East Bengal vs Mohun Bagan : ‘নিম্নরুচির মানসিকতা’, মোহনবাগান কোচকে বিঁধলেন ইস্টবেঙ্গল সচিব!
পাল্টা দিলেন ইস্টবেঙ্গল সচিব। কল্যাণ মজুমদার যা বললেন, তা নিয়ে যে ময়দানে নতুন করে বিতর্কের আগুন জ্বলবে, কোনও সন্দেহ নেই।

কলকাতা: কয়েকদিন আগেই ইস্টবেঙ্গল (East Bengal) থেকে মোহনবাগানে (Mohun Bagan) যোগ দিয়েছেন প্রণব নন্দী। ১৮ বছর লাল-হলুদে কোচিং করানোর পর সবুজ-মেরুনে (East Bengal vs Mohun Bagan) যোগ দিয়েছিলেন প্রণব। ইস্টবেঙ্গলকে অনেক সাফল্য দিয়েছেন। যোগ দিয়েই প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে বোমা ফাটিয়েছিলেন ময়দানের টুলটুলদা। এ বার তার পাল্টা দিলেন ইস্টবেঙ্গল সচিব। কল্যাণ মজুমদার যা বললেন, তা নিয়ে যে ময়দানে নতুন করে বিতর্কের আগুন জ্বলবে, কোনও সন্দেহ নেই।
প্রণব বলেছিলেন, ‘ইস্টবেঙ্গলের সিস্টেম ভেঙে পড়েছে। তাই ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগ দিয়েছি। আমি একটা সিস্টেমে চলি। দেবাশিসকে সেই সিস্টেমের কথা জানাই। ও আশ্বস্ত করতেই মোহনবাগানে সই করার সিদ্ধান্ত নিই।’
সেই উত্তরের পাল্টা দিল ইস্টবেঙ্গল। ক্লাব সচিব কল্যাণ মজুমদার বললেন, ‘অত্যন্ত নিম্নরুচির মানসিকতার হলেই এ কথা বলতে পারে। ও ১৮ বছর এখানে কোচিং করানোর পর, এতদিনে ওর মনে হল এখানে সিস্টেম ভেঙে গিয়েছে। এটা বুঝতে ওর ১৮টা বছর সময় লেগে গেল।’
নতুন মরসুমে ইস্টবেঙ্গলের মেন্টর হলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। যুগ্ম কোচ রাকেশ কৃষ্ণান আর সুশীল শিকারিয়া। মোহনবাগানে প্লেয়ার কাম কোচ ছিলেন রাকেশ। তাঁকে এ বার ইস্টবেঙ্গল নিয়ে এল। ক্রিকেট দলকে আরোও শক্তিশালী করতেই সম্বরণকে মেন্টর করল ইস্টবেঙ্গল। ফুটবলের মতো ক্রিকেটারদের জন্যও চুক্তিপত্র বানাচ্ছে মোহনবাগান। অতীতের ভাউচারে সই উঠে যাচ্ছে। ইস্টবেঙ্গলে অবশ্য এখনই এ সবের কোনও ভাবনা নেই। পুরো বিষয়টাকেই সিএবি-র কোর্টে ঠেলেছে ইস্টবেঙ্গল ক্লাব।
