IND vs SA 1st Test Day 4 Highlights: প্রোটিয়াদের ম্যাচ জিততে শেষ দিনে চাই ২১১ রান, টিম ইন্ডিয়ার প্রয়োজন ৬ উইকেট

| Edited By: | Updated on: Dec 29, 2021 | 9:44 PM

India vs South Africa 1st Test Day 4 Live Score: সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা।

IND vs SA 1st Test Day 4 Highlights: প্রোটিয়াদের ম্যাচ জিততে শেষ দিনে চাই ২১১ রান, টিম ইন্ডিয়ার প্রয়োজন ৬ উইকেট
প্রোটিয়াদের দেশে মুখোমুখি কোহলি-এলগার

সেঞ্চুরিয়ন: বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ। সেঞ্চুরিয়নে প্রথম দিন নির্বিঘ্নে খেলা হলেও, দ্বিতীয় দিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। তৃতীয় দিন শুরু থেকেই পিচ একেবারে অন্যরকম আচরণ করা শুরু করে। সাহায্য পেতে থাকেন প্রোটিয়া বোলাররা। ২৭২-৩ এই স্কোর নিয়ে মাঠে নেমে, ৩২৭ রানে থামে ভারতের প্রথম ইনিংস। তৃতীয় দিন স্কোরবোর্ডে মাত্র ৫৫ রান যোগ করে ৭ উইকেট হারিয়ে বসে কোহলির ভারত। তবে এখানেই শেষ নয়, প্রোটিয়াদের ইনিংস শুরু হতেই, একই সুবিধা পেলেন সামি-বুমরা-শার্দূলরা। ভারতীয় বোলারদের দাপটে ১৯৭ রানেই গুটিয়ে যায় ডিন এলগারদের প্রথম ইনিংস।

তৃতীয় দিনের শেষ বেলায় শুরু হয় ভারতের দ্বিতীয় ইনিংস। তৃতীয় দিনের শেষে ৬ ওভার ব্যাটিং করেছে ভারত। তার মধ্যে ১ উইকেট হারিয়ে ১৬ রান তুলেছে টিম ইন্ডিয়া। ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের (৪) উইকেট তুলে নিয়েছেন মার্কো জ্য়ানসেন।  তৃতীয় দিনের শেষে ১৪৬ রানে এগিয়ে ছিল ভারত।

দ্বিতীয় ইনিংসে ভারত ৫০.৩ ওভার খেলে ১৭৪ রানে অলআউট হয়ে গেল। ভারতের কোনও ক্রিকেটার দ্বিতীয় ইনিংসে ৫০ রানের গণ্ডি পেরোতে পারেনি। দুই ইনিংস মিলিয়ে টিম ইন্ডিয়া ৩০৫ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকাকে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন ঋষভ পন্থ (৩৪), দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে কেএল রাহুলের ব্যাট থেকে। ৪টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা এবং মার্কো জ্যানসেন। ২টি উইকেট পেয়েছেন লুনগি এনগিডি।

চতুর্থ দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ৯৪। প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে ম্যাচ জিততে প্রোটিয়াদের চাই ২১১ রান এবং টিম ইন্ডিয়ার প্রয়োজন ৬টি উইকেট। ক্রিজে রয়েছেন ডিন এলগার (৫২*)। চতুর্থ দিন ২টি উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা। এবং একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 29 Dec 2021 09:35 PM (IST)

    চতুর্থ দিনের খেলা শেষ

    চতুর্থ দিনের শেষে প্রোটিয়াদের স্কোর ৪ উইকেটে ৯৪। প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে দক্ষিণ আফ্রিকার ম্যাচ জিততে চাই ২১১ রান এবং ভারতের প্রয়োজন ৬ উইকেট।

  • 29 Dec 2021 09:33 PM (IST)

    কেশব মহারাজ আউট

    জশপ্রীত বুমরার বলে চতুর্থ দিনের শেষে আউট হলেন কেশব মহারাজ।

  • 29 Dec 2021 09:10 PM (IST)

    দুসেনের উইকেট হারাল প্রোটিয়ারা

    ১১ রান করে সাজঘরে ফিরলেন রাসি ভ্যান দার দুসেন।

  • 29 Dec 2021 08:43 PM (IST)

    ৩০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৬৯/২

    উইকেটের খোঁজে রয়েছে ভারত। ৩০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬৯

  • 29 Dec 2021 08:17 PM (IST)

    ২৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫৯/২

    উইকেটের খোঁজে রয়েছে ভারত। এলগার-দুসেন জুটিকে ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সামি-সিরাজরা। ২৫ ওভারে প্রোটিয়াদের স্কোর ২ উইকেটে ৫৯।

  • 29 Dec 2021 07:55 PM (IST)

    ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫১/২

    ২ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে প্রোটিয়ারা।

  • 29 Dec 2021 07:34 PM (IST)

    ১৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩৬/২

    ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তুলেছে ৩৬ রান।

  • 29 Dec 2021 07:27 PM (IST)

    পিটারসেনকে ফেরালেন সিরাজ

    কেগান পিটারসেনের উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় উইকেট হারাল প্রোটিয়ারা।

  • 29 Dec 2021 07:08 PM (IST)

    ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ২৭/১

    চা বিরতির পর এগিয়ে চলেছে খেলা। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তুলেছে ২৭ রান।

  • 29 Dec 2021 07:04 PM (IST)

    চা বিরতির পর খেলা শুরু

    তৃতীয় সেশনের খেলা শুরু। চা বিরতির পর মাঠে ফিরলেন এলগার-পিটারসেন।

  • 29 Dec 2021 06:48 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে প্রোটিয়াদের স্কোর ১ উইকেটে ২২। ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২৮৩ রান। ক্রিজে কেগান পিটারসেন ও ডিন এলগার।

  • 29 Dec 2021 06:27 PM (IST)

    ৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১১/১

    প্রোটিয়ারা প্রথম ৫ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে ১১ রান তুলেছে।

  • 29 Dec 2021 06:14 PM (IST)

    এইডেন মার্করাম আউট

    দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এইডেন মার্করামের উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

  • 29 Dec 2021 06:03 PM (IST)

    রান তাড়া করতে নামল প্রোটিয়ারা

    টার্গেট ৩০৫। রান তাড়া করতে নামল দক্ষিণ আফ্রিকা।

  • 29 Dec 2021 05:49 PM (IST)

    ১৭৪ রানে অল আউট ভারত

    দ্বিতীয় ইনিংসে ভারত ৫০.৩ ওভার খেলে ১৭৪ রানে অলআউট হয়ে গেল। ভারতের কোনও ক্রিকেটার দ্বিতীয় ইনিংসে ৫০ রানের গণ্ডি পেরোতে পারেনি। দুই ইনিংস মিলিয়ে টিম ইন্ডিয়া ৩০৫ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকাকে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন ঋষভ পন্থ (৩৪), দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে কেএল রাহুলের ব্যাট থেকে। ৪টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা এবং মার্কো জ্যানসেন। ২টি উইকেট পেয়েছেন লুনগি এনগিডি।

  • 29 Dec 2021 05:48 PM (IST)

    ৫০ ওভারে ভারত ১৬৯/৯

    ক্রিজে বুমরা-সিরাজ। ৫০ ওভারে ভারতের স্কোর ৯ উইকেটে ১৬৯

  • 29 Dec 2021 05:45 PM (IST)

    সামি আউট

    মহম্মদ সামিকে ফেরালেন কাগিসো রাবাডা। প্রোটিয়াদের আর প্রয়োজন একটি উইকেট।

  • 29 Dec 2021 05:37 PM (IST)

    পন্থ আউট

    ৩৪ রান করে সাজঘরে ফিরলেন পন্থ। আট নম্বর উইকেট হারাল ভারত। কাগিসো রাবাডার বলে লুনগি এনগিডির হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন পন্থ।

  • 29 Dec 2021 05:21 PM (IST)

    অশ্বিন আউট

    রবিচন্দ্রন অশ্বিনের উইকেট তুলে নিলেন কাগিসো রাবাডা। সাত নম্বর উইকেট হারাল ভারত।

  • 29 Dec 2021 05:16 PM (IST)

    ৪৫ ওভারে ভারত ১৪৬/৬

    ক্রিজে পন্থ-অশ্বিন। ৪৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৬ উইকেটে ১৪৬

    পন্থ ব্যাট করছেন ১৯ রানে, অশ্বিন রয়েছেন ১৪ রানে।

  • 29 Dec 2021 04:55 PM (IST)

    ৪০ ওভারে ভারত ১১৯/৬

    ক্রিজে অশ্বিন-পন্থ। দ্বিতীয় সেশনের খেলা চলছে। ৪০ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ১১৯

  • 29 Dec 2021 04:48 PM (IST)

    রাহানে আউট

    মার্কো জ্যানসেন ফেরালেন অজিঙ্ক রাহানেকে। ২০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। ছ’নম্বর উইকেট হারাল ভারত।

  • 29 Dec 2021 04:37 PM (IST)

    পূজারা আউট

    চেতেশ্বর পূজারার উইকেট তুলে নিলেন লুনগি এনগিডি। ১৬ রান করে সাজঘরে ফিরলেন তিনি।

  • 29 Dec 2021 04:26 PM (IST)

