AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ballon D’Or: বিতর্ক মেটাতে একঝাঁক নিয়ম বদলাচ্ছে ব্যালন ডি’ওরের

গতবার আর্জেন্টেনিয়ান তারকা দেশের হয়ে কোপা আমেরিকা জিতেছিলেন। কিন্তু ক্লাবের হয়ে তেমন সাফল্য ছিল না। সেই কারণেই প্রশ্ন উঠেছিল, কীসের ভিত্তিতে তাঁকে ব্যালন ডি'ওর দেওয়া হল? ব্যালন ডি'ওর যে সংস্থা দেয়, তারাও প্রবল সমালোচনার মুখে পড়েছিল। তাই ভুল শুধরে নেওয়ার জন্যই এ বার থেকে বিশ্বের সেরা ফুটবলারকে এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে অনেক নিয়মে বেঁধে দেওয়া হচ্ছে।

Ballon D'Or: বিতর্ক মেটাতে একঝাঁক নিয়ম বদলাচ্ছে ব্যালন ডি'ওরের
Ballon D'Or: বিতর্ক মেটাতে একঝাঁক নিয়ম বদলাচ্ছে ব্যালন ডি'ওরের (Pic Courtesy- Twitter)
| Edited By: | Updated on: Mar 12, 2022 | 10:00 AM
Share

প্যারিস: একটা বিশ্বকাপ কিংবা মহাদেশিয় টুর্নামেন্টে কেউ যদি দুরন্ত খেলেন, তা হলে কি তাঁর ব্যালন ডি’ওর (Ballon D’Or) পাওয়া উচিত? সপ্তম ব্যালন ডি’ওর পাওয়ার পর লিওনেল মেসিকে নিয়ে এই প্রশ্নই উঠেছিল। গতবার আর্জেন্টেনিয়ান তারকা দেশের হয়ে কোপা আমেরিকা জিতেছিলেন। কিন্তু ক্লাবের হয়ে তেমন সাফল্য ছিল না। সেই কারণেই প্রশ্ন উঠেছিল, কীসের ভিত্তিতে তাঁকে ব্যালন ডি’ওর দেওয়া হল? ব্যালন ডি’ওর যে সংস্থা দেয়, তারাও প্রবল সমালোচনার মুখে পড়েছিল। তাই ভুল শুধরে নেওয়ার জন্যই এ বার থেকে বিশ্বের সেরা ফুটবলারকে এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে অনেক নিয়মে বেঁধে দেওয়া হচ্ছে। যাতে ভবিষ্যতে আর কেউ ব্যালন ডি’ওর নিয়ে প্রশ্ন তুলতে না পারেন। এই বছর অক্টোবরে হবে ব্যালন ডি’ওরের অনুষ্ঠান হবে।

কী কী বদলাচ্ছে?

১) যে ফুটবলাররা ব্যালন ডি’ওর পুরস্কারের জন্য মনোনীত হবেন, তাঁর ক্ষেত্রে আর ক্যালেন্ডার ইয়ার দেখা হবে না। পুরো মরসুমের পারফরম্যান্স বিচার করেই তবে তালিকায় জায়গা দেওয়া হবে তাঁদের। অর্থাৎ, আগামী বছরের পুরস্কার মিলবে এই মরসুমের সাফল্যের নিরিখে।

২) ব্যালন ডি’ওরের প্রাথমিক তালিকা বানানোর দায়িত্ব থাকেন ফ্রান্স ফুটবল ও খেলার কাগজ লেকিপের সাংবাদিকরা। ব্যালমন ডি’ওরের অ্যাম্বাসাডর দিদিয়ের দ্রোগবা প্রাথমিক তালিকা বানানোর জন্য এ বার থেকে সাহায্য করবেন তাঁদের।

৩) ভিয়েতনাম ও চেক প্রজাতন্ত্রের দুই সাংবাদিক সাহায্য করবেন আগামী ব্যালন ডি’ওরের প্রাথমিক তালিকা বানানোর জন্য।

৪) ফ্রান্স ফুটবলের তরফেও জানানো হয়েছে, ব্যালন ডি’ওর হল ব্যক্তিগত পুরস্কার। তাই এই পুরস্কার যাঁরা পাবেন, তাঁদের সেরা ফর্ম, টিমকে খেতাব জেতাতে কতটা সাহায্য করেছেন, তাও দেখা হবে।

৫) ব্যালন ডি’ওরের জন্য এ বার থেকে ভোট ফিফা ব়্যাঙ্কিংয়ে ১০০-তে থাকা পুরুষদের জাতীয় টিম ও ৫০-এ থাকা মেয়েদের জাতীয় টিম দিতে পারবে।

৬) সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ব্যালন ডি’ওর পাওয়ার ক্ষেত্রে আর কোনও ফুটবলারের কেরিয়ার কোনও ভাবেই বিচার্য হবে না।

আরও পড়ুন: ICC Women World Cup 2022: ক্যারিবিয়ানদের জয়ের হ্যাটট্রিক রুখতে জ্বলে উঠতে হবে মিতালিদের

আরও পড়ুন: Sachin Tendulkar: সচিনের কাছে বিশেষ অনুশীলনে স্বপ্নপূরণ কলকাতার খুদের

আরও পড়ুন: ISL 2021-22: ওগবেচেদের রুখতে পাল্টা আক্রমণই হাতিয়ার সবুজ-মেরুনের