FIFA World Cup: ২ বছর অন্তর বিশ্বকাপের যুক্তি সাজাচ্ছেন ফিফা প্রেসিডেন্ট
২ বছর অন্তর বিশ্বকাপ হলে তার মান পড়ে যেতে পারে, এমনও বলছেন অনেকে। কিন্তু ফিফা যে ভাবে বিশ্বকাপের জন্য অপেক্ষা চার বছর থেকে কমিয়ে দু'বছরে আনতে চাইছে, তাতে নানা যুক্তি আসছে।
লন্ডন: যদি প্রতি বছর উইম্বলডন, চ্যাম্পিয়ন্স লিগ, সুপার বোল হতে পারে, তা হলে দু’বছর অন্তর বিশ্বকাপ (World Cup) কেন নয়? সোজাসাপ্টা যুক্তি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)। চার বছরের বদলে দু’বছর অন্তর ছেলে ও মেয়েদের বিশ্বকাপ আয়োজন করার কথা ভাবছে ফিফা। ফুটবলকে অর্থনৈতিক ভাবে আরও শক্ত ভিতের উপর দাঁড় করানো যেমন লক্ষ্য, তেমনই নিয়মিত সেরা ম্যাচ উপহার দিতে চাইছে ফুটবল ভক্তদের। এ নিয়ে ফিফা যে প্রস্তাব রেখেছে, তা কিন্তু অধিকাংশ ফেডারেশন মানতে নারাজ। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশগুলো। দু’বছর অন্তর বিশ্বকাপ হলে ক্ষতিগ্রস্থ হবে ইউরোপের লিগ।
ইজরায়েলে এক অনুষ্ঠানে গিয়ে ইনফান্তিনো বলেছেন, ‘২০২৬ সাল থেকে ৪৮টা টিম নিয়ে বিশ্বকাপ যে হবে, সেটা ঠিক হয়ে গিয়েছে। দু’বছর অন্তর বিশ্বকাপ হবে কিনা, তা এখনও ঠিক হয়নি। এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে, বিশ্বকাপ অত্যন্ত জনপ্রিয় একটা টুর্নামেন্ট। আর সেই কারণেই এটা দু’বছর অন্তর হওয়া উচিত।’
২ বছর অন্তর বিশ্বকাপ হলে তার মান পড়ে যেতে পারে, এমনও বলছেন অনেকে। কিন্তু ফিফা যে ভাবে বিশ্বকাপের জন্য অপেক্ষা চার বছর থেকে কমিয়ে দু’বছরে আনতে চাইছে, তাতে নানা যুক্তি আসছে। ইনফান্তিনো যেমন বলেই দিয়েছেন, ‘একটা টুর্নামেন্টের মান নির্ভর করে তার কোয়ালিটির উপর। কতটা নিয়মিত হচ্ছে, তার উপর নয়। সুপার বোল প্রতিবছর হয়। উইম্বলডন কিংবা চ্যাম্পিয়ন্স লিগও প্রতিবছর হয়। প্রত্যেকে কিন্তু এই টুর্নামেন্টগুলোর জন্য অপেক্ষা করে থাকে। রোমাঞ্চকর কিছু দেখার জন্য মুখিয়ে থাকে।’
২ বছর অন্তর বিশ্বকাপ করার জন্য অনেক বেশি প্রস্তুতি দরকার, তা মেনে নিচ্ছেন ফিফা প্রেসিডেন্ট। ‘আমাদের সঠিক ফর্ম্যাটটা খুঁজে নিতে হবে। যাতে অন্য টুর্নামেন্টের সঙ্গে এর কোনও দ্বন্দ্ব তৈরি না হয়। আমার মনে হয়, সঠিন রাস্তা খুঁজে পেলে কোনও সমস্যাই হবে না।’