুধু নয়, ফুটবল মরসুম এখনও শেষ হয়নি। গতবার কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এ বারও রয়েছে খেতাব ধরে রাখার তাগিদ। কোচ অস্কার ব্রুজোও জোর দিচ্ছেন নতুন স্ট্র্যাটেজিতে। আইএসএলে যা হয়নি কলিঙ্গ সুপার কাপে তা হতেই পারে। কিন্তু তার আগে দুর্ঘটনার খবর ইস্টবেঙ্গলে। ২০ এপ্রিল কলিঙ্গ সুপার কাপে প্রথম ম্যাচ লাল-হলুদের। হাতে যে ক’টা দিন রয়েছে, তা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যা ঘটল, ইস্টবেঙ্গল পরিকল্পনাকে কিছুটা হলেও থমকে দিতে পারে। সেখান থেকে কত দ্রুত বেরিয়ে আসতে পারবেন অস্কার?
বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারতেন টিমের দুই ফুটবলার। অল্পের জন্য রক্ষা পেয়েছেন, এটা অবশ্য ভালো খবর। রাজারহাটে ফেডারেশনের এক্সিলেন্স সেন্টারে আপাতত অনুশীলন চালাচ্ছে ইস্টবেঙ্গল। প্র্যাক্টিসে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা কবলে পড়েন ইস্টবেঙ্গলের দুই ফুটবলার আনোয়ার আলি ও প্রভসুখন গিল। গাড়ি চালাচ্ছিলেন গিল। বিশ্ব বাংলা গেটের সামনে দুর্ঘটনা হয়। ঘটনার জেরে সাময়িক ট্রমায় পড়ে যান এই দুই ফুটবলার। ট্রমা কাটিয়ে ওঠার পর অনুশীলনে যান দুই ফুটবলার। বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি, এটাই স্বস্তির।
ইন্ডিয়ান সুপার লিগে মরসুম খুব ভালো কাটেনি ইস্টবেঙ্গলের। শুরুটা অত্যন্ত হতাশার হয়েছিল। এরপর ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করে। অনেকটা সাফল্য এসেছিল। প্লে-অফের স্বপ্ন জিইয়ে ছিল। এরপর আবার খেই হারায় ইস্টবেঙ্গল। প্লে-অফে আর ওঠা হয়নি। এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউটে উঠেছিল ইস্টবেঙ্গল। তবে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিতে হয়। নজরে এখন সুপার কাপ। যদিও গোলকিপার এবং সেন্টারব্যাক, ডিফেন্সের দুই স্তম্ভ প্রভসুখন গিল ও আনোয়ার আলির এই ঘটনা সাময়িক অস্বস্তিতে ফেলেছিল।
