EURO 2024: হার এড়াল জার্মানি, শেষ ষোলোয় সুইসরাও; নাটকীয় জয়ে ওয়েটিং লিস্টে হাঙ্গেরি!

EURO 2024 Group A Report: কাতার বিশ্বকাপের পর থেকে জার্মানি ফুটবলে একের পর এক ধাক্কা লেগেছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ছিল। ইউরোতে টানা দুটি জয়ে নতুন করে ঘুরে দাঁড়াচ্ছিল জার্মান ফুটবল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়ে জুলিয়েন নাগেলসম্যানের টিম। ম্যাচের ২৮ মিনিটে ড্যান ডয়ের গোলে এগিয়ে যায় সুইসরা।

EURO 2024: হার এড়াল জার্মানি, শেষ ষোলোয় সুইসরাও; নাটকীয় জয়ে ওয়েটিং লিস্টে হাঙ্গেরি!
Image Credit source: AFP
Follow Us:
| Updated on: Jun 24, 2024 | 3:28 AM

শেষ ষোলো আগেই নিশ্চিত হয়েছিল। আয়োজক জার্মানির লক্ষ্য ছিল একশো শতাংশ জয়ের রেকর্ড ধরে রাখা। সুইৎজারল্যান্ডেরও টার্গেট ছিল শেষ ম্যাচ জিতে শীর্ষে থাকা। জার্মানির লক্ষ্য অবশ্য পূরণ হল না। বরং গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোনওরকমে হার বাঁচাল। গ্রুপ এ-র আর এক ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে নাটকীয় জয় হাঙ্গেরির। আপাতত ওয়েটিং লিস্টেই রইল তারা। গ্রুপ এ-র অঙ্ক কী দাঁড়াল? রইল বিস্তারিত…।

কাতার বিশ্বকাপের পর থেকে জার্মানি ফুটবলে একের পর এক ধাক্কা লেগেছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ছিল। ইউরোতে টানা দুটি জয়ে নতুন করে ঘুরে দাঁড়াচ্ছিল জার্মান ফুটবল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়ে জুলিয়েন নাগেলসম্যানের টিম। ম্যাচের ২৮ মিনিটে ড্যান ডয়ের গোলে এগিয়ে যায় সুইসরা। জার্মান শিবিরে অস্বস্তি বাড়ছিল। অবশেষে অ্যাডেড টাইমে গোল করে সমতা ফেরান নিক্লাস ফুলক্রু। ১-১ গোলে শেষ হয় ম্যাচ। গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে জার্মানি।

৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসেবে সরাসরি শেষ ষোলোয় সুইৎজারল্যান্ডও। গ্রুপের অন্য় ম্যাচে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড ও হাঙ্গেরি। দু-দলের কাছেই ছিল মরণ বাঁচন ম্যাচ। ড্র হলে কোনও আশাই ছিল না। জিতলেও যে কোন এক দল ওয়েটিং লিস্টে থাকত। ৬টি গ্রুপের শীর্ষ দুই সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেবে। এর পর সব গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে থাকা টিম গুলির থেকে চারটি দল।

স্কটল্যান্ড-হাঙ্গেরি ম্যাচে ১২ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়। আর এই অ্যাডেড টাইমের দশম মিনিটে কেভিন সিসোবোথের গোলে নাটকীয় জয় হাঙ্গেরির। তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে হাঙ্গেরি। অন্য গ্রুপের পরিস্থিতির উপরই নির্ভর করছে তাদের ভবিষ্যৎ। স্কটল্যান্ডের অবশ্য পুরোপুরি বিদায়।

স্কটল্যান্ড-হাঙ্গেরি ম্যাচে অবশ্য হার-জিতের চেয়েও আতঙ্ক বাড়িয়েছিল ম্যাচের ৭১ মিনিটের দুর্ঘটনা। একটি ক্রসে হেড করতে গিয়ে স্কটল্যান্ড গোলকিপারের সঙ্গে জোরালো ধাক্কা লাগে হাঙ্গেরির স্ট্রাইকার বার্নাবাস ভার্গার। ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেনের মতোই আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল। দ্রুতই মাঠে চিকিৎসা শুরু হয়। চাদর দিয়ে সতীর্থরা আড়াল করেন তাঁকে।

দীর্ঘ সময় মাঠেই চিকিৎসা চলে ভার্গার। এরপরই তড়িঘড়ি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে। সতীর্থদের চোখে জলও দেখা যায়। হাঙ্গেরি ফুটবল সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়, ভার্গার পরিস্থিতি স্থিতিশীল। স্টুটগার্টের একটি চিকিৎসাকেন্দ্রে ভর্তি ভার্গা।

রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?
পরপর তিনবার পুষ্পকের সফল পরীক্ষা সারলেন ইসরোর বিজ্ঞানীরা
পরপর তিনবার পুষ্পকের সফল পরীক্ষা সারলেন ইসরোর বিজ্ঞানীরা
৫ দশক পর স্পিকার পদে লড়াই, ধ্বনি ভোটে জয়ী হলেন ওম বিড়লা
৫ দশক পর স্পিকার পদে লড়াই, ধ্বনি ভোটে জয়ী হলেন ওম বিড়লা
মহাকাশে ‘বন্দি’ সুনীতা, নাসার ভুলেই সর্বনাশ!
মহাকাশে ‘বন্দি’ সুনীতা, নাসার ভুলেই সর্বনাশ!
বাংলাতেই বিপন্ন বাংলা ভাষা? পরিচয় সঙ্কটে ভুগতে হবে বাংলাকে?
বাংলাতেই বিপন্ন বাংলা ভাষা? পরিচয় সঙ্কটে ভুগতে হবে বাংলাকে?
হাতে নতুন ব্রহ্মাস্ত্র, হামলার চেষ্টা হলেই সক্রিয় হবে ভারতের চোখ
হাতে নতুন ব্রহ্মাস্ত্র, হামলার চেষ্টা হলেই সক্রিয় হবে ভারতের চোখ
ডিজাইনার নয়, কার শাড়ি পরে বিয়ে করলেন সোনাক্ষী?
ডিজাইনার নয়, কার শাড়ি পরে বিয়ে করলেন সোনাক্ষী?