EPFO: আপনারও কি PF-এর টাকা কাটা হয়? বড় সতর্কবার্তা দিল EPFO

EPFO: এছাড়া কর্মীরা তাদের অ্যাকাউন্ট সম্পর্কিত কোনও প্রক্রিয়ার জন্য সাইবার ক্যাফে বা পাবলিক ডিভাইস যাতে ব্যবহার না করে, সেই পরামর্শও দেওয়া হয়েছে ইপিএফও-র তরফে।

EPFO: আপনারও কি PF-এর টাকা কাটা হয়? বড় সতর্কবার্তা দিল EPFO
ফাইল ছবিImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Jan 08, 2025 | 10:07 PM

নয়া দিল্লি: সরকারি বা বেসরকারি সেক্টরের কর্মীদের সঞ্চয়ের ক্ষেত্রে একটা বড় ভরসা হল ইপিএফও। বেতন থেকেই পিএফ কেটে নেওয়া হয়। কর্মী ও সংস্থা টাকা জমা রাখে অ্যাকাউন্টে। এবার সেই সব পিএফ গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা দিল ইপিএফও।

ক্রমবর্ধমান সাইবার জালিয়াতি এড়াতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) দেশের সংগঠিত সেক্টরে কোটি কোটি কর্মচারীদের একটি সতর্কবার্তা দিয়েছে। সোশ্য়াল মিডিয়ায় এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে ইপিএফও-র তরফে।

অ্যাকাউন্টের গোপন তথ্য কারও হাতে যাতে না যায়, সেই আবেদন করেছে ইপিএফও। এক্স-এ পোস্ট করে তারা জানিয়েছে যে সংস্থা কখনই তার সদস্যদের অ্যাকাউন্ট সম্পর্কে কোনও বিশদ তথ্য জিজ্ঞাসা করে না। EPFO-এর কর্মী বলে কেউ যদি ফোন, ইমেল, মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN), পাসওয়ার্ড, প্যান নম্বর, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্য বা ওটিপি চায়, তাহলে তা শেয়ার করা উচিত হবে না।

সাইবার অপরাধীরা EPFO ​​অফিসার সেজে কর্মীদের প্রতারণা করার চেষ্টা করতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এই অপরাধীরা কর্মীদের গোপন তথ্য অপব্যবহার করে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা করা টাকা তুলে নিতে পারে। এছাড়া কর্মীরা তাদের অ্যাকাউন্ট সম্পর্কিত কোনও প্রক্রিয়ার জন্য সাইবার ক্যাফে বা পাবলিক ডিভাইস যাতে ব্যবহার না করে, সেই পরামর্শও দেওয়া হয়েছে ইপিএফও-র তরফে। নিজস্ব মোবাইল বা ল্যাপটপ দিয়েই কাজ করা উচিত।