IND VS ENG, Semifinal: রোহিতের স্কাইফাই ইনিংস, হার্দিকের হার্ড-হিট, ভারতের পুঁজি ১৭১
ICC MEN’S T20 WC 2024: সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২ রানের বিধ্বংসী ইনিংসে ভরসা দিয়েছিলেন ক্যাপ্টেন। সেমিফাইনালেও ভরসা দিলেন। টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি ক্যাপ্টেন রোহিত শর্মার। তাঁর সঙ্গে দুর্দান্ত জুটি সূর্যকুমার যাদবের। ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। লেগ স্পিনার আদিল রশিদ তাঁকে ফেরান ৫৭ রানে।
টস হার নিয়ে ভাবছি না…। বৃষ্টির পর ম্যাচ শুরু। ম্যাচের মাঝেও বৃষ্টি। কিন্তু রোহিতের কথায় আত্মবিশ্বাস ঝরে পড়েছিল। সেগুলো যে শুধুই কথার কথা নয়, ব্যাট হাতেও দেখিয়ে দিলেন। টস হেরে ব্যাট করতে হয়েছে ভারতকে। পিচে শুরুর দিকে আর্দ্রতা থাকবে, এমনটাই প্রত্যাশিত। কিছু ডেলিভারি থমকে আসছিল। দু-বলে আট রান আসার পরও বিরাট যে ভাবে মারতে গিয়ে আউট হয়েছিলেন, চাপ বেড়েছিল। টুর্নামেন্টে দুর্দান্ত খেলা ঋষভ পন্থও আউট হলেন মাত্র ৪ রানে। থমকে আসা ডেলিভারিতে শর্ট মিডউইকেটে ক্য়াচ। স্কাই ক্রিজে আসার পরই বৃষ্টি। এরপর খেলা শুরু হতেই রোহিতের স্কাইফাই ইনিংস।
সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২ রানের বিধ্বংসী ইনিংসে ভরসা দিয়েছিলেন ক্যাপ্টেন। সেমিফাইনালেও ভরসা দিলেন। টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি ক্যাপ্টেন রোহিত শর্মার। তাঁর সঙ্গে দুর্দান্ত জুটি সূর্যকুমার যাদবের। ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। লেগ স্পিনার আদিল রশিদ তাঁকে ফেরান ৫৭ রানে। শিবম দুবের আগে পাঠানো হয় ভাইস ক্যাপ্টেন হার্দিককে। শুরুতেই জীবন পান। রশিদের বোলিংয়ে অল্পের জন্য মইন আলির হাতে বল ক্যারি করেনি। সূর্য ছিলেন নিজের মেজাজেই।
শট খেলতে প্রবল সমস্যা হচ্ছিল। জোফ্রা আর্চারের স্লোয়ারে স্ট্রেট বাউন্ডারিতে ছয় মারতে গিয়ে আউট সূর্য। ৩৬ বলে ৪৭ রানের অনবদ্য ইনিংস। রোহিত-সূর্যর ব্যাটিংই ভারতের ভিত গড়ে দেয়। অল্প সময়ের ব্যবধানে এই দু-জন আউট হতেই ফের চাপে পড়ে ভারত। এই পিচে অন্তত ১৭০ রান প্রয়োজন। স্কাই আউট হতেই সেই সম্ভাবনা ক্ষীণ দেখাচ্ছিল। হার্দিকের হার্ড-হিট সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু ছয়ের হ্যাটট্রিক করতে গিয়ে আউট হার্দিক। ১৩ বলে ২৩ রান করেন ভাইস ক্যাপ্টেন।
ইনিংসের ১৮তম ওভারে জোড়া উইকেট ক্রিস জর্ডনের। ফের একবার অস্বস্তিতে পড়ে ভারত। ক্রিজে জাডেজা-অক্ষর থাকলেও চিন্তা ছিলই। বাউন্ডারি না এলেও খুচরো রানে পুষিয়ে দিচ্ছিলেন জাডেজা। অক্ষর প্যাটেল বিশাল একটি ছয়ও মারেন। শেষ অবধি ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে ভারত। বোলিং আক্রমণ যে ভাবে পারফর্ম করছে তাতে এই রানের পুঁজি নিয়ে ভরসা করাই যায়।