Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup Qualifiers: মারাকানায় মারামারি, ফাউলের বন্যা, উত্তপ্ত পরিস্থিতিতে শেষ হল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

ব্রাজিল-আর্জেন্টিনা হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। অবশ্য এই ম্যাচ শুরু হওয়ার আগে গ্যালারিতে দুই দলের সমর্থকদের মধ্যে হল তুমুল হাতাহাতি। এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যার ফলে লাঠিচার্জ করতে বাধ্য হয় ব্রাজিল পুলিশ। ম্যাচ শুরু হওয়ার আগেই মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান লিওনেল মেসিরা।

FIFA World Cup Qualifiers: মারাকানায় মারামারি, ফাউলের বন্যা, উত্তপ্ত পরিস্থিতিতে শেষ হল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
মারাকানায় মারামারি, ফাউলের বন্যা, উত্তপ্ত পরিস্থিতিতে শেষ হল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 11:44 PM

রিও ডি জেনেইরো: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup Qualifiers) ম্যাচে মারাকানায় মুখোমুখি হয়েছিল ব্রাজিল (Brazil) ও আর্জেন্টিনা (Argentina)। হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। অবশ্য এই ম্যাচ শুরু হওয়ার আগে গ্যালারিতে দুই দলের সমর্থকদের মধ্যে হল তুমুল হাতাহাতি। এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যার ফলে লাঠিচার্জ করতে বাধ্য হয় ব্রাজিল পুলিশ। ম্যাচ শুরু হওয়ার আগেই, প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান লিওনেল মেসিরা। অবশ্য পরে পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে ফিরে আসে কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। হাইভোল্টেজ ম্যাচে শেষ অবধি মারাকানায় ব্রাজিল না আর্জেন্টিনা জিতল কারা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিশ্ব ফুটবলে ব্রাজিল এবং আর্জেন্টিনা অন্যতম দুই প্রধান প্রতিদ্বন্দ্বী। দক্ষিণ আমেরিকা অঞ্চলের এই প্রতিবেশী দেশ দুটির মধ্যে ফুটবল নিয়ে বিরোধ বরাবরই চরমে থাকে। বছর দুয়েক আগে ব্রাজিলে শেষ বার খেলতে গিয়ে না খেলেই ফিরে এসেছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার কোয়ারেন্টাইন বিধি ভাঙায় সে বার ম্যাচ শুরুর কয়েক মিনিট পর ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য পর্যবেক্ষণ এজেন্সি ম্যাচ থামিয়ে দিয়েছিল। এ বার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বর ম্যাচও থামতে চলেছিল। সুপার ক্লাসিকোর ম্যাচ থামার মতো পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল গ্যালারি উত্তপ্ত হওয়ায়। শেষ অবধি তা হয়নি।

বুধবার ভোর ৬টা নাগাদ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তার জায়গায় ৬.৩০ নাগাদ ম্যাচ শুরু হয়। ম্যাচ শুরু হওয়ার পর থেকে ফাউলের বন্যা বইয়ে দেয় ব্রাজিল। ম্যাচের ৫ মিনিটে হলুদ কার্ড দেখেন গ্যাব্রিয়েল জেসুস। এরপর ১৪ মিনিটে হলুদ কার্ড দেখেন রাফিনহা। ৩৩ মিনিটে সেলেকাওদের হয়ে হলুদ কার্ড দেখেন কার্লোস অগাস্টো। প্রথমার্ধ থেকেই ফাউলের দিকে আর্জেন্টিনার থেকে এগিয়ে ছিল ব্রাজিল। গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। ৬৩ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে এবং ম্যাচের একমাত্র গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি। এই ম্যাচে গোল পাননি লিওনেল মেসি। ৭৮ মিনিটের মাথায় তাই তাঁকে তুলে নেন কোচ। ৮১ মিনিটে ব্রাজিলের জেয়েলিংটন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের ব্রাজিলকে পেয়েও আর গোল করতে পারেনি আর্জেন্টিনা। ফলে শেষ অবধি ১-০ গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। এই ম্যাচে মোট ফাউল হয়েছে ২২টি। তার মধ্যে ব্রাজিল করেছে ১৬টি আর আর্জেন্টিনা ৬টি।