    ৩৫ ওভারে ভারত ৯২/৪

    চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়েছে। লাঞ্চ বিরতির পর মাঠে নেমেই মার্কো জ্যানসেন ভারত অধিনায়কের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। ৩৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৯২।

  • 29 Dec 2021 04:15 PM (IST)

    বিরাট কোহলি আউট

    লাঞ্চ বিরতির পর মাঠে নেমেই উইকেট দিয়ে বসলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ১৮ রান করে সাজঘরে ফিরলেন ভিকে।

  • 29 Dec 2021 04:11 PM (IST)

    দ্বিতীয় সেশন শুরু

    লাঞ্চ বিরতির পর ক্রিজে ফিরলেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা।

  • 29 Dec 2021 03:42 PM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৩ উইকেটে ৭৯। এই মুহূর্তে ২০৯ রানে এগিয়ে রয়েছেন কোহলিরা।

  • 29 Dec 2021 03:24 PM (IST)

    ৩০ ওভারে ভারত ৭৫/৩

    ক্রিজে কোহলি-পূজারা। ৩০ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৭৫।

    পূজারা ১২*, কোহলি ১৪*

  • 29 Dec 2021 03:03 PM (IST)

    ২৫ ওভারে ভারত ৬০/৩

    চতুর্থ দিনের খেলা চলছে। প্রথম সেশনে এখনও পর্যন্ত দুটি উইকেট হারিয়ে বসেছে টিম ইন্ডিয়া। ২৫ ওভারে বিরাটদের স্কোর ৬০

  • 29 Dec 2021 02:52 PM (IST)

    কেএল রাহুল আউট

    লুনগি এনগিডি ফেরালেন ভারতীয় সহ-অধিনায়ক কেএল রাহুলকে। গুরুত্বপূর্ণ উইকেট হারাল ভারত। ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ভারতীয় ওপেনার।

  • 29 Dec 2021 02:35 PM (IST)

    ২০ ওভারে ভারত ৫০/২

    ২০ ওভারের খেলা শেষ। ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ভারত তুলেছে ৫০ রান। ক্রিজে কেএল রাহুল ও চেতেশ্বর পূজারা।

  • 29 Dec 2021 02:12 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৩৫/২

    চতুর্থ দিনের খেলা চলছে। ২ উইকেট হারিয়ে ১৫ ওভারে ভারত তুলেছে ৩৫ রান।

  • 29 Dec 2021 02:04 PM (IST)

    শার্দূল আউট

    শার্দূল ঠাকুরের উইকেট তুলে নিলেন কাগিসো রাবাডা। ১০ রান করে সাজঘরে ফিরলেন শার্দূল।

  • 29 Dec 2021 02:01 PM (IST)

    সুপারস্পোর্ট পার্কে চতুর্থ দিনের খেলা শুরুর আগে বেল বাজালেন দ্রাবিড়

    সুপারস্পোর্ট পার্কে চতুর্থ দিনের খেলা শুরুর আগে বেল বাজালেন দ্রাবিড়। দেখুন ছবি…

  • 29 Dec 2021 01:31 PM (IST)

    চতুর্থ দিনের খেলা শুরু

    ক্রিজে কেএল রাহুল ও শার্দূল ঠাকুর। আজ বড় রান তোলাই লক্ষ্য হতে চলেছে টিম ইন্ডিয়ার।

  • 29 Dec 2021 01:14 PM (IST)

    চতুর্থ দিনের খেলা শুরুর আগে টিম টকের মুহূর্ত

    কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা।

  • 29 Dec 2021 01:12 PM (IST)

    এক নজরে দেখে নিন কোন জায়গা দাঁড়িয়ে রয়েছে ভারত..

    তৃতীয় দিনের শেষ বেলায় শুরু হয় ভারতের দ্বিতীয় ইনিংস। তৃতীয় দিনের শেষে ৬ ওভার ব্যাটিং করেছে ভারত। তার মধ্যে ১ উইকেট হারিয়ে ১৬ রান তুলেছে টিম ইন্ডিয়া। ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের (৪) উইকেট তুলে নিয়েছেন মার্কো জ্য়ানসেন। ক্রিজে কেএল রাহুল (৫*) ও শার্দূল ঠাকুর (৪*)। তৃতীয় দিনের শেষে ১৪৬ রানে এগিয়ে রয়েছে ভারত।

  • 29 Dec 2021 01:08 PM (IST)

    সামিকে নিয়ে এই তথ্য জানেন?

  • 29 Dec 2021 12:35 PM (IST)

    টেস্টে ২০০ উইকেট নিয়ে কী বললেন সামি?

    টেস্টে ২০০ উইকেট নিয়ে কী বললেন সামি? দেখুন ভিডিওতে…

Published On - Dec 29,2021 12:30 PM

Follow Us: