Birbhum: বাইকে বন্ধুর সঙ্গে ফিরছিলেন, পিছন থেকে ধারাল অস্ত্রের হামলায় মৃত্যু তরুণীর

Birbhum: মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ দুজন বাইক আরোহী, মোহাম্মদ বাজার সেকেণ্ডা থেকে হিংলোর উদ্দেশে পাড়ি দেয়। সালুকা ক্যানাল পাড় থেকে পেরিয়ে আসার সময় কিছু দুষ্কৃতী তাঁদের ওপর হামলা করে বলে অভিযোগ।

Birbhum: বাইকে বন্ধুর সঙ্গে ফিরছিলেন, পিছন থেকে ধারাল অস্ত্রের হামলায় মৃত্যু তরুণীর
বীরভূমে দুষ্কৃতী হামলায় তরুণীর মৃত্যুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2025 | 11:11 AM

বীরভূম: বাইকে করে বন্ধুর সঙ্গে ফিরছিলেন। সে সময়ে দুষ্কৃতী হামলা। ধারাল অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত তরুণী। রক্তাক্ত অবস্থায় ছটফট করতে করতে মৃত্যু। ভয়ঙ্কর ঘটনা বীরভূমের পুরাতন গ্রাম পঞ্চায়েতের সালুকা ক্যানেলপাড় এলাকা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুচিত্রা বাগতি। বয়স ১৯ থেকে ২০-র মধ্যে। আহত হয়েছে তাঁর সঙ্গে থাকা যুবকটিও। বয়স ২৫-এর মধ্যে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ দুজন বাইক আরোহী, মোহাম্মদ বাজার সেকেণ্ডা থেকে হিংলোর উদ্দেশে পাড়ি দেয়। সালুকা ক্যানাল পাড় থেকে পেরিয়ে আসার সময় কিছু দুষ্কৃতী তাঁদের ওপর হামলা করে বলে অভিযোগ। পিছন থেকে ধারাল অস্ত্র নিয়ে মহিলার ওপর হামলা চালায়। আহত যুবকটির নাম সন্দীপ দাস।

জানা গিয়েছে, সন্দীপ ও সুচিত্রা দু’জনেরই বাড়ি মোহাম্মদ বাজার থানা এলাকায়।   আহত যুবকটির বাড়ি হিংলো এবং মেয়েটির বাড়ি মোহাম্মদবাজার থানার সেকেন্দ্রা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মহম্মদ বাজার থানার পুলিশ। আহত যুবক সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।