AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA Ranking: বিশ্বকাপের ড্রয়ের আগে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর

উল্লেখযোগ্য, প্রথম দশে নেই জার্মানি। ১১ থেকে ২০-র মধ্যে রয়েছে ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, সুইৎজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া, কলম্বিয়া, ওয়েলস, সুইডেন ও সেনেগাল।

FIFA Ranking: বিশ্বকাপের ড্রয়ের আগে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর
ব্রাজিল ফুটবল দল। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Apr 01, 2022 | 2:32 PM
Share

জুরিখ: ফিফা (FIFA) ক্রমতালিকায় বেলজিয়ামকে টপকে এক নম্বরে উঠে এল ব্রাজিল (Brazil)। বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত থেকেই কাতারের টিকিট পেয়েছেন নেইমাররা। সম্প্রতি দুরন্ত ছন্দেও আছে ব্রাজিল। সেই প্রভাবই পড়ল ফিফা ব়্যাঙ্কিংয়ে। পাঁচ বছর পর ফিফা ক্রমতালিকার শীর্ষে উঠল সেলেকাওরা। নভেম্বরেই কাতারে শুরু বিশ্বকাপ (FIFA World Cup 2022)। তার আগে ব্রাজিলের এই উত্থান নিঃসন্দেহে তাঁদের আত্মবিশ্বাস আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে। ২০১৭ সালের জুন মাসে শেষ বার ফিফার ব়্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠেছিল ব্রাজিল। দীর্ঘদিন ফিফা ক্রমতালিকার শীর্ষে ছিল বেলজিয়াম। লুকাকুরা নেমে ২ নম্বরে। আজই দোহায় ফুটবল বিশ্বকাপের ড্র। ফুটবলপ্রেমীদের নজর থাকবে ওই ড্রয়ের দিকে। তার আগেই ক্রমতালিকা প্রকাশ করে ফিফা। ফলে কিছুটা হলেও সুবিধেজনক জায়গায় থাকবে ব্রাজিল।

তিন নম্বরে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। চারে মেসির আর্জেন্টিনা। পাঁচে ইংল্যান্ড। ৬ নম্বরে রয়েছে ইতালি। ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারলেও ফিফা ক্রমতালিকায় প্রথম দশের মধ্যেই রয়েছে আজুরিরা। সাতে স্পেন, আটে রোনাল্ডোর পর্তুগাল। নর্থ ম্যাসিডোনিয়াকে হারিয়ে সম্প্রতি কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছেন রোনাল্ডোরা। ৯ নম্বরে মেক্সিকো, দশে নেদারল্যান্ডস।

উল্লেখযোগ্য, প্রথম দশে নেই জার্মানি। ১১ থেকে ২০-র মধ্যে রয়েছে ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, সুইৎজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া, কলম্বিয়া, ওয়েলস, সুইডেন ও সেনেগাল।

এ দিকে ফিফা ক্রমতালিকায় আরও ২ ধাপ নামল ভারত। সম্প্রতি ফিফা ফ্রেন্ডলিতে পরপর দুটো ম্যাচ হেরেছে স্টিম্যাচের দল। বাহরিন আর বেলারুশের কাছে হারায় সেই প্রভাব ব়্যাঙ্কিংয়েও পড়়েছে। দু’ধাপ নেমে ভারতের স্থান এখন ১০৬। এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের স্থান ১৯ নম্বরে। জুনে শহরে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা।

আরও পড়ুন: IPL 2022: লখনউয়ের ‘বেবি এবি’-র ছয়ে চোট সিএসকের এক মহিলা সমর্থকের