না ফেরার দেশে কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক প্রীতিশ নন্দী
Pritish Nandy passes away: ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বুধবার রাতেই এল দুঃসংবাদ। গোটা সাংস্কৃতিক জগতে শোকের ছায়া। তাঁর আত্মার শান্তি কামনা করে এক দীর্ঘ পোস্ট করেন বন্ধু অনুপম খের।
প্রয়াত লেখক, কবি, চলচ্চিত্র নির্মাতা প্রীতিশ নন্দী। ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বুধবার রাতেই এল দুঃসংবাদ। গোটা সাংস্কৃতিক জগতে শোকের ছায়া। তাঁর আত্মার শান্তি কামনা করে এক দীর্ঘ পোস্ট করেন বন্ধু অনুপম খের। স্মৃতির পাতায় ডুবে বন্ধুর জন্য ধরলেন কলম। লিখলেন– “আমার সবচেয়ে প্রিয় এবং নিকটতম বন্ধুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং মর্মাহত! আশ্চর্য এক কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতা এবং একজন সাহসী এবং অনন্য সাংবাদিক! মুম্বইয়ে আমার কেরিয়ারের প্রাথমিক দিনগুলিতে তিনি আমার পাশে থেকেছেন এবং শক্তি দিয়েছিলেন। আমরা অনেক কিছু শেয়ার করেছি। তিনিও ছিলেন সবচেয়ে নির্ভীক ব্যক্তিদের একজন যাঁদের আমি দেখেছি। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। পরবর্তীতে আমাদের খুব বেশি দেখা হয়নি। কিন্তু একটা সময় ছিল যখন আমরা অবিচ্ছেদ্য ছিলাম! আমি কখনই ভুলব না যখন তিনি আমাকে ফিল্মফেয়ারের কভারে রেখে আমাকে অবাক করেছিলেন । ইয়ারন কা ইয়ারের প্রকৃত সংজ্ঞা ছিল সে! আমি তোমাকে এবং আমাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো সময় মিস করব বন্ধু।”
View this post on Instagram