I League 2021-22: করোনার থাবা আই লিগে, আজই বৈঠক লিগ কমিটির

করোনা আবহে এ বারের আই লিগে অংশ নেওয়া ১৩টি দলের ফুটবলাররা, কোচ, রেফারি, কর্তারা এবং সাপোর্ট স্টাফরা কলকাতার ৪টি হোটেলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ছিলেন। কিন্তু সেই বলয় ভেদ করে ঢুকে পড়ল মারণ ভাইরাস।

I League 2021-22: করোনার থাবা আই লিগে, আজই বৈঠক লিগ কমিটির
I League 2021-22: করোনার থাবা আই লিগে, আজই বৈঠক লিগ কমিটির (ছবি-আই লিগ টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2021 | 1:05 PM

কলকাতা: এ বার করোনার (COVID19) থাবা আই লিগে (I League)। জানা গিয়েছে, আই লিগে খেলা কয়েকটি দলের, কয়েকজন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার যে হোটেলগুলিতে বায়ো বাবলে ছিলেন কোচ, ফুটবলাররা সেখানেই নিজেদের রুমে তাঁরা হোম আইসোলেশনে থাকবেন। স্বাভাবিক ভাবেই, যে কারণে আপাতত বন্ধ রাখা থাকতে চলেছে আই লিগের ম্যাচ। আজ, বিকেলে লিগ কমিটি (League Committee) বৈঠকে বসবে। সেখানেই ঠিক হবে, কত দিন বন্ধ থাকবে লিগ কিংবা পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে।

আই লিগের টুইটারে এই খবর জানানো হয়েছে। তারা টুইটারে লিখেছে, “কয়েকটি টিমের মধ্যে কিছু করোনা পজিটিভের রিপোর্ট এসেছে। লিগ বিষয়টির উপর বিশেষ নজর রাখছে এবং ইতিমধ্যে ক্লাবগুলির সঙ্গে এ ব্যাপারে কথা বলেছে। এ ছাড়া আজ বিকেলে লিগের কমিটির জরুরি সভাও ডাকা হয়েছে। শীঘ্রই আরও বিস্তারিত তথ্য আসছে।”

উল্লেখ্য ২৬ ডিসেম্বর, বক্সিং ডে টেস্টের দিন শুরু হয়েছে এ বারের আই লিগ। মোট ১৩টি দল এ বারের টুর্নামেন্টে অংশ নিয়েছে। এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষে রয়েছে রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে, নারোকা এফসি, রিয়াল কাশ্মীর, মহমেডান এফসি এবং গোকুলম কেরালা।

করোনা আবহে এ বারের আই লিগে অংশ নেওয়া ১৩টি দলের ফুটবলাররা, কোচ, রেফারি, কর্তারা এবং সাপোর্ট স্টাফরা কলকাতার ৪টি হোটেলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ছিলেন। কিন্তু সেই বলয় ভেদ করে ঢুকে পড়ল মারণ ভাইরাস।

আরও পড়ুন:  IND vs SA 1st Test Day 4 Live: সেঞ্চুরিয়নে চতুর্থ দিন বড় রান তোলার লক্ষ্য হবে টিম ইন্ডিয়ার

আরও পড়ুন: Top Football Goal Scorers in 2021: ছবিতে দেখুন একুশের সেরা ৯ গোলদাতাকে