Suryakumar Yadav: ভিডিয়ো: বিজ্ঞান-জ্যামিতি ভুলে যান, সূর্যকুমার যাদবের এই শট দেখুন
T20 World Cup 2024: এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে গায়ানাতে মুখোমুখি হয়েছিল জস বাটলারের ইংল্যান্ড এবং রোহিত শর্মার ভারত। টস হারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যার ফলে প্রথমে ব্যাটিং করে টিম ইন্ডিয়া। রোহিত ছাড়া মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব ব্যাট হাতে অনবদ্য পারফর্ম করেছিলেন।
কলকাতা: রেইন রেইন গো অ্যাওয়ে, কাম এগেইন অ্যানাদার ডে… ছেলেবেলায় আমরা সকলেই কম বেশি এই ছড়া আওড়েছি। গায়ানায় যে পরিমান থেকে থেকে বৃষ্টি হচ্ছে, তাতে ভারতীয় শিবিরেও যেন ওই ছড়াই অন্যভাবে আওড়ানো হচ্ছে। আসলে গায়ানায় চলছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) দ্বিতীয় সেমিফাইনাল। বৃষ্টির কারণে টস হয় দেরিতে। ম্যাচ শুরু হয়ও দেরিতে। আর ম্যাচ শুরু হওয়ার পর যে বৃষ্টি পুরোপুরি বিদায় নিয়েছিল তা নয়। ভারতের ইনিংসের ৮ ওভারের খেলা হওয়ার পরই বৃষ্টি শুরু হয়। তারই মধ্যে টিম ইন্ডিয়া জোড়া উইকেট হারায়। ক্রিজে যে কারণে হাজির হন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি মাঠে, আর অবাক করা কোনও শট আসবে না তাঁর ব্যাট? তাও হয় নাকি! হল না গায়ানাতেও। স্কাই ইংল্যান্ডের বিরুদ্ধে এমন এক শট মেরেছেন যা দেখলে অনেকে বিজ্ঞান, জ্যামিতি ভুলে যাবেন। মিস করেছেন সূর্যর সেই ছক্কা, দেখুন ভিডিয়োতে।
ভারত ইনিংসের শুরুতেই বিরাট কোহলির উইকেট হারায়। এরপর রোহিত শর্মা একপ্রান্ত থেকে আক্রমণ করতে থাকেন। বিরাট আউট হওয়ার পর ঋষভ পন্থ নামেন। টুর্নামেন্টে তিনি ভালো ছন্দে ছিলেন। তাই তাঁকে ঘিরে প্রত্যাশা ছিল। কিন্তু সেমিফাইনাল ম্যাচে পন্থের ব্যাট চলল না। থমকে আসা বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন ঋষভ। এরপরই মাঠে নামের সূর্যকুমার যাদব।
টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের তারকা সূর্যকুমার যাদবকে মিস্টার ৩৬০ ডিগ্রি বলা হয়। তার অন্যতম প্রমাণ পাওয়া গেল এই ম্যাচে। তিনি মাঠের যে কোনও প্রান্তে অতি সহজেই শট মারেন। গত ম্যাচে আমেরিকার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের ক্রিস জর্ডান। এ বারের বিশ্বকাপে প্যাট কামিন্স এবং ক্রিস জর্ডানই দুই বোলার, যাঁরা হ্যাটট্রিক নিয়েছেন। সেই ক্রিস জর্ডানের বিরুদ্ধে ফাইন লেগের উপর দিয়ে যে ভাবে ছয় মেরেছেন স্কাই, তা বুঝতে বিজ্ঞান খাটে না। জ্যামিতিও কাজে লাগে না। যে কোনও ব্যাটারের পক্ষে এই শট খেলা সম্ভব নয়। কিন্তু সেখানেই স্কাই উজ্জ্বল, সেখানেই স্কাই ব্যতিক্রম। শেষ অবধি ৩৬ বলে ৪৭ রানের এক অনবদ্য ইনিংস উপহার দেন সূর্য।
এক ঝলকে দেখে নিন স্কাইয়ের সেই ছক্কা, যা দেখলে ঘুরবে মাথা—
™️ Surya shot! 🙌🏻
Suryakumar Yadav smashes Jordan over fine leg for a SIX, just as we were craving more fireworks, the rain has arrived! 🥲#SemiFinal2 👉 #INDvsENG | LIVE NOW | #T20WorldCupOnStar pic.twitter.com/fryHlerMPr
— Star Sports (@StarSportsIndia) June 27, 2024