‘ঘটি-বাটি বেচে বিয়ে করব না’, ৬ ভাই একসঙ্গে বসে পড়লেন বিয়ের পিঁড়িতে
Pakistan: বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় ১০০ অতিথি। বরপক্ষের তরফে জানানো হয়েছে, বিয়েতে কোনও পণ নেওয়া হয়নি পাত্রীপক্ষের কাছ থেকে।
ইসলামাবাদ: নিমন্ত্রিতরা বোধহয় এমন দৃশ্য আগে কখনও দেখেনি। বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেলে গিয়ে তাঁরা দেখলেন বরমাল্য গলায় পরে বসে রয়েছেন ৬ ব্যক্তি। হ্যাঁ, তাঁরা প্রত্যেকেই বর। এমনই এক অদ্ভুত বিয়ের আসর বসল পাকিস্তানে। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই বিয়েতে ৬ ভাইয়ের জন্য ছিলেন ৬ পাত্রী, আর তাঁরা ৬ বোন। অর্থাৎ ৬ ভাই বিয়ে করে ফেললেন ৬ বোনকে। এমন আজব ঘটনায় হতবাক প্রতিবেশীরাও। ৬ ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের বয়স মাত্র ১৮ বছর।
পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ঘটনা। বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় ১০০ অতিথি। বরপক্ষের তরফে জানানো হয়েছে, বিয়েতে কোনও পণ নেওয়া হয়নি পাত্রীপক্ষের কাছ থেকে।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত? ৬ পাত্রকে প্রশ্ন করা হলে তাঁরা জানান, বর্তমান সময়ে দাঁড়িয়ে সহজ-সরলভাবে বিয়ের অনুষ্ঠান কীভাবে করা যায়, কীভাবে কম খরচে সবটা সেরে ফেলা যায়, সেটাই দেখানোর চেষ্টা করেছেন তাঁরা। তাঁরা এক উদাহরণ তৈরি করতে চাইছেন বলে জানিয়েছেন।
দিনে দিনে বিয়ের জাঁকজমক বেড়েছে প্রায় সর্বত্র। জমিজমা বেচে বিয়ে সন্তানের বিয়ের আয়োজন করছেন বাবা-মায়েরা। এটা যে ঠিক হচ্ছে না, সেটাই বোঝাতে চেয়েছে এই পাত্রপক্ষ।
জানা গিয়েছে, তাঁদের এই বিয়ের পরিকল্পনা ছিল অনেক দিন ধরেই। কিন্তু ছোট ভাইয়ের বয়স ১৮ হওয়ার জন্য অপেক্ষা করছিলেন বাকিরা। ১৮ হতেই ছোট ভাইকে সঙ্গে নিয়েই বিয়ের পিঁড়িতে বসে পড়েছেন তাঁরা।